পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ হচ্ছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি ও ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনালের ব্যানারে প্রযোজনা করেছেন চন্দন সিনহা। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, ইমন ও মৌসুমী হামিদ। এটি ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তি। এটি ২০১৬ সালের ৮ এপ্রিল বাংলাদেশে মুক্তি পায়, মুক্তির পরে চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায়।[১] চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসায়ীভাবে সফল হয়, বক্স অফিসে সুপার হিট হিসাবে ঘোষিত হয়।[২] এটি ২০১৬ সালের সর্বাধিক উপার্জনকারী বাংলাদেশী চলচ্চিত্রের মধ্যে অন্যতম হয়।[৩]
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ | |
---|---|
পরিচালক | সাফি উদ্দিন সাফি |
প্রযোজক | চন্দন সিনহা |
চিত্রনাট্যকার | রুম্মান রশিদ খান |
কাহিনিকার | রুম্মান রশিদ খান |
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | আসিফ আকবর |
সুরকার | শওকত আলী ইমন কৌশিক হোসেন তাপস |
চিত্রগ্রাহক | তাপন আহমেদ |
পরিবেশক | ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
স্থিতিকাল | ২ ঘন্টা ২৮ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
সম্পাদনা- শাকিব খান - আসাদ আহমেদ/এ টু
- জয়া আহসান - মিতু
- ইমন - রায়ান খান
- মৌসুমী হামিদ - পলি
- ওমর সানী - কোচ
- শহিদুল আলম সাচ্চু - ফিরোজ, একজন চিত্রপরিচালক
- সাদেক বাচ্চু - মাহবুব আহমেদ, আসাদের বাবা
- শিরিন বকুল - আসাদের মা
- গুলশান আরা আহমেদ - মিতুর মা
- পীরজাদা শহীদুল হারুন - হামিদ
- সাংকো পাঞ্জা - দিলদার খান
- জাদু আজাদ - টিজার
- চিকন আলী - রাসেল
- জনি হক
- ফারদিন মাহি
- নুর
- সাজ্জাদ হক
- জ ই মামুন - স্বভূমিকা; বিশেষ উপস্থিতি
- রুম্মান রশীদ খান - স্বভূমিকা; বিশেষ উপস্থিতি
- আসিফ আকবর - স্বভূমিকা; বিশেষ উপস্থিতি
- হাবিবুল বাশার সুমন - স্বভূমিকা; বিশেষ উপস্থিতি
প্রযোজনা
সম্পাদনাচলচ্চিত্রটির প্রথম কিস্তির সফলতার পর, ২০১৪ সালে প্রকল্পটির ঘোষণা করা হয়। এতে খান একজন ক্রিকেটারের ভূমিকায় এবং জয়া আহসান র্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করেছেন।[৪] চলচ্চিত্রটির নির্মাতা পরে ঘোষণা করেন যে, আরিফিন শুভকে চলচ্চিত্রটিতে দেখা যাবে না, এবং ইমন ও মৌসুমী হামিদ এতে যুক্ত হচ্ছেন। ২০১৪ সালের ১ সেপ্টেম্বর ঢাকার হাতিরঝিলে চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু হয়। চলচ্চিত্রটি বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন স্থানে শুটিং করা হয়। ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়।[৫]
সংগীত
সম্পাদনাপূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ চলচ্চিত্রের সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন ও কৌশিক হোসেন তাপস এবং সবগুলো গানের গীত রচনা করেছেন কবির বকুল।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | সংগীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "প্রেম করবো আমি" | চন্দন সিনহা, দিনাত জাহান মুন্নি | ৫:০০ |
২. | "তোকে ছাড়া ভালো লাগে না" | চন্দন সিনহা | ৪:৪২ |
৩. | "তুমি ছিলে হৃদয়ে" | দিলশাদ নাহার কনা, তৌসিফ | ৪:০০ |
৪. | "তোর হাসি যেনো" | আসিফ আকবর | ৩:২৬ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Shakib to play cricketer Purnodoirgho Prem Kahini"। The Daily Prothom Alo। prothom-alo.com। ৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "Purnodoirgho Prem Kahini 2 declare SuperHit"। The Daily bd-pratidin। bd-pratidin.com। ১৩ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৬।
- ↑ "Purnodoirgho Prem Kahini 2 Record Breaking tickets Sale"। The Daily ittefaq। ittefaq.com। ২০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৬।
- ↑ "PDPK2 Shooting unit moves to fatullah"। BanglaNew24। www.banglanews24.com। ৩০ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "Shakib Khan missing from PDPK2 Shooting"। NTV Online। ntvbd.com। ২৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২