রেদওয়ান রনি

বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালক

রেদওয়ান রনি বাংলাদেশের একজন টিভি নাটক ও চলচ্চিত্র পরিচালক নির্মাতা[১] ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[২][৩]

রেদওয়ান রনি
Redoan Rony (3) (cropped).jpg
২০১৮ সালের রনি
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পরিচিতির কারণনির্মাতা, পরিচালক

ব্যক্তিগত জীবনসম্পাদনা

রনি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন।[৪] তিনি ২০১২ সালের ২১ জানুয়ারি আয়েশা প্রেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৫]

কর্মজীবনসম্পাদনা

রনি কর্মজীবনের শুরুতে মোস্তফা সরয়ার ফারুকীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তার নির্মিত প্রথম টেলিফিল্ম ‘উড়োজাহাজ’ যা ২০০৬ সালে মুক্তি পায়।[৬] ২০১১ সালে নির্মাণ শুরু করেন তার প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চোরাবালি। অপরাধ থ্রিলার ধারার এই চলচ্চিত্রটি ২০১২ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় এবং সে বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রটি ৫টি বিভাগে বিজয়ী হয়। বর্তমানে তিনি চরকি নামক স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

উল্লেখযোগ্য চলচ্চিত্রসম্পাদনা

উল্লেখযোগ্য নাটকসম্পাদনা

টেলিভিশনে তার মোট নাটকের সংখ্যা এক পর্ব টিভি ড্রামা, টেলিফিল্ম, ছোট বড় ধারাবাহিক সব মিলিয়ে ১০০'র বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • হাউসফুল
  • এফএনএফ[৬]
  • বহুরুপী হিমু
  • বিহাইন্ড দ্য সিন
  • বিহাইন্ড দ্য ট্র‍্যাপ
  • বিহাইন্ড দ্য পাপ্পি[৭]
  • মানিব্যাগ
  • জিম্মি
  • চৌধুরী সাহেবের ফ্রি অফার

পুরস্কার ও সম্মাননাসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. Hossain, Amina (২০১৯-০৮-২৪)। "Redoan Rony"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৪ 
  2. "হুমায়ূনের চলচ্চিত্রের জয়জয়কার"সমকাল। ফেব্রুয়ারি ৭, ২০১৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৪, ২০২২ 
  3. দৈনিক প্রথম আলো[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. অন্য ছবিয়াল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৪-০৭ তারিখে,ইকবাল হোসাইন চৌধুরী, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৪-০৪-২০১০ খ্রিস্টাব্দ।
  5. "বিয়ের চোরাবালিতে রেদওয়ান রনি!"। ২০১৩-১০-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-০৩ 
  6. "বিডিনিউজ ২৪ ডট কম"। ১৭ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৩ 
  7. "ঈদে আসছে রেদওয়ান রনির টিভি সিরিজ"Sarabangla। ২০১৯-০৮-০১। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৪ 

বহি:সংযোগসম্পাদনা