পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী হচ্ছে ২০১৩ মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি এবং প্রযোজনা করেছে ফ্রেন্ডস মুভিস ইন্টারন্যাশনাল কোম্পানি। চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ, রাজ্জাক, আনোয়ারা, দিতি ও আরোও অনেকে। এটি শাকিব খান-জয়া আহসান জুটির প্রথম চলচ্চিত্র। এটি শাকিব খান অভিনীত ২০০তম চলচ্চিত্র।[১]
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী | |
---|---|
পরিচালক | সাফি উদ্দিন সাফি |
প্রযোজক | ফ্রেন্ডস মুভিস ইন্টারন্যাশনাল |
চিত্রনাট্যকার | রুম্মান রশীদ খান |
কাহিনিকার | রুম্মান রশীদ খান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | |
চিত্রগ্রাহক | তপন আহমেদ |
পরিবেশক | ফ্রেন্ডস মুভিস ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
স্থিতিকাল | ২ ঘন্টা ৩৮ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটির দৃশ্যায়ন শুরু হয়েছিল অগাস্ট ২০১২ সালে এবং জুন ২০১৩ শেষ হয়। ১৬ই অক্টোবর ২০১৩ সালে ঈদ উল আযহায় চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্রটি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে বেশ প্রসংশিত হয়। ছবির দৃশ্যায়ন করা হয়েছে মালয়েশিয়া এবং বাংলাদেশের বিভিন্ন স্পটে। চলচ্চিত্রটি ২১ টি সিনেমা হলে ১০ সপ্তাহ ধরে চলেছে।[২][৩][৪] পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২০১৩ সালের সর্বশ্রেষ্ঠ ব্যবসাসফল চলচ্চিত্র।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- শাকিব খান - জয় শিকদার
- জয়া আহসান - জারা হক
- আরেফিন শুভ - শাকিব আহমেদ
- লামিয়া মিমো - মিঠু শিকদার
- রাজ্জাক - সামাদ শিকদার
- আনোয়ারা - রোকেয়া বেগম
- পারভীন সুলতানা দিতি - নিশাত শিকদার
- সুব্রত - ডা: শামসুল ইসলাম
- সাজু খাদেম - সেন্টু
- সোহেল রানা - (বর্ণনাকারী)
- ববিতা - (বর্ণনাকারী)
সঙ্গীত
সম্পাদনাপূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী | |
---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
মুক্তির তারিখ | ৫ অক্টোবর ২০১৩ |
শব্দধারণের সময় | ২০১২/১৩ |
ঘরানা | চলচ্চিত্র সঙ্গীত |
দৈর্ঘ্য | ৩৬:০৭ |
ভাষা | বাংলা |
সঙ্গীত প্রকাশনী | লেজার ভিশন |
গানের তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | সুরকার | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "ও প্রিয় আমি তোমার হতে চাই[৫][৬]" | শওকত আলী ইমন | দিনাত জাহান মুন্নি ও তৌসিফ আহমেদ | ৫:৪০ |
২. | "আমি নিঃস্ব হয়ে যাবো" | কৌশিক হোসেন তাপস | চন্দন সিনহা | ৪:৪১ |
৩. | "আকাশ হতে আমি চাই" | শওকত আলী ইমন | নাজমুন মুনিরা ন্যান্সি | ৫:৩৬ |
৪. | "এক মুঠো রোদ্দুর" | শওকত আলী ইমন | এসআই টুটুল ও দিনাত জাহান মুন্নি | ৪:০২ |
৫. | "হ্যামিলনের পাগলা বাঁশি" | শওকত আলী ইমন | পুলক অধিকারী | ৫:০৮ |
৬. | "প্রেমের তাজমহল" | শওকত আলী ইমন | মুহিন, রন্টি, সোনিয়া ও কিশোর | ৪:২৯ |
৭. | "প্রিয়া আমি তোমার হতে চাই" | শওকত আলী ইমন | দিনাত জাহান মুন্নি, তৌসিফ আহমেদ ও শাকিব খান | ৬:১৯ |
পুরস্কার
সম্পাদনামেরিল-প্রথম আলো পুরস্কার | |||||
---|---|---|---|---|---|
বিভাগ | নাম | ফলাফল | |||
সেরা অভিনেতা | শাকিব খান | বিজয়ী | |||
সেরা অভিনেত্রী | জয়া আহসান | বিজয়ী | |||
সেরা অভিনেতা | আরিফিন শুভ | মনোনীত | |||
সেরা গায়ক | চন্দন সিনহা | মনোনীত | |||
সেরা গায়িকা | দিনাত জাহান মুন্নি | মনোনীত | |||
সেরা গায়িকা | ন্যান্সি | বিজয়ী |
অনুবৃত্তি
সম্পাদনামূল প্রযোজনা দল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ নামে একটি অনুবৃত্তি বা সিক্যুয়াল তৈরির পরিকল্পনা ঘোষণা করে। এতে পূর্বের মত শাকিব খান ও জয়া আহসান শ্রেষ্ঠাংশে অভিনয় করেন, এছাড়া অভিনয়শিল্পীদের মধ্যে নতুনভাবে সংযোজন হন মামনুন হাসান ইমন ও মৌসুমী হামিদ। চলচ্চিত্রটি ৮ এপ্রিল ২০১৬ সালে মুক্তি পায় ও সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "২৫ বছরের ক্যারিয়ারে শাকিব, শুরুটা ছিল না মসৃণ"। Somoy TV। ২০২৪-০৫-২৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৩।
- ↑ ""Purno Doirgho Prem Kahini" with Shakib and Joya | Priyo News"। News.priyo.com। ২০১৫-১০-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২৩।
- ↑ "Jaya Ahsan touches new heights"। Archive.thedailystar.net। ২০১২-০৬-১৭। ২০১৩-০৯-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২৩।
- ↑ "শাকিব খানের সঙ্গে জুটি বাঁধলেন জয়া আহসান"। Banglanews24.com। ২০১২-০৬-১৬। ২০১৩-০৯-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২৩।
- ↑ "Emon's new arrival- Tasif | Priyo News"। News.priyo.com। ২০১৩-০৫-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২৩।
- ↑ "PDPK music to release on 5th October"। prothom-alo.comm। ২০১৩-০৯-১৮। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী