ইরেশ যাকের

বাংলাদেশী অভিনেতা

ইরেশ যাকের বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা এবং টিভি অভিনয়শিল্পী। তার বাবা আলী যাকের এবং মা সারা যাকের দুজনই অভিনয়শিল্পী। তিনি অভিনেতা হিসেবে টেলিভিশনে বেশিরভাগ কাজ করেছেন, এছাড়া তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে খলনায়কের চরিত্রেও অভিনয় করেছেন। ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা বিভাগে তিনি ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

ইরেশ যাকের
জন্ম (1976-11-06) ৬ নভেম্বর ১৯৭৬ (বয়স ৪৭)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষা
পেশা
  • বিজ্ঞাপন নির্বাহী
  • অভিনেতা
কর্মজীবন২০০৬-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
ছুঁয়ে দিলে মন
দাম্পত্য সঙ্গীজাকিয়া রশিদ মিম
পিতা-মাতা

জন্ম ও ব্যক্তিগত জীবন

সম্পাদনা

ইরেস ১৯৭৬ সালের ৬ নভেম্বর জন্ম গ্রহণ করেন। দুই ভাইবোনের মাঝে তিনি বড়। তার ছোট বোন শ্রেয়া সর্বজয়া।[][][] ইরেসের শৈশব বাংলাদেশেই কাটে। ১৯৯৪ সালের পরে তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন করেন। পড়াশুনা শেষে তিনি দেশে ফিরে আসেন এবং অভিনয়ে মনোনিবেশ করেন। ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি, তিনি জাকিয়া রশিদ মিম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[] ২০১৯ সালের ৭ আগস্ট তাদের সংসারে মেহা রশিদ যাকের নামের এক কন্যাসন্তানের জন্ম হয়।[]

শিক্ষাজীবন

সম্পাদনা

ইরেশ যাকের ছোটবেলায় বাংলাদেশে পড়াশোনা করেন। তিনি স্কুলজীবন শেষ করেন ঢাকার স্কলাস্টিকা স্কুলে। এরপর উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে পাড়ি দেন। সেখানে তিনি গ্রিনেল কলেজে ভর্তি হন। অতঃপর সেই দেশেই অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।

অভিনীত চলচ্চিত্র

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক টীকা
২০১২ চোরাবালি রেদওয়ান রনি
২০১৫ জিরো ডিগ্রী অনিমেষ আইচ
ছুঁয়ে দিলে মন শিহাব শাহীন বিজয়ী: বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা
২০১৮ স্বপ্নজাল থান্ডু গিয়াস উদ্দিন সেলিম
দেবী আহমেদ সাবের অনম বিশ্বাস
২০১৯ ইতি, তোমারই ঢাকা

টেলিভিশন

সম্পাদনা

একক নাটক

সম্পাদনা
  • মিডনাইট সান (২০২১)[]

টেলিফিল্ম

সম্পাদনা
  • আমাদের গল্প
  • ইম্পসিবল ৫
  • ১৮ অল টাইম দৌঁড়ের উপর

ওয়েব ধারাবাহিক

সম্পাদনা
বছর শিরোনাম ওটিটি চরিত্র সহ-শিল্পী পরিচালক টীকা
২০১৯ গার্ডেন গেইম বায়োস্কোপ রিয়াজ, পপি, নিপুন, মনির খান শিমুল তৌহিদ মিতুল প্রযোজনা
২০২০ একাত্তর হইচই মেজর ওয়াসিম নুসরাত ইমরোজ তিশা, রাফিয়াথ রশিদ মিথিলা, মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ তানিম নূর
২০২০ মাইনকার চিপায় জি৫ আফরান নিশো, শ্যামল মাওলা, শরিফুল রাজ আবরার আতহার প্রযোজনা
২০২১ কন্ট্রাক্ট জি৫ চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আরিফিন শুভ, রাফিয়াথ রশিদ মিথিলা, আয়েশা খান,‌ শ্যামল মাওলা, রওনক হাসান, তারিক আনাম খান, মাজনুন মিজান, জয়ন্ত চট্টোপাধ্যায় তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়

পুরস্কার এবং মনোনয়ন

সম্পাদনা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ""My father always instilled a sense of independence" --Iresh Zaker"The Daily Star। ৮ মার্চ ২০১৫। 
  2. "Father, son share birthday Sunday"The Independent। Dhaka। ৬ নভেম্বর ২০১৬। 
  3. "Sriya Sharbojoya, Iresh Zaker at Aamar Ami"The New Nation। Dhaka। ১৭ মে ২০১৪। ৩১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "ইরেশ যাকেরের জীবনসঙ্গী হলেন মিম রশিদ"। ৬ ফেব্রুয়ারি ২০১৮। 
  5. "ইরেশ-মিমের ঘরে নতুন অতিথি"বিডিনিউজ২৪.কম। ৭ আগস্ট ২০১৯। ৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  6. "গভীর রাতে বিপদে মিথিলা!"এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। জুলাই ৫, ২০২১। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা