১৮তম মেরিল-প্রথম আলো পুরস্কার

১৮তম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের অষ্টাদশ আয়োজন। ২০১৫ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০১৬ সালের ২৮শে এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তাহসান রহমান খান[১] এ বছর মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় অভিনেতা কবরীকে[২]

১৮তম মেরিল-প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পূরস্কারের লোগো.jpg
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ২৮ এপ্রিল ২০১৬
স্থানবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ
উপস্থাপকতাহসান রহমান খান
আলোকপাত
আজীবন সম্মাননাকবরী
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দছুঁয়ে দিলে মন
শ্রেষ্ঠ পরিচালনামোরশেদুল ইসলাম
অনিল বাগচীর একদিন
শ্রেষ্ঠ অভিনেতাআরিফিন শুভ
ছুঁয়ে দিলে মন
শ্রেষ্ঠ অভিনেত্রীজাকিয়া বারী মম
ছুঁয়ে দিলে মন
টেলিভিশন আওতা
চ্যানেলচ্যানেল আই
 ← ১৭তম মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯তম → 

বিজয়ী ও মনোনীতদের তালিকাসম্পাদনা

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

তারকা জরিপসম্পাদনা

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী
শ্রেষ্ঠ টিভি অভিনেতা শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী
শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ) শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী)
শ্রেষ্ঠ নবিন অভিনয়শিলপী

সমালোচকসম্পাদনা

শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী
শ্রেষ্ঠ নাট্যকার শ্রেষ্ঠ নাট্য নির্দেশক
  • আশরাফুল চঞ্চল - অনিন্দিতা
শ্রেষ্ঠ টিভি অভিনেতা শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী

আজীবন সম্মাননাসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮ 
  2. "মেরিল-প্রথম আলো পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগসম্পাদনা