চিত্রলেখা গুহ
বাংলাদেশী অভিনেত্রী
চিত্রলেখা গুহ বা চিত্রলেখা গূহ একজন বাংলাদেশী টেলিভিশন, মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেত্রী। ৭১ এর মা জননী চলচ্চিত্রে তার ভূমিকার জন্য তিনি ২০১৪ সালের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[১]
চিত্রলেখা গুহ | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৬-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | উত্তম গুহ |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৪) |
কর্মজীবন
সম্পাদনাচিত্রলেখা ১৯৮৬ সালে তার অভিনয় যাত্রা শুরু করেন।[২]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাচিত্রলেখা ১৯৮৬ সালের ২৮শে এপ্রিল শিল্প নির্দেশক উত্তম গুহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[২] তাদের দুই মেয়ে আছে আরনিলা গুহ এবং আরিশানা গুহ।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- লালসালু (২০০১)
- লালন (২০০৪)
- মোল্লা বাড়ীর বউ (২০০৫)
- কমন জেন্ডার (২০১২)
- ৭১ এর মা জননী (২০১৪)
- রূপসা নদীর বাঁকে (নির্মানাধীন)
পুরস্কার
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - ৭১ এর মা জননী (২০১৪)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- ↑ ক খ হেনা, শাহনাজ (১৯ নভেম্বর ২০১৫)। "চিত্রলেখা গুহ একাল সেকাল"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে চিত্রলেখা গুহ (ইংরেজি)