কায়েস আরজু
কায়েস আরজু (জন্ম: ৫ই জুন, ১৯৮৪) একজন বাংলাদেশী অভিনেতা। তিনি ২০০৭ সালে তুমি আছো হৃদয়ে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।[২]
কায়েস আরজু | |
---|---|
জন্ম | মোহাম্মদ কায়েস ৫ জুন ১৯৮৪ |
পেশা | অভিনেতা, সঙ্গীতশিল্পী[১] |
উল্লেখযোগ্য কর্ম | তুমি আছো হৃদয়ে, বাজাও বিয়ের বাজনা |
শৈলী | নাটক, প্রণয়, কমেডী |
বর্ণনা
সম্পাদনাচলচ্চিত্রে অভিনয়ের পূর্বে কায়েস আরজু চট্টগ্রামে গ্রুপ থিয়েটারে কাজ করতেন। ঢাকায় আসার পর তিনি বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে শুরু করেন।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | সহ-শিল্পী | পরিচালক | টীকা |
---|---|---|---|---|---|
২০০৭ | তুমি আছো হৃদয়ে | আয়েশা সালমা মুক্তি | হাসিবুল ইসলাম মিজান | ||
২০১০ | বাজাও বিয়ের বাজনা | রিয়াজ, অপু বিশ্বাস | মোহাম্মদ হোসেন জেমী | ||
প্রেম বিষাদ | প্রিয়াংকা | আ খ ম ফিরোজ বাবু | |||
২০১২ | অবুঝ প্রেম | সিনথিয়া | আবুল খায়ের বুলবুল | ||
২০১৩ | মন তোর জন্য পাগল[৩] | সানজানা | হানিফ রেজা মিলন | ||
২০১৪ | হেডমাস্টার | বিথী সরকার | দেলোয়ার জাহান ঝন্টু | ||
টাইম মেশিন | আইরিন সুলতানা | সায়মন জাহান | |||
২০১৫ | ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল | সাইফ চন্দন | |||
ভালোবাসার গল্প | মুনিয়া আফরিন সাদিয়া, আনিসুর রহমান মিলন | অনন্য মামুন | |||
২০১৯ | আমার প্রেম আমার প্রিয়া | মানিক | পরীমনি | শামীমুল ইসলাম শামীম | |
২০২৪ | রুখে দাঁড়াও | তানহা তাসনিয়া | সুকুমার চন্দ্র দাশ | [৪] | |
নির্মাণাধীন | মুক্তি | রাজ রিপা | ইফতেখার চৌধুরী | ||
অপুর বসন্ত | এম শাখাওয়াত হোসেন | ||||
এই তুমিই সেই তুমি | আইরিন সুলতানা | গাজিয়ুর রহমান | |||
এক পশলা বৃষ্টি | জাফর আল মামুন | ||||
জল রঙ | অপূর্ব-রানা | ||||
ময়না | রাজ রিপা | মনজুরুল ইসলাম মেঘ | |||
ভালোবাসি তোমায় | শিরিন শিলা | আনোয়ার শিকদার | |||
ব্যাচেলর ইন ট্রিপ | নাসিম সাহনিক | ||||
যাযাবর | তাজু কামরুল |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.bmdb.com.bd/person/69/
- ↑ "আরজু ডোনার ফ্রেন্ড"। দৈনিক ইত্তেফাক। ১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ http://www.bmdb.com.bd/movie/192/
- ↑ "আজ থেকে 'রুখে দাঁড়াও'"। আজকের পত্রিকা।
উইকিমিডিয়া কমন্সে কায়েস আরজু সংক্রান্ত মিডিয়া রয়েছে।