সাফি উদ্দিন সাফি
সাফি উদ্দিন সাফি একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত মান্না, পূর্ণিমা ও ওমর সানী অভিনীত গাদ্দারী চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ২০১৯ সালের ডিসেম্বর-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] সাফি উদ্দিন সাফি মোট চব্বিশটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত মিসড কল তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র। বর্তমানে তিনি সিক্রেট এজেন্ট শিরোনামের একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন।[১]
সাফি উদ্দিন সাফি | |
---|---|
জন্ম | ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, বাংলাদেশ (বর্তমান চট্টগ্রাম | ১ সেপ্টেম্বর ১৯৬৭
পেশা | পরিচালক |
কর্মজীবন | ২০০৩–বর্তমান |
পরিচিতির কারণ | পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ |
উল্লেখযোগ্য কর্ম | নিচে দেখুন |
কর্মজীবন
সম্পাদনাবাংলাদেশের বিখ্যাত পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত জসিম অভিনীত ফাইভ রাইফেল চলচ্চিত্রে প্রধান সহকারী পরিচালক হিসেবে সাফি উদ্দিন সাফি তার কর্মজীবন শুরু করেন। এরপর, একই পরিচালকের ২০০৩ সালের বীর সৈনিক চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। পরে, আরেক চলচ্চিত্র পরিচালক ইকবালের সঙ্গে মিলে যৌথভাবে "সাফি-ইকবাল" নামে তিনি গাদ্দারী শিরোনামের প্রথম চলচ্চিত্র পরিচালনা করেন।[১] ইকবালের সঙ্গে যৌথভাবে পরিচালনায় গাদ্দারী, তোমার জন্য মরতে পারি, প্রেম মানে না বাধা, মেশিনম্যান, বড় ভাই জিন্দাবাদ প্রভৃতি চলচ্চিত্র পরিচালনা করেন। পরবর্তীতে পরিচালক ইকবাল চলচ্চিত্র পরিচালনা ছেড়ে দিলে সাফি একাই "সাফি উদ্দিন সাফি" নামে এককভাবে চলচ্চিত্র পরিচালনা শুরু করেন। তার একক পরিচালিত চলচ্চিত্রের মধ্যে ঢাকার কিং, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২, ভালোবাসা এক্সপ্রেস, ফাঁদ - দ্য ট্র্যাপ, হানিমুন, ওয়ার্নিং, বিগ ব্রাদার ও ও সাথী রে এর মত চলচ্চিত্র আছে।[২][৩] ২০১৯ সালের ডিসেম্বরে তিনি সিক্রেট এজেন্ট শিরোনামের একটি চলচ্চিত্র পরিচালনার ঘোষণা দেন।[১]
২০১৯ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচনে কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়ে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।[৪]
নির্বাচিত চলচ্চিত্র
সম্পাদনা- গাদ্দারী (২০০৩)
- ডেনজার সেভেন (২০০৪)
- মাথা নষ্ট (২০০৬)
- চোর চোর (২০০৬)
- সাত খুন মাফ (২০০৬)
- মেশিনম্যান (২০০৭)
- তোমার জন্য মরতে পারি (২০০৭)
- তেজী মেয়ে (২০০৭)
- বড় ভাই জিন্দাবাদ (২০০৮)
- ও সাথী রে (২০০৯)
- প্রেম মানে না বাধা (২০১০)
- আমার বুকের মধ্যিখানে (২০১০)
- ঢাকার কিং (২০১২)
- প্রেম প্রেম পাগলামী (২০১৩)[৫]
- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩)[৬]
- ফাঁদ - দ্য ট্র্যাপ (২০১৪)[৭]
- হানিমুন (২০১৪)[৮]
- ভালোবাসা এক্সপ্রেস (২০১৪)[৯]
- বিগ ব্রাদার (২০১৫)[১০]
- ওয়ার্নিং (২০১৫)[১১]
- ব্ল্যাক মানি (২০১৫)[১২]
- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ (২০১৬)[১৩]
- মিসড কল (২০১৭)[১৪]
- সিক্রেট এজেন্ট
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "সাফির 'সিক্রেট এজেন্ট'-এ বাপ্পী ও উষ্ণ"। মানবজমিন। ৮ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
- ↑ "সাফি উদ্দিন সাফির জন্মদিন"। রাইজিংবিডি.কম। ২২ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
- ↑ "ঈদে আট ছবি"। প্রথম আলো। ১৬ আগস্ট ২০১২। ২৬ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
- ↑ "ফিল্ম ক্লাবের নির্বাচনে জয়ী অমিত হাসান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২।
- ↑ "প্রেম প্রেম পাগলামি"। প্রথম আলো। ২০ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জয়ার নায়ক শাকিব"। প্রথম আলো। ১৪ জুন ২০১২। ৭ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
- ↑ "এবার কি পারবেন শাকিব খান"। রাইজিংবিডি.কম। ২৯ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
- ↑ "মাহি-বাপ্পির 'হানিমুন' এখন কক্সবাজারে"। প্রথম আলো। ৬ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আগামীকাল মুক্তি পাচ্ছে 'ভালোবাসা এক্সপ্রেস'"। সমকাল। ৮ মে ২০১৪। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
- ↑ "মাহির সঙ্গে জয়ার লড়াই!"। ভোরের কাগজ। ৩১ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "পহেলা মে মুক্তি পাচ্ছে 'ওয়ার্নিং'"। সমকাল। ১৮ এপ্রিল ২০১৫। ৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
- ↑ "ব্ল্যাকমানির যাত্রা শুরু"। যুগান্তর। ৬ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
- ↑ "পহেলা বৈশাখে 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু'"। ভোরের কাগজ। ৩০ মার্চ ২০১৬। ২৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
- ↑ "'মিসড কল' মুক্তি পাচ্ছে শুক্রবার"। আলোকিত বাংলাদেশ। ২ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সাফি উদ্দিন সাফি (ইংরেজি)