আইরিন সুলতানা

বাংলাদেশী অভিনেত্রী

আইরিন সুলতানা হলেন বাংলাদেশের একজন মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী।[১] ২০০৮ সালের 'প্যান্টেনা ইউ গট দ্য লুক' প্রতিযোগিতায় তিনি 'সেরা হাসি' পুরস্কার পাবার পর থেকে বিনোদন মাধ্যমে কর্মজীবন শুরু করেন।[২] তিনি দেশে এবং বিদেশে বহু র‍্যাম্প মডেলিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি চলচ্চিত্রে অভিষেক করেন, দেবাশীষ বিশ্বাস পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ সিনেমায় অভিনয়ের মাধ্যমে, যা ২০১৩ সালের ৮ নভেম্বর মুক্তি পায়। এই সিনেমাটি বক্স অফিসে সাড়া জাগায়।[৩] তিনি ছয়টির বেশি সিনেমায় অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন[৪]

আইরিন সুলতানা
Airin Sultana (cropped).jpg
২০১৯ সালে আইরিন
জন্ম (1988-09-04) ৪ সেপ্টেম্বর ১৯৮৮ (বয়স ৩৪)
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০৮–বর্তমান
উচ্চতা৫'৭"

চলচ্চিত্রসম্পাদনা

বছর চলচ্চিত্র চরিত্র সহ-তারকা পরিচালক ভাষা মুক্তির তারিখ টীকা
২০১৩ ভালোবাসা জিন্দাবাদ মেঘা আরিফিন শুভ দেবাশীস বিশ্বাস বাংলা ৮ নভেম্বর আইরিনে প্রথম চলচ্চিত্র
২০১৪ টাইম মেশিন [৫] সাইমন জাহান বাংলা
এই তুমিই সেই তুমি কায়েস আরজু গাজিয়ুর রহমান বাংলা চলমান
২০১৫ ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল[৬] জুলি কায়েস আরজু সাইফ চন্দন বাংলা চলমান
ইউ-টার্ন অনুশকা আলভী আহমেদ বাংলা
২০১৬ এক পৃথিবী প্রেম আলো আসিফ নূর এস এ হক অলিক বাংলা
২০১৭ মায়াবিনী প্রিয়া সায়মন সাদিক আকাশ আচার্য বাংলা
ডেড অফ এ পয়েট মৃত্যু আবু সাঈদ বাংলা
শেষ কথা বাণী সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড বাংলা
২০১৯ আকাশ মহল বীণা ইমন দেলোয়ার জাহান ঝন্টু বাংলা ২ আগস্ট ২০১৯
পদ্মার প্রেম পদ্মা সুমিত সেনগুপ্ত হারুন-উজ-জামান বাংলা, ওড়িয়া, ভোজপুরি ২০ সেপ্টেম্বর, ২০১৯ঃ পশ্চিমবঙ্গ, ভারত

০১ নভেম্বর, ২০১৯ঃ বাংলাদেশ

২০২১ গন্তব্য ঘোষিত হবে অরণ্য পলাশ বাংলা
২০২২ কাগজ  রেনু ইমন জুলফিকার জাহেদী বাংলা
শিবরাত্রি  অঞ্জলী রাজআদিত্য ব্যানার্জী বাংলা ভারতীয় চলচ্চিত্র
কাউন্টডাউন  ঘোষিত হবে পার্থসারথী ভট্টাচার্য বাংলা ভারতীয় চলচ্চিত্র
রৌদ্র ছায়া  ঘোষিত হবে নিরব বুলবুল জিলানী বাংলা
টার্গেট  ঘোষিত হবে আনিসুর রহমান মিলন সাইফ চন্দন বাংলা

[৭]

টেলিভিশনসম্পাদনা

১. মেগা সিরিয়ালঃ "ম্যানপাওয়ার"

  • চ্যানেলঃ আর টিভি (সমাপ্ত)
  • চরিত্র: প্রধান
  • পরিচালকঃ আশুতোশ সুজন
  • ছবিয়াল

২. মেগা সিরিয়ালঃ "পৌষ ফাগুনের পালা

  • চ্যানেলঃ এটিএন বাংলা (মঙ্গলবার এবং বুধবার, রাত ৯.২০)
  • পরিচালকঃ আফসানা মিমি
  • কৃষ্ণচূড়া প্রোডাকশন

৩. একক নাটকঃ অনুভবে ভালবাসা

  • চরিত্রঃ প্রধান
  • পরিচালকঃ এ.বি. সোহেল
  • গামছা প্রোডাকশন

৪. একক নাটকঃ ভালোবাসা ও একটি কাপ্লনিক কাহিনী

  • পরিচালকঃ আহমেদ সুস্ময়

ওয়েব ধারাবাহিকসম্পাদনা

বছর শিরোনাম ওটিটি চরিত্র পরিচালক সূত্র
২০১৯ ট্র্যাপড   সৈকত নাসির
২০২০ ধোঁকা  অনন্য মামুন

পুরস্কার এবং অর্জনসম্পাদনা

  1. প্যান্টিং ইউ গট লুক ২০০৮ প্রতিযোগিতায় "সেরা হাসি" টাইটেল বিজয়ী
  1. চতুর্থ রানার-আপ, বেল মডেলস ইন্টারনেট বিউটি কনটেস্ট জানুয়ারি ২০১১
  1. পঞ্চম রানার-আপ, বেল মডেলস ইন্টারনেট বিউটি কনটেস্ট ডিসেম্বর ২০০৯
বছর পুরস্কার শ্রেণী চলচ্চিত্র ফলাফল
২০১৩ বায়োস্কোপ বর্ষ-সেরা সেরা চলচ্চিত্র অভিনেত্রী (নবাগতা) ভালবাসা জিন্দাবাদ বিজয়ী
২০১৩ বিনোদন-ধারা পারফরমেন্স অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ আলোচিত নায়িকা ভালবাসা জিন্দাবাদ বিজয়ী[৮]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "চলচ্চিত্রে র‍্যাম্পের আইরিন" 
  2. "চাহিদার শীর্ষে আইরিন" 
  3. "AIRIN SULTANA A smile with a thousand words" 
  4. "নতুন ছবি হাতে নিচ্ছেন না আইরিন" 
  5. "Airin to enter the age of dinosaurs"। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৪ 
  6. "এবার মাহি আইরিনকে নিয়ে আরজু"। ২৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৪ 
  7. "শাকিব আর অনন্তের নায়িকা হতে চান আইরিন"। ২ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৮ 
  8. বিনোদন ধারা পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদানKaler Kantho 

বহিঃসংযোগসম্পাদনা