কেশবপুর উপজেলা

যশোর জেলার একটি উপজেলা

কেশবপুর উপজেলা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।

কেশবপুর
উপজেলা
কেশবপুর খুলনা বিভাগ-এ অবস্থিত
কেশবপুর
কেশবপুর
কেশবপুর বাংলাদেশ-এ অবস্থিত
কেশবপুর
কেশবপুর
বাংলাদেশে কেশবপুর উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৪′২৭″ উত্তর ৮৯°৩৩′৪৬″ পূর্ব / ২২.৯০৭৫০° উত্তর ৮৯.৫৬২৭৮° পূর্ব / 22.90750; 89.56278 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
প্রতিষ্ঠা1984
উপজেলা প্রশাসন, কেশবপুরযশোর 6
সরকার
 • সাংসদশাহিন চাকলাদার (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২৫৮.৫৩ বর্গকিমি (৯৯.৮২ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)[১]
 • মোট২,৫৩,২৯১
 • জনঘনত্ব৯৮০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট75%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৪৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ৪১ ৩৮
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তনসম্পাদনা

এটি খুলনা বিভাগের অধীন যশোর জেলার অন্তর্গত। এর আয়তন ২৫৮.৫৩ বর্গকিলোমিটার। যশোর শহর থেকে এর দুরত্ব ৩২ কিলোমিটার। এর উত্তের মণিরামপুর উপজেলা, দক্ষিণে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, পূর্বে অভয়নগর উপজেলা, পশ্চিমে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা

প্রশাসনিক এলাকাসম্পাদনা

এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে-

  1. ত্রিমোহিনী ইউনিয়ন
  2. সাগরদাঁড়ী ইউনিয়ন
  3. মজিদপুর ইউনিয়ন
  4. বিদ্যানন্দকাটি ইউনিয়ন
  5. মঙ্গলকোট ইউনিয়ন
  6. কেশবপুর ইউনিয়ন
  7. পাজিয়া ইউনিয়ন
  8. সুফলাকাটি ইউনিয়ন
  9. গৌরিঘোনা ইউনিয়ন
  10. সাতবাড়িয়া ইউনিয়ন এবং
  11. হাসানপুর ইউনিয়ন
  • মজিদপুর

১টি পৌরসভা হচ্ছে:

  1. কেশবপুর পৌরসভা

মজিদপুর একটি আদর্শ গ্রাম

 
keshabpur Mojidpur

শিক্ষাসম্পাদনা

যোগাযোগ ব্যবস্থাসম্পাদনা

যশোর শহর থেকে বাস ও মোটরসাইকেল যোগে কেশবপুর যাওয়া যায়। যশোর বাস টার্মিনাল থেকে প্রতিদিন কেশবপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়৷ আবার সাতক্ষীরাগামী বাসে করেও কেশবপুর যাওয়া যায়।

উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা

দর্শনীয় স্থানসম্পাদনা

সাগরদাঁড়ীতে মাইকেল মধুসূদন দত্তের মধুপল্লী, মীর্জা নগর নবাব বাড়ি (হাম্মামখানা), পাঁজিয়ায় মহানায়ক ধীরাজ ভট্টাচার্য ও মনোজ বসুর বাড়ি, গৌরীঘোনা ইউনিয়নে ভর্তের দেউল( ভরত রাজার দেউল,আদি বৌদ্ধ মন্দির) । বিদ্যানন্দকাটী ইউনিয়নের খাঞ্জালী দীঘি (পীর খান জাহান আলীর দীঘি), মেহেরপুর পীর মেহের উদ্দিন এর মাজার। মজিদপুর বটগাছ এখানে বিভিন্ন প্রকৃতি খুবই সুন্দর।

তথ্যসূত্রসম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে কেশবপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারী ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগসম্পাদনা