দি ডিরেক্টর হল একটি বাংলাদেশি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ও গল্প লিখেছেন কামরুজ্জামান কামু। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, সাদিকা পারভিন পপি, মোশাররফ করিম, কামরুজ্জামান কামুসহ আরো অনেকে।[]

দি ডিরেক্টর
থিয়েটারে মুক্তি পাওয়া পোস্টার
পরিচালককামরুজ্জামান কামু
রচয়িতাকামরুজ্জামান কামু
শ্রেষ্ঠাংশেমারজুক রাসেল
সাদিকা পারভিন পপি
মোশাররফ করিম
কামরুজ্জামান কামু
মুক্তি৫ জুন ২০১৯
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

২০১৩ সালে চলচ্চিত্রটি মুক্তির জন্য সেন্সরে জমা দেয়া হয়, তবে সেসময় ছবিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হলে এর মুক্তি আটকে যায়। দীর্ঘদিন ছবিটি সেন্সরবোর্ডে পড়ে থাকে। পরে ২০১৫ সালে সেন্সর থেকে এটি মুক্তির ছাড়পত্র পায়। তবে উপযুক্ত পরিবেশক না পাওয়ার কারণে এটি আর প্রকাশ হয়নি। পরে ২০১৯ সালে এটিকে ইউটিউবে মুক্তি দেয়া হয়।[]

অভিনয়ে

সম্পাদনা

মুক্তি

সম্পাদনা

চলচ্চিত্রটি ২০১৯ সালের রোযার ঈদ উপলক্ষে ঈদের রাত ৯টা ৫৫ মিনিটে সানবিডিটিউবের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি মুক্তি পায়।[][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউটিউবে আসবে 'দি ডিরেক্টর'"প্রথম আলো। ২৯ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "আলোচিত 'দি ডিরেক্টর' নিয়ে আসছেন কামু"চ্যানেল আই। ২৬ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯ 
  3. "ইউটিউবে মুক্তি পাচ্ছে পপি অভিনীত 'দি ডিরেক্টর'"ইত্তেফাক। ১৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯ 
  4. "বহুল প্রতীক্ষিত 'দ্য ডিরেক্টর' মুক্তি পাচ্ছে"কালের কণ্ঠ। ১৯ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯ 
  5. "ঈদের রাতে ইউটিউবে মুক্তি পেলো কামুর 'দি ডিরেক্টর'"চ্যানেল আই। ৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯