মামনুন হাসান ইমন

বাংলাদেশী অভিনেতা

মামনুন হাসান ইমন (সংক্ষেপে ইমন; জন্ম: ২৮ মে ১৯৮৩) হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। ইমন তার কর্মজীবন শুরু করেন তৌকির আহমেদ পরিচালিত ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।

ইমন
২০১৮ সালে ইমন
জন্ম
মামনুন হাসান ইমন

(1983-05-28) ২৮ মে ১৯৮৩ (বয়স ৪১)
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামঢালিউড কিং, সুপারস্টার, ফিল্ম স্টার
পেশাঅভিনেতা, টেলিভিশন উপস্থাপক
কর্মজীবন২০০৭–বর্তমান

অভিনয় জীবন

সম্পাদনা

ইমন অভিনীত ২০১০ সালের গহিনে শব্দ ছবিতে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।[] এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি বেশ কিছু পুরস্কার লাভ করেন; যেমন: ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল, এবং সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভাল। এছাড়াও তিনি লালটিপ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত এবং আলোচিত হয়েছেন।[] ২০১৩ সালে বাংলাভিশন এর জন্য নির্মিত একটি রোমাঞ্চর গল্পের ভিত্তিতে তৈরী "ভ্যালেন্টাইন" শিরোনামের একটি নাটক এর শুটিং কাতারে অনুষ্ঠিত হয়। নাটকটিতে ইমন ছাড়া আরও অভিনয় করেছেন সারিকা, শাহনুর। এটি হল ইমন এবং সারিকার জুটির প্রথম নাটক।[]

টিভি নাটক:- জেসমিন (২০১৫), না ভুলো না কোনদিন (২০১৬), ডাস্টবিন (২০১৬), তোমায় নিয়ে (২০১৭), নীল ঘুম (২০১৭), ভুল (২০১৮), স্যালুট স্যার (২০১৮), নদী চাইলে সাগর দিবো (২০১৮), মাটির ঘ্রাণ (২০১৮), ইন বিটুইন (২০১৯), ফেরা (২০১৯), অপেক্ষা (২০১৯), না বলা কথা (২০১০), কে আমার (২০২২), মিথ্যা তুমি সত্য তুমি (২০২২), মোহনার সেতু (২০২২)।

টেলিভিশন

সম্পাদনা
  • দুই বোন (২০০৫)
  • ভ্যালেন্টাইন (২০১৩)
  • জেসমিন (২০১৫)
  • না ভুলো না কোনদিন (২০১৬)
  • ডাস্টবিন (২০১৬)
  • তোমায় নিয়ে (২০১৭)
  • নীল ঘুম (২০১৭)
  • অভিমান (২০১৭)
  • পোর্ট্রেট (২০১৮)
  • ভুল (২০১৮)
  • কাঁচ পোকরা (২০১৮)
  • স্যালুট স্যার (২০১৮)
  • নদী চাইলে সাগর দিব (২০১৮)
  • মাটির ঘ্রাণ (২০১৮)
  • ইন বিটুইন (২০১৯)
  • ফেরা (২০১৯)
  • অপেক্ষা (২০১৯)
  • না বলা কথা (২০২০)
  • কে আমার? (২০২২)
  • কুকুর স্বভাব (২০২২)
  • মিথ্যা তুমি সত্য তুমি (২০২২)
  • মোহনার সেতু (২০২২)

চলচ্চিত্র সমূহ

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা সহ-শিল্পী পরিচালক টীকা
২০০৭ দারুচিনি দ্বীপ সঞ্জু রিয়াজ, মম, বিন্দু তৌকির আহমেদ প্রথম অভিনীত চলচ্চিত্র
এক বুক ভালোবাসা ইমন অপু বিশ্বাস ইস্পাহানি আরিফ জাহান
২০০৯ রাস্তার ছেলে রেসি, সাহারা, কাজী মারুফ শাহীন-সুমন
সবাইতো ভালোবাসা চায় আকাশ পূর্ণিমা, বাপ্পারাজ দেলোয়ার জাহান ঝন্টু
পিরিতির আগুন জ্বলে দিগুন ইমন বিন্দু, শাবনূর পি এ কাজল
২০১০ ৫ টাকার প্রেম রেসি, সাহারা, কাজী মারুফ শাহীন-সুমন
গহীনে শব্দ নিলয় কুসুম শিকদার খালিদ হাসান মিঠু
মায়ের জন্য মরতে পারি রেসি, সাহারা, কাজী মারুফ আহমেদ নাসির
যেমন জামাই তেমন বউ চাঁদনী, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদী উত্তম আকাশ
২০১১ মায়ের জন্য পাগল নদী, পূর্ণিমা, কাজী মারুফ আহমেদ নাসির
গরীবের ভাই রানা রুমানা খান, রেসি, ডিপজল পি এ কাজল
আমার পৃথিবী তুমি সুমন সাহারা, জায়েদ খান, রেসি, ডিপজল গাজী মাহাবুব
অংক ইমন সাহারা, ডিপজল, রত্না, কাজী মারুফ শাহীন-সুমন
গার্মেন্টস কন্যা সাদিকা পারভিন পপি জি সরকার
২০১২ লাল টিপ অর্ণব কুসুম শিকদার স্বপন আহমেদ
মারুফের ‌চ্যালেঞ্জ নিপুন, সাহারা, কাজী মারুফ শাহাদাত হোসেন লিটন
তুমি সন্ধ্যারও মেঘমালা বিদ্যা সিনহা সাহা মীম রিপন মিয়া
শিউলিমণি নিপুন সাদেক সিদ্দিকী
২০১৩ এইতো ভালোবাসা ইমন নিপুন, নিরব, সিদ্দিকুর রহমান, আলিশা প্রধান (অতিথি চরিত্রে) শাহীন কবির টুটুল
২০১৪ জোনাকির আলো সুবর্ণ বিদ্যা সিনহা সাহা মীম খালিদ হাসান মিঠু
মায়ের মমতা নিপুন মোস্তাফিজুর রহমান বাবু
জান বিন্দিয়া জি সরকার
কখনো ভুলে যেওনা তানি, পুষ্পিতা মোস্তাফিজুর রহমান বাবু
জানে না এ মন রিমন জানভী, আলেকজান্ডার বো এম এ রহিম
স্বপ্ন যে তুই তমাল/টম আঁচল মনিরুল ইসলাম সোহেল
এক কাপ চা বিশেষ অতিথি ফেরদৌস, মৌসুমী নঈম ইমতিয়াজ নেয়ামুল
হৃদয়ে ৭১ রুমানা খান সাদেক সিদ্দিকী
২০১৫ পুত্র এখন পয়সাওয়ালা শায়না আমিন নার্গিস আক্তার
ভুল যদি হয় আলিশা প্রধান, সম্রাট চাষী নজরুল ইসলাম
অন্তরঙ্গ আলিশা প্রধান চাষী নজরুল ইসলাম
পরবাসিনী ইমন মেহজাবিন চৌধুরী স্বপন আহমেদ
পদ্ম পাতার জল ‌রিজওয়ান বিদ্যা সিনহা সাহা মীম তন্ময় তানসেন
অচেনা হৃদয় প্রসূন আজাদ‌, এবিএম সুমন শফিকুল ইসলাম মিঠু
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ রায়ান খান শাকিব খান, জয়া আহসান, মৌসুমী হামিদ সাফি উদ্দিন সাফি
২০১৯ পাসওয়ার্ড রুশো শাকিব খান, শবনম বুবলি মালেক আফসারী
ভালোবাসার উত্তাপ মিষ্টি মারিয়া শহীদুল আলম সাচ্চু
বেগম জান[] শিরিন শিলা, নিশাত জেরিন অরিন মোহাম্মদ আসলাম
আকাশ মহল আইরিন সুলতানা ‌দেলোয়ার জাহান ঝন্টু
২০২২ মাফিয়া আঁচল তৌহিদ হোসেন চৌধুরী
লকডাউন লাভ স্টোরি আকাশ রেহনুমা মোস্তফা শাহ আলম মন্ডল
আগামীকাল[] জাকিয়া বারী মম অঞ্জন আইচ
বীরত্ব নিশাত নাওয়ার সালওয়া, নিপুন সাইদুল ইসলাম রানা
কাগজ ইমন আহমেদ আইরিন সুলতানা আলী জুলফিকার জাহেদী []
নির্মাণাধীন ডাইরেক্ট অ্যাটাক  ঘোষিত হবে শিরিন শিলা,‌ আমিন খান, পপি সাদেক সিদ্দিকী
পাপ কাহিনী  ঘোষিত হবে তমা মির্জা, সোহানা সাবা, আনিসুর রহমান মিলন শাহরিয়ার নাজিম জয়
কানামাছি  ঘোষিত হবে সূচনা আজাদ অঞ্জন আইচ
আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা  ঘোষিত হবে ববি সৈকত নাসির
ব্লাড  ঘোষিত হবে মাহিয়া মাহি ওয়াজেদ আলী সুমন
শিরোনামহীন অনন্ত জলিল চলচ্চিত্র  ঘোষিত হবে
বিয়ে আমি করবো না  ঘোষিত হবে তানহা তাসনিয়া ইসলাম রকিবুল আলম রকিব
আবার  ঘোষিত হবে অঞ্জন আইচ ওয়েব চলচ্চিত্র
কাগজের বউ  ঘোষিত হবে পরিমণি চয়নিকা চৌধুরী
নুলিয়াছড়ির সোনার পাহাড়  ঘোষিত হবে মিথিলা লুবনা শারমিন শিশুতোষ চলচ্চিত্রে; শাহরিয়ার কবিরের লেখা নুলিয়াছড়ির সোনার পাহাড় অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।

আরও দেখুন

সম্পাদনা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

সম্পাদনা

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০০৮ মেরিল-প্রথম আলো পুরস্কার সেরা চলচ্চিত্র অভিনেতা এক বুক ভালোবাসা মনোনীত
২০১০ মেরিল-প্রথম আলো পুরস্কার সেরা চলচ্চিত্র অভিনেতা গহীনে শব্দ মনোনীত
২০১১ ডায়মন্ড ওয়ার্ল্ড চ্যানেল আই পুরস্কার সেরা চলচ্চিত্র অভিনেতা গার্মেন্টস কন্যা বিজয়ী
২০১২ টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার সেরা চলচ্চিত্র অভিনেতা গার্মেন্টস কন্যা বিজয়ী []
সেরা মডেল ওয়ালটন
২০১৯ ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার সেরা পার্শ্ব অভিনেতা পাসওয়ার্ড বিজয়ী []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Gohine Shobdo selected in Silent River Film Fest"। news.priyo.com। ১৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৩ 
  2. "EMON @ DS CAFE"thedailystar। ১৬ মার্চ ২০১২। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৩ 
  3. http://archive.prothom-alo.com/detail/date/2012-11-04/news/302668[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "বছর শেষে একগুচ্ছ সিনেমা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৫ 
  5. "মার্চে আসছে ইমন-মমর 'আগামীকাল'"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩ 
  6. "১৮ হলে মুক্তি পেল নতুন ২ সিনেমা"banglanews24.com। ২০২২-১২-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৭ 
  7. "প্রদান করা হলো 'ট্র্যাব অ্যাওয়ার্ড'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৪ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০ 
  8. "প্রথম ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ঢাকায় চাঁদের হাট, পেলেন কারা? দেখে নিন..."এইসময়। ২২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা