সুমিত সেনগুপ্ত
সুমিত সেনগুপ্ত একজন বাংলাদেশী অভিনেতা। তিনি বাংলা সিনেমা ও নাটকে মূলত অভিনয় করেন। তিনি মহুয়া সুন্দরী (২০১৫-এর চলচ্চিত্র) ও পদ্মার প্রেম চলচ্চিত্রের জন্য পরিচিত।[১]
ব্যক্তিগত জীবনসম্পাদনা
তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি মডেল নীলাঞ্জনা ঘোষকে বিয়ে করেন। [২]
পেশাসম্পাদনা
তিনি ২০১২ সালে মোবাইল অপারেটর বিজ্ঞাপনে কাজ করেন। এভাবে তিনি শোবিজে পথ চলতে শুরু করেন । বড় পর্দার পাশাপাশি তিনি ছোট পর্দায় নাটকেও অভিনয় করেছেন। পরিচালক অনিকেত আলমের শেষ নায়ক সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। কিন্তু তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র সেদিন বৃষ্টি ছিল।[৩] তিনি তাসনুভা তিশার সাথে ‘বিশুদ্ধ ভালোবাসা’ নামে একটি মিউজিক ভিডিও তে অভিনয় করেন।[৪]
তার অভিনয় করা সিনেমাগুলো হল ‘সেদিন বৃষ্টি ছিল’,‘মিয়া বিবি রাজি’,‘মাতাল’,‘পাগলের মতো ভালোবাসি’, ‘মহুয়া সুন্দরী (২০১৫-এর চলচ্চিত্র)’, পদ্মার প্রেম, মিশন এক্সট্রিম ইত্যাদি।[৫][৫][৬]
চলচ্চিত্রসম্পাদনা
- পাগলের মত ভালোবাসি (২০২১)
- মিশন এক্সট্রিম(২০২১)
- পদ্মার প্রেম (২০১৯)
- যে গল্পে ভালোবাসা নেই (২০১৭)
- মিয়া বিবি রাজি (২০১৬)
- মহুয়া সুন্দরী (২০১৫-এর চলচ্চিত্র)
- জিরো থেকে টপ হিরো (২০১৪)
- সেদিন বৃষ্টি ছিল (২০১৪)
- বান্ধব (নির্মানাধীন)
- পদ্মাপুরাণ
- শেষ নায়ক
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ জনি, তানজিল আহমেদ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "'স্টাইল আইকন' হতে চান সুমিত"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬।
- ↑ "বিয়ে করলেন চিত্রনায়ক সুমিত ও মডেল নীলাঞ্জনা"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬।
- ↑ "সুমিত"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬।
- ↑ "সুমিত-তিশার 'বিশুদ্ধ ভালোবাসা'"। Sarabangla (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-২৫। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫।
- ↑ ক খ "'মাতাল' সিনেমার মহরত"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "সুমিত-অধরা'র পাগলের মতো ভালোবাসি"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুমিত সেনগুপ্ত (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে সুমিত সেনগুপ্ত
- ফেসবুকে সুমিত সেনগুপ্ত
- ইন্সটাগ্রামে সুমিত সেনগুপ্ত