যশোর
যশোর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগে অবস্থিত একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি যশোর জেলা এবং যশোর সদর উপজেলার সদর। এটি যশোর জেলার সবচেয়ে বড় এবং প্রধান শহর ও খুলনা বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর। যশোর বিমানবন্দরের সাহায্যে রাজধানীর ঢাকার সাথে শহরটির দেশের অভ্যন্তরে যাতায়াত করা যায়। বিভাগীয় শহর খুলনা থেকে যশোর শহরের দূরত্ব ৭০.৭ কি.মি.।[১]যশোর শহর ভৈরব নদ এর তীরে অবস্থিত।
যশোর | |
---|---|
শহর | |
ঘড়ির কাঁটার ক্রম অনুযায়ী: যশোর শহর, যশোর বিমানবন্দর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ভবন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, মাইকেল মধুসূদন কলেজ | |
বাংলাদেশে যশোর শহরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১০′১৭″ উত্তর ৮৯°৩০′৩৯″ পূর্ব / ২৩.১৭১৩৪৬° উত্তর ৮৯.৫১০৯৫০° পূর্বস্থানাঙ্ক: ২৩°১০′১৭″ উত্তর ৮৯°৩০′৩৯″ পূর্ব / ২৩.১৭১৩৪৬° উত্তর ৮৯.৫১০৯৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা |
জেলা | যশোর |
উপজেলা | সদর |
শহর প্রতিষ্ঠা | ১৪৫০ |
মহানগর | ১৭৯০ |
পৌরনগর | ১৮৬৪ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | যশোর |
• পৌরমেয়র | মো. জহিরুল ইসলাম চাকলাদার |
আয়তন | |
• মোট | ২১.১৫ বর্গকিমি (৮.১৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২,৯৮,০০০ |
• জনঘনত্ব | ১৪,০০০/বর্গকিমি (৩৬,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+০৬:০০) |
নামকরণসম্পাদনা
যশোর একটি প্রাচীন জনপদ।[তথ্যসূত্র প্রয়োজন] ১৭৮১ খ্রিষ্টাব্দে যশোর জেলা প্রতিষ্ঠা করা হয়। নামকরণের পেছনে নানা ধরনের মতবাদ রয়েছে। গৌড়ের ধন ও যশ হরণের মাধ্যমে এ অঞ্চলের শ্রী বৃদ্ধি ঘটেছিল বলে অনেকের ধারনা। তাই হরণকৃত যশ থেকে যশোর নামের উৎপত্তি। ফরাসী শব্দ যশর থেকে যশোর নামের উৎপত্তি বলে অনেকের ধারনা। ফরাসী শব্দ যশর অর্থ ব্রীজ বা সাঁকো। যশোরে আসার জন্য একেসময় অসংখ্য খাল, নদী, নালা পার হতে হতো। এসব খাল, নদী, নালার উপরে ছিল অসংখ্য সাঁকো। কানিংহাম এ বিষয়টি উল্লেখ করেছেন তার গ্রন্থে।
জনসংখ্যাসম্পাদনা
যশোর শহরের মোট জনসংখ্যা ২,৯৮,০০০ জন যার মধ্যে ১৫১০০০ জন পুরুষ এবং ১৪৭০০০ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০৭। শহরে মোট ৬৬,৪৯৬টি পরিবার রয়েছে। [২]
ভৌগোলিক উপাত্তসম্পাদনা
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°১০′৪০″ উত্তর ৮৯°১০′৪৮″ পূর্ব / ২৩.১৭৭৭৬৮২° উত্তর ৮৯.১৮০১২২৫° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১০.৮৯ মিটার।[৩]
প্রশাসনসম্পাদনা
১৮৮৪ সালে যশোর শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে যশোর পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ৭৩টি মহল্লায় বিভক্ত। ২৮.৫৬ বর্গ কি.মি. আয়তনের যশোর শহরের ১৪.৭২ বর্গ কি.মি. এলাকা যশোর পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৪]আর বাকি শহরতলির বিভিন্ন স্থান ও 8 টি উপজেলা যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্র্শাসন করা হয়।
শিক্ষা ব্যবস্থাসম্পাদনা
যশোরের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত।[মৌলিক গবেষণা?] যশোর শহরের সাক্ষরতার হার হলো শতকরা ৭৬.২ ভাগ।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Distance from Khulna to Jessore"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।
- ↑ "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (PDF) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৫: Urban Area Rport, 2011। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ২৩৫। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৪।
- ↑ "Latitude and longitude, elevation for Jessore, Bangladesh"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।
- ↑ "এক নজরে পৌরসভা"। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।
- ↑ "Population and Housing Census 2011 - Volume 3: Urban Area Report" [জনসংখ্যা ও গৃহগণনা ২০১১ - খণ্ড ৩: নগর অঞ্চলের প্রতিবেদন] (PDF)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আগস্ট ২০১৪।