ছুঁয়ে দিলে মন
ছুঁয়ে দিলে মন ২০১৫ সালের একটি বাংলাদেশী প্রনয়ধর্মী চলচ্চিত্র।[১] এশিয়াটিক ধ্বনিচিত্র ও মনফড়িংয়ের যৌথ প্রযোজনায় পরিচালনা করেন শিহাব শাহীন। প্রধান চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ ও জাকিয়া বারী মম এবং ইরেশ যাকের ও মিশা সওদাগর প্রধান সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন। এতে একটি শৈশব প্রেমের গল্প রয়েছে যা হৃদয়পুরে ঘটে এবং কীভাবে দুটি প্রেমিক বড় হওয়ার সাথে সাথে আলাদা হয়ে যায়। ১০ই এপ্রিল চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২][৩][৪][৫]
ছুঁয়ে দিলে মন | |
---|---|
পরিচালক | শিহাব শাহীন |
প্রযোজক | সারা যাকের |
রচয়িতা | শিহাব শাহীন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | |
চিত্রগ্রাহক | রিঙ্কন খান |
সম্পাদক | রাকিব রানা |
প্রযোজনা কোম্পানি | মনফড়িং এশিয়াটিক ধ্বনিচিত্র লিমিটেড |
পরিবেশক | এশিয়াটিক ধ্বনিচিত্র লিমিটেড |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৬ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনি
সম্পাদনাচলচ্চিত্রটিতে হৃদয়পুরের ছেলে আবির। এলাকার বড় ভাইয়ের প্রেমে সাহায্য করতে গিয়ে টিনেজার আবিরের পরিচয় হয় নীলার সাথে। সেই সময়েই দুজনের মধ্যে ভাল লাগা তৈরি হয় কিন্তু এরপরই ঘটে কিছু বিচ্ছিন্ন ঘটনা।
তারা হয়ে যায় আলাদা। দু’জন দু’জনের কাছ থেকে অনেক দূরে। বারো বছর পর একদিন হরতাল-অবরোধের বদৌলতে দুজনের দেখা হয়ে যায়। কিন্তু এই বারো বছরে বদলে গেছে অনেক কিছু। এই বদলে যাওয়া ব্যাপারগুলো নিজেদের আয়ত্তে আনতে যুদ্ধে নামে আবির, আর সেই যুদ্ধে গোপনে সাহায্য করে অদ্ভুত সিদ্ধান্তহীনতায় ভূগতে থাকা নীলা। মূলত এখান থেকেই শুরু হয় ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার গল্প।[৬][৭]
অভিনয়শিল্পী
সম্পাদনা- আরিফিন শুভ[৮][৯] - আবির হাসান
- জাকিয়া বারী মম[৩] - নীলা খান
- ইরেশ যাকের - ড্যানি
- মিশা সওদাগর - আবিরের দুলাভাই
- আলীরাজ - আফজাল খান, নীলার বাবা
- মাহমুদুল ইসলাম মিঠু - আশফাক খান, নীলার চাচা
- সুষমা সরকার - আবিরের বোন
- আনন্দ খালেদ - পাভেল, আবিরের বন্ধু
- কাজী নওশাবা আহমেদ - অবন্তি, বিশেষ চরিত্রে
- মো: খালেকুজ্জামান - আবিরের বাবা
- সাবিহা জামান - আবিরের মা
পুরস্কার
সম্পাদনাপ্রদানের তারিখ | পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৫ | বাচসাস পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | আরিফিন শুভ | বিজয়ী | |
১৮ ডিসেম্বর ২০১৬ | সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার | বিজয়ী | [১০] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আসছে শুভ-মমর 'ছুঁয়ে দিলে মন'"। প্রথম আলো। ১৯ ডিসেম্বর ২০১৪।
- ↑ "সিনেমা হলে ঘুরে বেড়াচ্ছেন শুভ-মম"। বাংলানিউজ২৪.কম। ১২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৫।
- ↑ ক খ "ছুটছে 'ছুঁয়ে দিলে মন'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪।
- ↑ "দুই বছর পর একসঙ্গে শুভ ও মম"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪।
- ↑ "আসছে 'ছুঁয়ে দিলে মন'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪।
- ↑ "মন ছুঁয়ে গেল ছুঁয়ে দিলে মন"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪।
- ↑ "ছুঁয়ে গেল 'ছুঁয়ে দিলে মন'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪।
- ↑ TV, Ekushey। "শুভ ও মম আসছে 'মন ফড়িং' নিয়ে"। Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪।
- ↑ "আরিফিন শুভ সংবাদ"। Risingbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪।
- ↑ "ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৫ সেরা অভিনেতা আরেফিন শুভ সেরা অভিনেত্রী পরীমনি"। দৈনিক যুগান্তর। ১৯ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ছুঁয়ে দিলে মন (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ছুঁয়ে দিলে মন