মিটার

মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য মাপার একক

মিটার মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক। শূন্য মাধ্যমে এক সেকেন্ডের ২৯৯,৭৯২,৪৫৮ ভাগের এক ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে, তাকে '১ মিটার' হিসাবে সংজ্ঞায়িত করা হয়। বিজ্ঞানীরা প্লাটিনাম ও ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দন্ডের দুই প্রান্তে দুইটি দাগ দেন। ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুইটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা এক মিটার হিসেবে নির্ধারণ করেন।

একটি ক্রিকেট ব্যাটের পাশে একটি মিটার স্কেল


১৭৯৩ সালে 'মিটার'-কে প্রথম সংজ্ঞায়িত করা হয়, যার পরিমাপ করা পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুবরেখা পর্যন্ত দূরত্বের এক কোটি ভাগের এক ভাগকে এক মিটার হিসেবে ধরা হয়। পরবর্তীতে প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খন্ড 'প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড'- এর দৈর্ঘ্যকে মিটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

নামকরণ

সম্পাদনা

দশমিক নির্ভর দৈর্ঘ্যের নামকরণের প্রথম অফিসিয়াল প্রবক্তা জন উইলকিন্স। তিনি ১৮৬৮ সালে নতুন এককের প্রস্তাব দেন।[] ১৬৭৫ সালে ইতালিয় বিজ্ঞানী টিটো লিভিও বুরাত্তিনি তার রচনা মিজুরা ইউনিভার্সালিতে মিট্রো কাট্টোলিসো শব্দটি ব্যবহার করেন। গ্রীক ভাষা হতে নেয়া এ শব্দটি ফরাসি ভাষাতে mètre রুপে ব্যবহৃত হতে থাকে। ১৭৯৭ সালে ইংরেজি ভাষাতে এই শব্দটি প্রথম ব্যবহৃত হয়।

তথ্যসূত্র

সম্পাদনা