মহুয়া সুন্দরী (২০১৫-এর চলচ্চিত্র)
মহুয়া সুন্দরী রওশন আরা নীপা পরিচালিত ২০১৫ সালের বাংলাদেশী রোম্যান্টিক-নাট্য চলচ্চিত্র। দ্বিজ কানাই রচিত মহুয়া পালার আধুনিক চিত্রনাট্যরূপ রচনা করেন নিপা। ছবিটি সহ-প্রযোজনার পাশাপাশি এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি।[১] এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, মামুনুর রশীদ, সাদেক বাচ্চু, সুচরিতা ও জয়রাজ।
মহুয়া সুন্দরী | |
---|---|
![]() মহুয়া সুন্দরী চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | রওশন আরা নীপা |
প্রযোজক |
|
রচয়িতা | রওশন আরা নীপা |
চিত্রনাট্যকার | রওশন আরা নীপা |
উৎস | দ্বিজ কানাই কর্তৃক মহুয়া সুন্দরী |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | ইমন সাহা অমিত চট্টোপাধ্যায় |
চিত্রগ্রাহক | এম এইচ স্বপন |
সম্পাদক | একরামুল হক |
প্রযোজনা কোম্পানি | মাস্টার অপেরা |
পরিবেশক | মাস্টার অপেরা |
মুক্তি | ২০ নভেম্বর, ২০১৫ |
দৈর্ঘ্য | ১৪০ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০১৫ সালের ২০ নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এই ছবিতে "তোমারে ছাড়িতে বন্ধু" গানে কণ্ঠ দিয়ে সুবীর নন্দী ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কার লাভ করেন।[২]
কুশীলবসম্পাদনা
- পরীমনি - ছবি / মহুয়া[৩]
- সুমিত সেনগুপ্ত - জীবন
- মামুনুর রশীদ - হারেস মিয়া
- সাদেক বাচ্চু
- সুচরিতা - জোছনা মাসি
- জয়রাজ - মিলন মিয়া
- জারা
- সাজু
- হাফিজ
- আমিনুল ইসলাম বাচ্চু
নির্মাণসম্পাদনা
চিত্রনাট্যসম্পাদনা
মৈমনসিংহ গীতিকায় দ্বিজ কানাই রচিত মহুয়া পালা অবলম্বনে রওশন আরা নীপা ছবিটির চিত্রনাট্য লিখেছেন বর্তমানের সাথে মিল রেখে। এ প্রসঙ্গে নীপা বলেন, "গল্পটিকে আমি বর্তমান প্রেক্ষাপটে উপস্থাপন করছি। আমার ছবির গল্প যাত্রাপালার নায়িকা ছবি রানী আর গ্রামের প্রভাবশালী ধনাঢ্য পরিবারের সন্তান জীবনকে ঘিরে। ঘটনাক্রমে ছবি আর জীবনের প্রেম হয়। একসময় ছবির মনে হয় সে যেন মহুয়ার পালার মহুয়া।"[৪] নীপা ২০০৭ সাল থেকে এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন। ২০০৬ সালে নেত্রকোণা জেলায় এনটিভির একটি কাজ করতে গিয়ে মহুয়া সুন্দরী যাত্রাপালা দেখে একটি চলচ্চিত্র নির্মাণের সিদ্বান্ত নেন।[৫]
চিত্রায়ণসম্পাদনা
২০১৪ সালে ২০ অক্টোবর থেকে শুরু হয় ছবিটির চিত্রগ্রহণের কাজ।[৬] ১০ নভেম্বর পর্যন্ত টানা ৩০ দিন গাজীপুরের কাপাসিয়া, হোতাপাড়া এবং টাঙ্গাইলে ছবিটির শুটিং হয়। হোতাপাড়ায় শুটিংয়ের শুরু দিনই দৃশ্যায়নে অংশগ্রহণ করেন পরীমনি, সুমিত, মামুনুর রশীদ, বড়দা মিঠু।[৭]
নির্মাণ-পরবর্তীসম্পাদনা
চিত্রগ্রহণ শেষে সম্পাদনার পর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে ছবিটি জমা দিলে ছবিটি ২০১৫ সালে ২৩ জুলাই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র লাভ করে।[৮]
সঙ্গীতসম্পাদনা
চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা ও অমিত চট্টোপাধ্যায়। গানের কথা লিখেছেন জুয়েল মাহমুদ ও তাপস চৌধুরী। এছাড়া দ্বিজ কানাই ও লালন রচিত দুটি গান ব্যবহৃত হয়েছে। ছবিতে ছয়টি গান রয়েছে।[৯]
গানের তালিকাসম্পাদনা
নং. | শিরোনাম | লেখক | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "আমারে ফিরাবে গুরু" | লালন | ৪:১৭ | |
২. | "জল ভর সুন্দরী" | দ্বিজ কানাই | তীর্থ ভট্টাচার্য ও নীলা চৌধুরী | ৩:১৯ |
৩. | "আমার পরাণ বান্ধা আছে" | এস আই টুটুল ও সামিনা চৌধুরী | ৫:১৩ | |
৪. | "তোমারে ছাড়িতে বন্ধু" | তাপস চৌধুরী | সুবীর নন্দী | ৪:৩২ |
৫. | "ফুলের আসন ফুলেরও বসন" | রুনা লায়লা | ৪:৩৪ | |
৬. | "নয়াবাড়ী" | নীলা চৌধুরী | ৩:২৯ |
পুরস্কারসম্পাদনা
- বিজয়ী: শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী - সুবীর নন্দী (গানঃ "তোমারে ছাড়িতে বন্ধু")
- বিজয়ী: আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী - পরীমনি
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "প্রযোজনায় পরীমণি"। বাংলা মুভি ডেটাবেজ। ২০ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "২০১৫ সালের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৪ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "পরীমনির 'মহুয়া সুন্দরী' আজ টিভিতে"। চ্যানেল আই অনলাইন। ২০ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আসছে 'মহুয়া সুন্দরী'"। দৈনিক প্রথম আলো। ৩০ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।
- ↑ "একই গান থেকে তিন ছবি!"। বাংলা মুভি ডেটাবেজ। জুলাই ২৫, ২০১৫। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।
- ↑ "পরীর \\\'মহুয়া সুন্দরী\\\' শুরু হচ্ছে কাল"। বাংলাদেশ প্রতিদিন। ১৯ অক্টোবর ২০১৪। ১ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।
- ↑ "মহুয়া সুন্দরী নিয়ে পরী মনির ৩০ দিন"। দ্য রিপোর্ট। ৪ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।
- ↑ "নভেম্বরে 'মহুয়া সুন্দরী'"। বাংলা মুভি ডেটাবেজ। আগস্ট ২৯, ২০১৫। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।
- ↑ "আসছে 'মহুয়া সুন্দরী'র অডিও"। রাইজিংবিডি ডট কম। ২৩ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মহুয়া সুন্দরী (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে মহুয়া সুন্দরী