পদ্ম পাতার জল

তন্ময় তানসেন পরিচালিত ২০১৫-এর চলচ্চিত্র

পদ্ম পাতার জল ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী ঐতিহাসিক রোমান্টিক নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন লতিফুল ইসলাম শিবলী এবং পরিচালনা করেছেন তন্ময় তানসেন[] ট্রাইপড স্টুডিওর ব্যনারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন রাজিব রায়হান, রাজু আহমেদ এবং শেখ আসিফুর রহমান।এই ছবিটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব ছিলেন "প্রেমের তাজমহল" খ্যাত নির্মাতা গাজী মাহবুব ব্রিটিশ ঔপনিবেশিক সময়ের গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনি।[][][] চলচ্চিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, বিদ্যা সিনহা সাহা মীম, তারিক আনাম খান, চিত্রলেখা গুহ, নিমা রহমান, অমিত হাসান প্রমুখ এবং বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার[] চলচ্চিত্রটি ২০১৫ সালের ১৮ জুলাই মুক্তি পায়।[]

পদ্ম পাতার জল
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকতন্ময় তানসেন
প্রযোজক
  • রাজিব রায়হান
  • রাজু আহমেদ
  • শেখ আসিফুর রহমান
  • গাজী মাহবুব
রচয়িতা
  • লতিফুল ইসলাম শিবলী
  • তন্ময় তানসেন
শ্রেষ্ঠাংশে
সুরকার
চিত্রগ্রাহকলতিফুল ইসলাম শিবলী
সম্পাদকসামির আহমেদ
প্রযোজনা
কোম্পানি
ট্রাইপড স্টুডিও
পরিবেশকট্রাইপড স্টুডিও
মুক্তি
  • ১৮ জুলাই ২০১৫ (2015-07-18) (বাংলাদেশ)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়৪.৫০ কোটি টাকা[]
আয়১.২৫ কোটি

কাহিনিসংক্ষেপ

সম্পাদনা

ব্রিটিশ ঔপনিবেশিক সময়কার এক বাঈজি বাড়ির গল্প নিয়ে এই চলচ্চিত্রের কাহিনি গড়ে উঠেছে। একজন সরল কবি উচ্চশিক্ষার জন্য গ্রাম থেকে শহরে যায়। জাগতিক চাকচিক্য তাকে কখনোই আকর্ষণ না করলেও বন্ধুদের পাল্লায় পড়ে একদিন তাকে যেতে হয় শহরের শ্রেষ্ঠ বাঈজীর মহলে। সেথানে সুন্দরী বাঈজীর রূপ নৃত্যকলা সঙ্গীতে আকৃষ্ঠ হয়ে নিজের কবিতায় সেই মুগ্ধতা প্রকাশ করতে থাকে। পোশাদার বাঈজীর নিকট কবিতার কোন মূল্য নেই। একদিন একটি বাঊজীর কানের একটি ঝুমকা কবিকে পৌছে দেয় বাঈজী মহলের সীমানার ভেতরে যেখানে সকলের প্রবেশ নিষেধ। ধীরে ধীরে প্রকাশ হতে থাকে ঊনবিংশ শতাব্দীর চাকচিক্যময় বাঈজী মহলের ভেতরের ঘটনা। এদিকে কবি ধীরে ধীরে সীমানা ভেঙে বাঈজীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চেষ্টা করে।[]

অভিনয়ে

সম্পাদনা

সাউন্ডট্র্যাক

সম্পাদনা

চলচ্চিত্রে সঙ্গীত আয়োজনে বিভিন্ন সুরকার এবং সঙ্গীতঙ্গ পাশাপাশি বাংলাদেশের দুইটি ব্যান্ড কাজ করে। এদের মধ্যে রয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শায়ান চৌধুরী অর্ণব, এস আই টুটুল, অদিত ওজবার্ট এবং ব্যন্ড শিরোনামহীনচিরকুট। গান লিখেছেন যৌথভাবে লতিফুল ইসলাম শিবলী এবং শারমিন সুলতানা। চলচ্চিত্রের বিভিন্ন গানে কণ্ঠ দেন আসিফ আকবর, সাবরিনা পড়শী, নাজমুন মুনিরা ন্যান্সি, দিলশাদ নাহার কনা, এলিটা করিম, শায়ান চৌধুরী অর্ণব, ব্যান্ড শিরোনামহীন প্রমুখ। চলচ্চিত্রর পদ্ম পাতার জল নামে শিরোনাম সঙ্গীত পরিবেশন করে ব্যান্ড শিরনোমহীন।

পদ্ম পাতার জল (২০১৫)
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১০ জুন ২০১৫ (2015-06-10)
শব্দধারণের সময়২০১৫
ঘরানাফিচার চলচ্চিত্র সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য৩২:৫৫
পরিচালকআহমেদ ইমতিয়াজ বুলবুল, শায়ান চৌধুরী অর্ণব, এস আই টুটুল, অদিত ওজবার্ট, শিরোনামহীন, চিরকুট
নং.শিরোনামশিল্পীদৈর্ঘ্য
১."আলোকিত সারাদিন"আসিফ আকবর, সাবরিনা পড়শী৫:০৮
২."আমার রূপকথা জীবন"মামনুন হাসান ইমন২:৩৮
৩."পদ্ম পাতার জল"শিরোনামহীন৪:৪৭
৪."গোপনে গোপনে"নাজমুন মুনিরা ন্যান্সি, দিলশাদ নাহার কনা, অদিত ওজবার্ট, সোয়েব৬:১২
৫."একাকিনী তারা"এলিটা করিম৪:২৩
৬."তীর মেরো না"আনীশা৫:০৮
৭."তোমায় আমি"শায়ান চৌধুরী অর্ণব, দিলশাদ নাহার কনা৪:১৭

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এফডিসিভিত্তিক ফিল্ম থেকে আমার ফিল্মের বাজেট বেশি"ittefaq.com.bd 
  2. "Emon and Meem finish shooting Poddo Patar Jol" [ইমন ও মীম পদ্ম পাতার জলের শুটিং শেষ করেছে]। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ। এপ্রিল ২১, ২০১৫। সংগ্রহের তারিখ জুলাই ২৫, ২০১৫ 
  3. অনলাইন প্রতিবেদক (এপ্রিল ৩০, ২০১৫)। "পদ্ম পাতার জলে দেশের পুরাকীর্তি"দৈনিক প্রথম আলো। বাংলাদেশ। সংগ্রহের তারিখ জুলাই ২৫, ২০১৫ 
  4. "`Padma Patar Jol` on the editing table" [সম্পাদনা টেবিলে `পদ্ম পাতার জল`]। রাইজিং বিডি (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ। জানুয়ারি ৫, ২০১৪। সংগ্রহের তারিখ জুলাই ২৫, ২০১৫ 
  5. "প্রধান অভিনেতা - অভিনেত্রী"bmdb.com.bd। বাংলাদেশ: বিএমডিবি। ২০১৫। ৮ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৫, ২০১৫ 
  6. অনলাইন প্রতিবেদক (জুলাই ২৪, ২০১৫)। "তবু 'পদ্ম পাতার জল'..."দৈনিক প্রথম আলো। বাংলাদেশ। সংগ্রহের তারিখ জুলাই ২৫, ২০১৫ 
  7. কামরুজ্জামান মিলু। "‍আবু হেনা রনি ও তার 'বুনো পায়রা'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ঢাকা। ৭ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৫, ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা