আরিফিন শুভ
আরিফিন শুভ বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও গায়ক। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু, ছিলেন রেডিও জকিও। টিভি নাটকের সফলতায় তিনি নাম লেখান চলচ্চিত্রে। বর্তমান সময়ে তিনি ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক।
আরিফিন শুভ | |
---|---|
![]() ২০১৭ সালে আরিফিন শুভ | |
জন্ম | মাহবুবুল আরিফিন শুভ ২ ফেব্রুয়ারি ১৯৮২ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেতা, মডেল |
কর্মজীবন | ২০০৩ – বর্তমান |
উচ্চতা | ৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার) |
দাম্পত্য সঙ্গী | অর্পিতা সমাদ্দার (বি. ২০১৫) |
পুরস্কার | মেরিল-প্রথম আলো পুরস্কার |
পর্দায় নিজের চরিত্র নিয়ে খুবই সচেতন আরিফিন শুভর অ্যাকশনধর্মী চলচ্চিত্রে ব্যাপক চাহিদা রয়েছে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, অগ্নি, তারকাঁটা, কিস্তিমাত, ছুঁয়ে দিলে মন, মুসাফির, অস্তিত্ব, নিয়তি, ঢাকা অ্যাটাক, আহারে, সাপলুডু, মিশন এক্সট্রিম এর মতো চলচ্চিত্র।
প্রাথমিক জীবন সম্পাদনা
আরিফিন শুভ ১৯৮২ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় জেলার ভালুকা উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিউনের ৫নং ওয়ার্ড আংগারগাড়া গ্রামে এক রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ভালুকা উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে আংগারগাড়া বাজার থেকে বেশ গাছগাছালিতে ঢাকা রাস্তা দিয়ে কিছুদূর এগিয়ে গিয়ে আরিফিন শুভর গ্রামের বাড়ি।
আংগারগাড়া গ্রামে পৈতৃক নিবাস হলেও তার জন্ম ময়মনসিংহ শহরে। ময়মনসিংহ জেলা স্কুলে পড়াশোনা এবং বেড়ে ওঠাও ময়মনসিংহ শহরেই। বাবা এস এম শামসুল হক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তা, মা গৃহিণী। শুভ'রা দুই ভাই, শুভ ছোট, বড় ভাই মাহমুদুল খান সজীব।
অভিনয় জীবন সম্পাদনা
আরিফিন শুভ ২০০৫ সালে মডেলিং শুরু করেন। ২০০৭ সালে প্রথম মোস্তফা সরয়ার ফারুকীর হ্যাঁ-না নাটকে অভিনয় করেন। ২০০৮ সালে ইজ ইকুয়াল টু ধারাবাহিক নাটকে অভিনয় করে তার অবস্থান শক্ত করেন।
২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত জাগো চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। কয়েক বছর বিরতির পর ২০১৩ সালে চলচ্চিত্র পরিচালক সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র পরিচালক ও সমালোচক মতিন রহমান ছবিতে তার "কানে লাগে" সংলাপ এবং "একক নাট্য অভিব্যক্তি প্রকাশের" প্রশংসা করেন।[১] ছবিটি ব্যবসায়িক দিক থেকেও সফল হয়।[২] এরপর তিনি চলচ্চিত্রে মনোনিবেশ করেন। সে বছর ভালোবাসা জিন্দাবাদ চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে কাজ করেন আইরিন সুলতানা।[৩]
২০১৪ সালে ইফতেখার চৌধুরীর অগ্নি ছবিতে তিনি একজন বক্সিং খেলোয়াড় ও পেশাদার খুনী ড্রাগন চরিত্রে অভিনয় করেন।[৪] একই বছর শাহাদাত হোসেন লিটনের মন বোঝেনা, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাঁটা ছবিতে অভিনয় করেন যা নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এবং ভালো ব্যবসা করতে পারে না। আশিকুর রহমান পরিচালিত কিস্তিমাত চলচ্চিত্রে অভিনয় করেন। যা ব্যবসায়িক দিক থেকে বেশ ভালো সাফল্য পায়। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ছুঁয়ে দিলে মন, ও ওয়ার্নিং চলচ্চিত্রে কাজ করেন। ছুঁয়ে দিলে মন চলচ্চিত্র দর্শকদের ব্যাপক সাড়া পায় ও এই চলচ্চিত্রের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) বিভাগে তারকা জরিপ পুরস্কার অর্জন করেন ও সমালোচক পুরস্কারের জন্য মনোনীত হন। পাশাপাশি তিনটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেন। মিস্টার কুকিজের বিজ্ঞাপনে তার সাথে কাজ করেন নুসরাত ফারিয়া মাজহার, যমুনা গ্রুপের বিজ্ঞাপনে নাদিয়া নদী ও প্রাণ আপের বিজ্ঞাপনে পরীমনি।[৫]
২০১৬ সালে তিনি আশিকুর রহমান পরিচালিত অ্যাকশনধর্মীমুসাফির এ অভিনয় করেন যার জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী এর পুরস্কার পান। অনন্য মামুন পরিচালিত নাট্যধর্মী অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করেন।যা ব্যাপক সাড়া ফেলে এবং দর্শক ও সমালোচকদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। ওই বছরের শেষ দিকে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার নিয়তি। এতে তার বিপরীতে অভিনয় করেন জলি। ২০১৭ সালের শুরুর দিকে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত পথ-রোমাঞ্চকর রোম্যান্টিক প্রেমী ও প্রেমী[৬] এবং শামিম আহমেদ রনি পরিচালিত কমেডিধর্মী ধ্যাততেরিকি।[৭] এবং এই ছবিতে শুভর অভিনয় ইতিবাচক সাড়া ফেলে এবং সমালোচকদের কাছেও বহুল প্রশংসিত হয় ।অক্টোবরে মুক্তি পায় দীপংকর দীপন পরিচালিত পুলিশ অ্যাকশন থ্রিলার ঢাকা অ্যাটাক। এতে তাকে ঢাকা মহানগর পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দলের প্রধান আবিদ রহমান চরিত্রে দেখা যায়।[৮] এই ছবিটি বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলে এবং আন্তজার্তিকভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা ছবি হয়।এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে মৃত্যপুরী।এছাড়াও এরপর মুক্তি পায় আরিফিন শুভর আহা রে ছবিটি।এই ছবিটি থেকে দর্শকদের কাছ থেকে বেশি ইতিবাচক সাড়া পাওয়া যায় এবং আরিফিন শুভর অভিনয় প্রশংসিত হয়।[৯] এই ছবিতে তার বিপরীতে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।এছাড়াও বছরের শেষদিকে মুক্তি পায় রাজনৈতিক থ্রিলার সাপলুডু। যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়। এছাড়াও তার আসন্ন সিনেমাগুলি হলো মিশন এক্সট্রিম ও মিশন এক্সট্রিম ২।[১০][১১][১২][১৩]
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই চিত্রনায়ক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার কেন্দ্রীয় মুজিব চরিত্রে অভিনয় করেছেন। এটাই ঢাকাই সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা।[১৪][১৫][১৬]
পারিবারিক জীবন সম্পাদনা
আরিফিন শুভ ২০১৫ সালে অর্পিতা সমাদ্দারকে বিয়ে করেন।[১৭] অর্পিতা সমাদ্দার পেশায় একজন ফ্যাশন ডিজাইনার।[১৮] বিয়ের পর থেকে অর্পিতা সমাদ্দার এখন অর্পিতা আরেফিন।[১৯]
চলচ্চিত্রের তালিকা সম্পাদনা
চাবি সম্পাদনা
চলচ্চিত্রগুলো এখনও মুক্তি পায়নি |
পুরস্কার এবং মনোনয়ন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ রহমান, মতিন (২১ নভেম্বর ২০১৩)। "ছবি আলোচনা - পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী'র সেঞ্চুরি"। দৈনিক ইত্তেফাক। ২৪ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "শুভ ও আইরিনের 'ভালোবাসা জিন্দাবাদ'"। দৈনিক প্রথম আলো। ২০ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "ভালোবাসা দিবসে শুভ-মাহির 'অগ্নি'"। দৈনিক প্রথম আলো। ১৪ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ অভি মঈনুদ্দীন (১৫ মে ২০১৬)। "বিজ্ঞাপনে আরেফিন শুভ"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৬।
- ↑ "শুভ-ফারিয়ার ভালবাসার গল্প 'প্রেমী ও প্রেমী'"। দৈনিক জনকণ্ঠ। ৮ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নববর্ষের ছবি - ধ্যাততেরিকি"। যায়যায়দিন। এপ্রিল ১৮, ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "সারাদেশে শুভ-মাহির 'ঢাকা অ্যাটাক'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ অক্টোবর ২০১৭। ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "'শাহরুখ খানের মতো বললেন, আয় বুকে আয়'"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঈদে আসছে 'মিশন এক্সট্রিম'"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-১৯। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২।
- ↑ "ঢালিউডের প্রথম কোনও ছবি একই দিনে তিন মহাদেশে মুক্তি!"। Bangla Tribune। ২০২২-০৬-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৪।
- ↑ "মিশন এক্সট্রিম: এবার যুক্ত হলো ৪র্থ মহাদেশ!"। Bangla Tribune। ২০২৩-০৩-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৪।
- ↑ "ছবির প্রচারণায় শুভ গাইলেন র্যাপ সং"। Bangla Tribune। ২০২৩-০৩-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৪।
- ↑ সাদ, সাইমুম। "'মুজিব' চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি"। bdnews24। ২০২২-০৫-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৪।
- ↑ "'মুজিব' সিনেমার বাজেট ৮৩ কোটি, ট্রেইলার অফিশিয়াল নয়"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-২৩। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৪।
- ↑ "কিংবদন্তি জাভেদ আখতারের বাসায় আরিফিন শুভ"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-৩১। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "শুভবিবাহ সম্পন্ন"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২০-১১-১১।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "আরিফিন শুভর নতুন জীবন | প্রথম আলো"। prothomalo.com। সংগ্রহের তারিখ ২০২০-১১-১০।
- ↑ "আমি ও অর্পিতা সুখে থাকতে চাই : শুভ"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০১৫-০২-০৭। সংগ্রহের তারিখ ২০২০-১১-১০।
- ↑ "ফুটবলের ছবি 'জাগো'"। দৈনিক প্রথম আলো। ১৮ ডিসেম্বর ২০০৯। ২০১৮-১০-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ ক খ "তবুও ভালো চলছে ভালোবাসা জিন্দাবাদ"। www.jugantor.com। ২০১৩-১১-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫।
- ↑ জয়ন্ত সাহা (৭ নভেম্বর ২০১৩)। "ভালোবাসা জিন্দাবাদ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "শুভ-মাহি জুটির অগ্নি মুক্তি পাচ্ছে ৭ ফেব্রুয়ারি"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৪ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "এ বছরই আসছে শুভ-মারজানের 'মুসাফির'"। দ্য বাংলাদেশ টুডে। ২৫ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৫।
- ↑ "প্রেক্ষাগৃহে 'প্রেমী ও প্রেমী'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "'ধ্যাততেরিকি' বৈশাখে একটাই ছবি!"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। এপ্রিল ১৪, ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "১৩০ প্রেক্ষাগৃহে শুভ-মাহির 'ঢাকা অ্যাটাক'"। বাংলাদেশ প্রতিদিন। ৬ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "সেরা অভিনেতা আরিফিন শুভ"। Jugantor। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৪।
- ↑ https://ichorepaka.in/tele-cine-award-2022-winners-list/ টেলি সিনে পুরস্কার ২০২১ শেষ্ট অভিনেতা আরিফিন শুভ
২০২৩
৩০. অ্যাকশন, থ্রিল ও রোমান্সে বছর শুরু আরিফিন শুভর, বছরজুড়ে থাকছে চমক
বহিঃসংযোগ সম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আরিফিন শুভ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে আরিফিন শুভ