চৌগাছা উপজেলা

যশোর জেলার একটি উপজেলা

চৌগাছা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি উপজেলা

চৌগাছা
উপজেলা
মানচিত্রে চৌগাছা উপজেলা
মানচিত্রে চৌগাছা উপজেলা
স্থানাঙ্ক: ২৩°১৫′৪৬″ উত্তর ৮৯°১′২০″ পূর্ব / ২৩.২৬২৭৮° উত্তর ৮৯.০২২২২° পূর্ব / 23.26278; 89.02222 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
আয়তন
 • মোট২৬৯.৩১ বর্গকিমি (১০৩.৯৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)[]
 • মোট২,১১,০৬৫
 • জনঘনত্ব৭৮০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৩.৯২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৪১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ৪১ ১১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে যশোর জেলায় এ উপজেলার অবস্থান। এর উত্তরে মহেশপুর উপজেলা, কোটচাঁদপুর উপজেলাকালীগঞ্জ উপজেলা, দক্ষিণে শার্শা উপজেলাঝিকরগাছা উপজেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে যশোর সদর উপজেলাকালীগঞ্জ উপজেলা, পশ্চিমে মহেশপুর উপজেলা[]

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

এই উপজেলার ইউনিয়নসমূহ -

  1. ফুলসারা ইউনিয়ন
  2. পাশাপোল ইউনিয়ন
  3. সিংহঝুলী ইউনিয়ন
  4. ধুলিয়ানী ইউনিয়ন
  5. চৌগাছা ইউনিয়ন
  6. জগদিশপুর ইউনিয়ন
  7. পাতিবিলা ইউনিয়ন
  8. হাকিমপুর ইউনিয়ন
  9. স্বরূপদাহ ইউনিয়ন
  10. নারায়ণপুর ইউনিয়ন এবং
  11. সুখপুকুরিয়া ইউনিয়ন

একনজরে চৌগাছা

সম্পাদনা

ব্রিটিশ ভারত আমলে চৌগাছার নামকরণ করা হয়। জনশ্রুতি আছে কপোতাক্ষ নদের দুই পাড়ে সুউচ্চ চারটি বটগাছ ছিল। নৈশকালীন খেয়া পারাপার ও নৌকা চলাচলের জন্য উক্ত গাছে আলো জ্বেলে সংকেত পাঠানো হতো। মূলত ঐ চারটি বট গাছ হতেই চৌগাছা নামের উৎপত্তি হইয়াছে। বর্তমানে দু'পাড়ে দুটি বটগাছ জীবিত আছে। ১৯৭৭ সালে চৌগাছা থানা পুনঃগঠিত হয় এবং ১৯৮২ সালে এটিকে উপজেলায় উন্নীত করা হয়।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

এ উপজেলার জনসংখ্যা ২,১১,০৬৫ জন। তার মধ্যে পুরুষ ১,০৯,০৩৩ জন এবং মহিলা ১,০২,০৩২ জন। (আদম শুমারী-২০০১ অনুযায়ী)

শিক্ষা

সম্পাদনা
কলেজ
  • চৌগাছা সরকারি কলেজ
  • পাশাপোল আম জাম তলা মডেল কলেজ
  • চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ
  • এবিসিডি ডিগ্রি কলেজ
  • এসএম হাবিবুর রহমান পৌর কলেজ
  • তরিকুল ইসলাম পৌর কলেজ
  • জিসিবি আদর্শ কলেজ,
  • হাকিমপুর মহিলা কলেজ
  • সলুয়া কলেজ
  • মাড়ুয়া ইউসুফ খান স্কুল এন্ড কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
  • চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়
  • কান্দি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
  • কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়
  • চৌগাছা হাজী সরদার মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়
  • মাশিলা মাধ্যমিক বিদ্যালয়
  • মুক্তারপুর আম জাম তলা মাধ্যমিক বিদ্যালয়
  • দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়
  • ঝাউতলা এম, কে, এন, জি মাধ্যমিক বিদ্যালয়
  • গরিবপুর আদর্শ বিদ্যাপীঠ
  • চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়
  • রাজাপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
  • আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়
  • নগরবর্ণী মাধ্যমিক বিদ্যালয়
  • বর্ণী-রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়
  • সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ধূলিয়ানী
  • সাঞ্চাডাঙ্গা-কাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়
  • কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়
  • স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয়
  • পাতিবিলা হাজি শাহাজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়
  • হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়
  • বাড়িয়ালী হাউলী মাধ্যমিক বিদ্যালয়
  • রানীয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাড়ুয়া মাধ্যমিক বিদ্যালয়
  • চৌগাছা ম‌ডেল মাধ্য‌মিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • বাদেখানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রতিবন্ধী বিদ্যালয়
  • শহীদ মশিয়ূর রহমান পাশাপোল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়
মাদ্রাসা

অর্থনীতি

সম্পাদনা

চৌগাছা কৃষি নির্ভর এলাকা। তবে ক্রমশ এটি কৃষি নির্ভরতা থেকে বেরি আসছে। গার্মেন্টস কারখানা, রাইচ মিল, বেশ কিছু উৎপাদন মুখী প্রতিষ্ঠান চৌগাছাতে গড়ে উঠেছে। যা চৌগাছার অর্থনীতিকে ক্রমশ উন্নতি করছে। ব্যবসা বাণিজ্য পরিচালনায় এই উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য ছোট ও মাঝারি আকারের ক্ষুদ্র শিল্প।

স্বাস্থ্যসেবা

সম্পাদনা

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৩ বার দেশসেরা স্বাস্থ্য কমপ্লেক্সের খেতাব পেয়েছে। মাতৃসেবা ও গর্ভবতী নারীদের সেবার মানের দিক দিয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ খ্যাতি রয়েছে।

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • পীর বলুহ দেওয়ানের মাজার
  • পানিগ্রাম রিসোর্ট, হাকিমপুর
  • কাটগড়া বাওড়
  • কালু মিয়ার পার্ক, (সান-মুন পার্ক) নারায়ণপুর
  • কপোতাক্ষ নদ
  • খড়িঞ্চা বাওড়
  • কাশেম মিয়ার পার্ক, খড়িঞ্চা
  • রামকৃষ্ণপুর গণকবর
  • বাঘেরমাঠ পীর বকশি দেওয়ানের মাজার
  • বেড় গোবিন্দপুর বাওড়
  • জগদীশপুর তুলার ফার্ম

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরেচৌগাছা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারী ২০১৫ 
  2. [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ মার্চ ২০১৪ তারিখে [অনির্ভরযোগ্য উৎস?]

বহিঃসংযোগ

সম্পাদনা