সুমিত সেনগুপ্ত

বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা

সুমিত সেনগুপ্ত একজন বাংলাদেশী অভিনেতা। তিনি বাংলা সিনেমা ও নাটকে মূলত অভিনয় করেন। তিনি মহুয়া সুন্দরী (২০১৫-এর চলচ্চিত্র)পদ্মার প্রেম চলচ্চিত্রের জন্য পরিচিত।[১] অনিকেত আলম পরিচালিত শেষ নায়ক চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয়। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সেদিন বৃষ্টি ছিল।

সুমিত সেনগুপ্ত
জন্ম
শিক্ষামিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
পেশাঅভিনেতা
কর্মজীবন২০১২-বর্তমান
দাম্পত্য সঙ্গীনীলাঞ্জনা ঘোষ (বি. ২০২০)

ব্যক্তিগত জীবন সম্পাদনা

সুমিত কুড়িগ্রাম জেলায় জন্ম গ্রহণ করেন। সেখানে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা গ্রহণ করে ঢাকার ইউল্যাবে থেকে থেকে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়াশোনা করেন।[২] ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি মডেল নীলাঞ্জনা ঘোষকে বিয়ে করেন।[৩][৪]

কর্মজীবন সম্পাদনা

তিনি ২০১২ সালে মোবাইল অপারেটর বিজ্ঞাপনে কাজ করেন। এভাবে তিনি শোবিজে পথ চলতে শুরু করেন । বড় পর্দার পাশাপাশি তিনি ছোট পর্দায় নাটকেও অভিনয় করেছেন। পরিচালক অনিকেত আলমের শেষ নায়ক সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। কিন্তু তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র সেদিন বৃষ্টি ছিল।[৫] তিনি তাসনুভা তিশার সাথে ‘বিশুদ্ধ ভালোবাসা’ নামে একটি মিউজিক ভিডিও তে অভিনয় করেন।[৬]

তার অভিনয় করা সিনেমাগুলো হল ‘সেদিন বৃষ্টি ছিল’,‘মিয়া বিবি রাজি’,‘মাতাল’,‘পাগলের মতো ভালোবাসি’, ‘মহুয়া সুন্দরী (২০১৫)’, পদ্মার প্রেম, মিশন এক্সট্রিম ইত্যাদি।[৭][৭][৮]

চলচ্চিত্র সম্পাদনা

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক মন্তব্য সূত্র
টিবিএ এশা মার্ডার: কর্মফল সানি সানোয়ার [৯]
২০২৩ লাল শাড়ি বন্ধন বিশ্বাস
ব্ল্যাক ওয়ার শহীদ সানী সানোয়ার, ফয়সাল আহমেদ মিশন এক্সট্রিমের দ্বিতীয় কিস্তি
২০২২ দামাল গোলরক্ষক মনি রায়হান রাফি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চলচ্চিত্র
ছায়াবৃক্ষ
২০২১ পদ্মাপুরাণ রাশিদ পলাশ
পাগলের মতো ভালোবাসি শাহীন সুমন লাবলু অধরা খান অভিষিক্ত চলচ্চিত্র
মিশন এক্সট্রিম শহীদ ফয়সাল আহমেদ জান্নাতুল ফেরদৌস ঐশী অভিষিক্ত চলচ্চিত্র
২০১৯ পদ্মার প্রেম মাঝির ছেলে হারুন-উজ-জামান বাংলা, ওড়িয়াভোজপুরি ভাষায় নির্মিত [১০]
২০১৭ যে গল্পে ভালোবাসা নেই রয়েল
২০১৬ মিয়া বিবি রাজি রাজু শাহীন
২০১৫ মহুয়া সুন্দরী জীবন রওশন আরা নীপা
২০১৪ জিরো থেকে টপ হিরো শহীন - সুমন
সেদিন বৃষ্টি ছিল অভিষিক্ত চলচ্চিত্র
অপ্রকাশিত বন্ধন সুজন বড়ুয়া
শেষ নায়ক সামির খান অনিকেত আলম অভিষিক্ত অপ্রকাশিত চলচ্চিত্র

তথ্যসূত্র সম্পাদনা

  1. জনি, তানজিল আহমেদ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "'স্টাইল আইকন' হতে চান সুমিত"bangla.bdnews24.com। ২০২১-০৮-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬ 
  2. প্রতিবেদক, বিনোদন (২০২৩-১২-০৯)। "'বাদশা' দেখেই নায়ক হতে চেয়েছি, বেশি অনুপ্রাণিত করেন শাকিব খান"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৯ 
  3. "মডেল নীলাঞ্জনাকে বিয়ে করছেন অভিনেতা সুমিত"banglanews24.com। ২০২০-০১-১৬। ২০২২-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৪ 
  4. "বিয়ে করলেন চিত্রনায়ক সুমিত ও মডেল নীলাঞ্জনা"দেশ রূপান্তর। ২০২১-০৮-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬ 
  5. "সুমিত"বাংলা মুভি ডেটাবেজ। ২০২১-০৮-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬ 
  6. "সুমিত-তিশার 'বিশুদ্ধ ভালোবাসা'"Sarabangla (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-২৫। ২০২১-০৮-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  7. "'মাতাল' সিনেমার মহরত"bangla.bdnews24.com। ২০২১-০৮-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬ 
  8. প্রতিবেদক, নিজস্ব। "সুমিত-অধরা'র পাগলের মতো ভালোবাসি"DailyInqilabOnline। ২০২১-০৮-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬ 
  9. প্রতিবেদক, বিনোদন (২০২৩-১২-০৯)। "'বাদশা' দেখেই নায়ক হতে চেয়েছি, বেশি অনুপ্রাণিত করেন শাকিব খান"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৯ 
  10. "Airin's Padmar Prem to be released on November 1"Dhaka Tribune। ২০১৯-১০-০৯। ২০২৩-০৬-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৯ 

বহিঃসংযোগ সম্পাদনা