৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত পুরস্কার। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে। ২০১৭ সালের ২৪ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।[১]
৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০১৫ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
ঘোষণা | ১৮ মে, ২০১৭ | |||
প্রদান | ২৪ জুলাই, ২০১৭ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | ফেরদৌসী রহমান ও শাবানা | |||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | অনিল বাগচীর একদিন ও বাপজানের বায়স্কোপ | |||
শ্রেষ্ঠ অ-পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি | |||
শ্রেষ্ঠ অভিনেতা | মাহফুজ আহমেদ ও শাকিব খান জিরো ডিগ্রী ও আরো ভালোবাসবো তোমায় | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | জয়া আহসান জিরো ডিগ্রী | |||
সর্বাধিক পুরস্কার | বাপজানের বায়স্কোপ (৮) | |||
|
তথ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০১৭ সালের ১৮ মে 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫' ঘোষণা করা হয়। এই বছর ২৫টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।[২] এই বছর সর্বোচ্চ ৮টি পুরস্কার পায় রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়স্কোপ’। আজীবন সম্মাননা গ্রহণ করেন সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমান এবং অভিনেত্রী শাবানা।[৩] প্রথমবারের মত এই পুরস্কার গ্রহণ করেন তমা মির্জা, ইরেশ যাকের, সানী জুবায়ের ও প্রিয়াংকা গোপ। তমা নদীজন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে, ইরেশ ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা বিভাগে, সানী অনিল বাগচীর একদিন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে এবং প্রিয়াংকা অনিল বাগচীর একদিন চলচ্চিত্রে "আমার সুখ সে তো" গানের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে এই পুরস্কার লাভ করেন।[৪]
বিজয়ীদের তালিকা
সম্পাদনামেধা পুরস্কার
সম্পাদনাকারিগরী পুরস্কার
সম্পাদনাবিশেষ পুরস্কার
সম্পাদনা- আজীবন সন্মাননা - ফেরদৌসী রহমান ও শাবানা
- বিশেষ শাখায় শ্রেষ্ঠ শিশু শিল্পী - প্রমিয়া রহমান (চলচ্চিত্র - প্রার্থনা)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ প্রদান করবেন আজ প্রধানমন্ত্রী"। দৈনিক ইত্তেফাক। ২৪ জুলাই ২০১৭। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "২০১৫ সালের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৪ জুলাই ২০১৭। ১৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫: আজীবন সম্মাননা পাচ্ছেন শাবানা-ফেরদৌসী"। দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ১৯ মে ২০১৭। ১৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "প্রথমবার পুরস্কার"। দৈনিক ইত্তেফাক। ২৪ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।