অমিত হাসান
অমিত হাসান (জন্ম: ৯ সেপ্টেম্বর ১৯৬৮) একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেতা ও প্রযোজক। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। একক নায়ক হিসেবে মনোয়ার খোকনের জ্যোতি ছবি দিয়ে শুরু হয় তার সফলতা। ২০১২ সালে ভালোবাসার রঙ ছবির মাধ্যমে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় শুরু করেন।
অমিত হাসান | |
---|---|
জন্ম | খন্দকার সাইফুর রহমান ৯ সেপ্টেম্বর ১৯৬৮ আদালতপাড়া, টাঙ্গাইল, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেতা, প্রযোজক |
কর্মজীবন | ১৯৮৬–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | ভালোবাসার রঙ |
উচ্চতা | ৫ ফু ৯ ইঞ্চি (১.৭৫ মি) |
দাম্পত্য সঙ্গী | অনন্যা |
সন্তান | লামিসা (কন্যা) সামান্তা (কন্যা) |
পিতা-মাতা | মালিহা রহমান (মাতা) |
পুরস্কার | বাচসাস পুরস্কার (১ বার) |
তিনি ২০১৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।[১][২] ২০১৭ সালে পুনরায় নির্বাচন করেন[৩] কিন্তু মিশা-জায়েদ পরিষদের কাছে হেরে যান।
প্রারম্ভিক জীবন সম্পাদনা
হাসান ১৯৬৮ সালের ৯ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অন্তর্গত বানিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম খন্দকার সাইফুর রহমান। তার মায়ের নাম মালিহা রহমান। কলেজে পড়াকালীন তার এক বান্ধবী তার 'অমিত হাসান' নাম দেন।[৪]
কর্মজীবন সম্পাদনা
১৯৮৬ সালে 'নতুন মুখের সন্ধানে' প্রতিযোগিতার মাধ্যমে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সম্পৃক্ত হন। ১৯৯০ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র চেতনা। ছবিটি পরিচালনা করেন ছটকু আহমেদ। একক নায়ক হিসেবে তিনি প্রথম অভিনয় করেন মনোয়ার খোকনের জ্যোতি চলচ্চিত্রে। এই দশকে তিনি শেষ ঠিকানা, জিদ্দী, আবিদ হাসান বাদলের বিদ্রোহী প্রেমিক (১৯৯৬) ও তুমি শুধু তুমি (১৯৯৭), রাজ্জাকের বাবা কেন চাকর (১৯৯৭), শিল্পী চক্রবর্তীর রঙিন উজান ভাটি (১৯৯৭), মোতালেব হোসেনের ভালবাসার ঘর (১৯৯৮) চলচ্চিত্রে অভিনয় করেন।[৪]
২০০৮ সালে হাসান প্রযোজকের খাতায় নাম লেখান এবং টেলিভিউ নামে একটি প্রযোজনা সংস্থা চালু করেন। এই সংস্থা থেকে প্রযোজিত প্রথম চলচ্চিত্র কে আপন কে পর। শাহীন-সুমন পরিচালিত চলচ্চিত্রটি ২০১১ সালে মুক্তি পায়। এতে তিনি নিজেই প্রধান চরিত্রে অভিনয় করেন এবং তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস। এছাড়া ছবিতে আরও অভিনয় করেন আলমগীর, ববিতা, মিজু আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।[৫] আলমগীর ও ববিতা এই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৬]
২০১২ সালে তিনি শাহীন-সুমন পরিচালিত ভালোবাসার রঙ ছবিতে প্রথমবারের মত খল চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে তুফান চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন।[৭] ২০১৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত ওয়াজেদ আলী সুমনের রক্ত ও শামীম আহমেদ রনির বসগিরি। ২০১৬ সালের শুরুতে মুক্তি পায় শফিক আচার্য্য পরিচালিত ভৌতিক চলচ্চিত্র মায়াবিনী। এতে তিনি মায়া চরিত্রে অভিনয় করেন।[৮] এই বছর ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত নবাব, বস ২ ও রাজনীতি।[৯] বাবা যাদব পরিচালিত বস ২ ছবিতে তাকে প্রথম কলকাতার অভিনেতা জিতের সাথে অভিনয় করতে দেখা যায়। এই ছবিতে তিনি বাংলাদেশী ব্যবসায়ী প্রিন্স শাহনেওয়াজ চরিত্রে অভিনয় করেন।[১০]
চলচ্চিত্রের তালিকা সম্পাদনা
বছর | চলচ্চিত্র | চরিত্র | সহ- শিল্পী | পরিচালক | টীকা |
---|---|---|---|---|---|
১৯৯০ | চেতনা | ছটকু আহমেদ | |||
দাঙ্গা ফ্যাসাদ | চাষী নজরুল ইসলাম | ||||
১৯৯৬ | বিদ্রোহী প্রেমিক | আবিদ হাসান বাদল | |||
১৯৯৭ | বাবা কেন চাকর | রাজ্জাক | |||
তুমি শুধু তুমি | আবিদ হাসান বাদল | ||||
রঙিন উজান ভাটি | শিল্পী চক্রবর্তী | ||||
১৯৯৮ | ভালবাসার ঘর | মোতালেব হোসেন | |||
১৯৯৯ | তোমার জন্য পাগল | ডাক্তার হৃদয় | শিল্পী চক্রবর্তী | ||
২০০১ | মেঘলা আকাশ | মহি | নারগিস আক্তার | ||
রংবাজ বাদশা | মনতাজুর রহমান আকবর | ||||
জামাই শ্বশুর | মাসুদ খান | দেবাশীষ বিশ্বাস | |||
২০০৩ | কঠিন সীমার | মিঠুন | মনতাজুর রহমান আকবর | ||
২০০৪ | ভাইয়ের শত্রু ভাই | মনতাজুর রহমান আকবর | |||
২০০৭ | ডাক্তার বাড়ী | ডাক্তার জহুর আলী | আজিজুর রহমান | ||
বউয়ের জ্বালা | |||||
বাদশা ভাই এলএলবি | |||||
২০০৮ | তুমি স্বপ্ন তুমি সাধনা | ||||
সন্তান আমার অহংকার | |||||
২০০৯ | অভিশপ্ত রাত | ||||
আইনের হাতে গ্রেফতার | |||||
চিরদিন আমি তোমার | |||||
ঠেকাও আন্দোলন | |||||
বাবা ঠাকুর | |||||
বিয়ে বাড়ী | |||||
ভণ্ড নায়ক | |||||
ভালবাসা দিবি কিনা বল | |||||
২০১১ | কে আপন কে পর | শাহীন-সুমন | প্রযোজিত প্রথম চলচ্চিত্র | ||
২০১২ | ভালোবাসার রঙ | তুফান | শাহীন-সুমন | খল চরিত্রে প্রথম অভিনয় বিজয়ী: বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা[৭] | |
২০১৩ | প্রেম প্রেম পাগলামি | ||||
অন্যরকম ভালোবাসা | শাহীন-সুমন | ||||
ফুল এন্ড ফাইনাল | বখতিয়ার | মালেক আফসারী | |||
তবুও ভালোবাসি | লাল | মনতাজুর রহমান আকবর | |||
২০১৪ | দাবাং | আজাদ খান | |||
জিরো থেকে টপ হিরো | |||||
মনের মধ্যে লেখা | |||||
ফাঁদ | উসমান | শফি উদ্দিন | |||
হিরো: দ্যা সুপার স্টার | ডলার | শাকিব খান, অপু বিশ্বাস, | বদিউল আলম খোকন | শাকিব খান প্রযোজিত | |
২০১৫ | এইতো প্রেম | জাভেদ | সোহেল আরমান | মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র | |
বোঝেনা সে বোঝেনা | মনতাজুর রহমান আকবর | ||||
অগ্নি ২ | মিঠুন সরকার | ইফতেখার চৌধুরী | |||
পদ্ম পাতার জল | রনবীর প্রতাপ | তন্ময় তানসেন | |||
মার্ডার ২ | |||||
অন্তরঙ্গ | |||||
চিনি বিবি | |||||
২০১৬ | অঙ্গার | নেহাল দত্ত, ওয়াজেদ আলী সুমন | |||
রক্ত | ওয়াজেদ আলী সুমন | ||||
শিকারি | জয়দীপ মুখার্জী | ||||
বসগিরি | ডিকে | শামীম আহমেদ রনি | |||
ধূমকেতু | শফিক হাসান | ||||
রাজা ৪২০ | |||||
২০১৭ | ক্রাইম রোড | সাইমন তারিক | |||
মায়াবিনী | মায়া | আকাশ আচার্য্য | |||
সুলতানা বিবিয়ানা | হিমেল আশরাফ | ||||
নবাব | জয়দীপ মুখার্জী | ||||
বস ২ | প্রিন্স শাহনেওয়াজ | বাবা যাদব | |||
রাজনীতি | বুলবুল বিশ্বাস | ||||
রংবাজ | অমিত চৌধুরী | আব্দুল মান্নান | |||
দুলাভাই জিন্দাবাদ | মনতাজুর রহমান আকবর | ||||
২০১৯ | বয়ফ্রেন্ড | এপ্রিল মাসে মুক্তি পায়[১১] | |||
ডনগিরি | শাহ আলম মন্ডল | অক্টোবর মাসে মুক্তি পায়[১১] | |||
২০২০ | শাহেনশাহ | শামীম আহমেদ রনি | |||
২০২২ | বিদ্রোহী | আসলাম হাওলাদার | শাকিব খান, শবনম বুবলি, | শাহীন-সুমন | [১২] |
১৯৯০---(১টি)
১। চেতনা (সুচিত্রা) - ছটকু আহমেদ - ০৫.০১.১৯৯০
১৯৯১---(১টি) ২-১। চোর ডাকাত পুলিশ(রেবেকা) - আজমল হুদা মিঠু - ১৮.০১.১৯৯১
১৯৯২---(২টি) ৩-১। মা মাটি দেশ(রেবেকা) - শিবলি সাদিক - ০৩.০১.১৯৯২ ৪-২। আলো আমার আলো(অঞ্জলী) - এম এম সরকার - ০৪.০৯.১৯৯২
১৯৯৩---(৯টি) ৫-১। মাস্তান রাজা(কবিতা) - দেওয়ান নজরুল - ০১.০১.১৯৯৩ ৬-২। মালামাল(ফারজানা ববি) - কামরুজ্জামান - ১৫.০১.১৯৯৩ ৭-৩। আত্মবিশ্বাস(অরুনা বিশ্বাস) এম এম সরকার - ১৫.০১.১৯৯৩ ৮-৪। আবদার(অরুনা বিশ্বাস)- সুভাষ দত্ত - ১২.০২.১৯৯৩ ৯-৫। হিংসা(নবাগতা শাহনাজ)- মোতালেব হোসেন - ২৫.০৩.১৯৯৩ - ঈদুল ফিতর ১০-৬। খুনী আসামী(অরুনা বিশ্বাস) - শিবলি সাদিক - ০২.০৬.১৯৯৩ - ঈদুল আযহা ১১-৭। খুনের বদলা(সাবিহা) - কামরুজ্জামান - ২০.০৮.১৯৯৩ ১২-৮। জ্যোতি(শাহনাজ) - মনোয়ার খোকন - ০৩.০৯.১৯৯৩ ১৩-৯। মৌসুমী(মৌসুমি)- নাজমুল হুদা মিন্টু - ২৪.০৯.১৯৯৩
১৯৯৪---(৩টি) ১৪-১। আশিক(নবাগতা রোখসানা) - হাফিজ উদ্দিন - ২৯.০৪.১৯৯৪ ১৫-২। শাসন(অরুনা বিশ্বাস) - মোতালেব হোসেন - ০২.০৯.১৯৯৪ ১৬-৩। আসামী গ্রেফতার(শাহনাজ) - কামারুজ্জামান - ২৫.১১.১৯৯৪
১৯৯৫---(৫টি) ১৭-১। চাকরানী(লিমা) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৬.০১.১৯৯৫ ১৮-২। দয়াবান(অরুনা বিশ্বাস) - বাবর - ২৪.০৩.১৯৯৫ ১৯-৩। দোস্ত আমার দুশমন(নিশি) - আজিজ আহমেদ বাবুল - ২৩.০৬.১৯৯৫ ২০-৪। সাক্ষী প্রমাণ(সাবরিনা) - বেলাল আহমেদ - ২৭.১০.১৯৯৫ ২১-৫। প্রেমের অহংকার(শাবনুর) - ওয়াকিল আহমেদ - ২৪.১১.১৯৯৫
১৯৯৬---(৮টি) ২২-১। বিদ্রোহী প্রেমিক(শাবনুর) - আবিদ হাসান বাদল - ০৫.০১.১৯৯৬ ২৩-২। তপস্যা(শাবনাজ) - গাজী মাজহারুল আনোয়ার - ২৯.০৪.১৯৯৬ - ঈদুল আযহা ২৪-৩। স্ত্রী হত্যা(শাবনুর)- মোতালেব হোসেন - ২৯.০৪.১৯৯৬ - ঈদুল আযহা ২৫-৪। সৈনিক(শাবনুর) - এহতেশাম - ৩১.০৫.১৯৯৬ ২৬-৫। চিরঋণী(শাবনূর)- মোস্তাফিজুর রহমান বাবু - ২৮.০৬.১৯৯৬ ২৭-৬-৩৪। বাংলার মা(শাবনাজ) - মোস্তফা আনোয়ার - ০৫.০৭.১৯৯৬ ২৮-৭-৩৯। প্রেমের সমাধি(শাবনাজ) - ইফতেখার জাহান - ২৬.০৭.১৯৯৬ ২৯-৮-৫১। আত্মত্যাগ(শাহনাজ)- সৈয়দ হারুন - ১৩.০৯.১৯৯৬
১৯৯৭---(১০টি) ৩০-১-২। জজ সাহেব(মৌসুমি) - শামসুদ্দিন টগর - ০৯.০২.১৯৯৭ - ঈদুল ফিতর ৩১-২-১১। আত্মসাৎ(শাবনূর) - আবিদ হাসান বাদল - ২৮.০২.১৯৯৭ ৩২-৩-৩২। শেষ ঠিকানা(শাবনুর/কাঞ্চি) - শাহ আলম কিরণ - ২৩.০৫.১৯৯৭ ৩৩-৪-৩৯। দরদী সন্তান(কাঞ্চি) - শওকত জামিল - ২০.০৬.১৯৯৭ ৩৪-৫-৫০। বাবা কেন চাকর(কাজল)- রাজ্জাক - ০৮.০৮.১৯৯৭ ৩৫-৬-৫১। আশার প্রদীপ(শাবনাজ/শাহনাজ)- জীবন রহমান - ০৮.০৮.১৯৯৭ ৩৬-৭-৬২। আত্মপ্রকাশ(শাহনাজ) - সেলিম আজম - ১৯.০৯.১৯৯৭ ৩৭-৮-৬৩। বেঈমানী(কাজল) - সৈয়দ হারুন - ১৯.০৯.১৯৯৭ ৩৮-৯-৭০। রঙিন উজান ভাটি(শাবনূর) - শিল্পী চক্রবর্তী - ১৭.১০.১৯৯৭ ৩৯-১০-৮৮। তুমি শুধু তুমি(শাবনুর) - আবিদ হাসান বাদল - ০৫.১২.১৯৯৭
১৯৯৮---(৫টি) ৪০-১-৪। ভালবাসার ঘর(পপি) - মোতালেব হোসেন - ৩০.০১.১৯৯৮ - ঈদুল ফিতর ৪১-২-২৮। বিদ্রোহী সন্তান(শাহনাজ)- শাহ আলম কিরণ - ০৮.০৫.১৯৯৮ ৪২-৩-৩৪। গুপ্ত ঘাতক(পপি/কাজল) - আজিজ আহমেদ বাবুল - ০৫.০৬.১৯৯৮ ৪-৪৪। ৪৩-৫-৬০। অনেক দিনের আশা(পপি) - সেলিম আজম - ১৬.১০.১৯৯৮
১৯৯৯---(৭টি) ৪৪-১-২। জিদ্দি(পপি) - মনোয়ার খোকন - ১৯.০১.১৯৯৯ - ঈদুল ফিতর ৪৫-২-১৫। ভুলোনা আমায়(শাবনুর)- ওয়াকিল আহমেদ - ০৫.০৩.১৯৯৯ ৪৬-৩-১৬। মৃত্যু কত ভয়ঙ্কর(কাঞ্চি)- আজিজ আহমেদ বাবুল - ১২.০৩.১৯৯৯ ৪৭-৪-১৭। হারামখোর(শাহনাজ) - এম এ মালেক - ১২.০৩.১৯৯৯ ৪৮-৫-২৫। আলী কেন গোলাম(শাহনাজ) - জীবন রহমান - ১৬.০৪.১৯৯৯ ৪৯-৬-৪০। দুশমন দুনিয়া(শাহনাজ) - শফিকুল ইসলাম - ১১.০৬.১৯৯৯ ৫০-৭-৫৩। জবর দখল(ময়ূরী)- কাজী হায়াৎ - ৩০.০৭.১৯৯৯
২০০০----(৫টি) ৫১-১-১৭। রঙিন বিনি সুতার মালা(শাবনুর)- শিল্পী চক্রবর্তী - ১৮.০২.২০০০ ৫২-২-৪২। বাবা মাস্তান(শানু)- জিল্লুর রহমান - ১২.০৫.২০০০ ৫৩-৩-৪৯। প্রেমের নাম বেদনা(শিল্পী/পূর্নিমা) - রাজ্জাক - ১৬.০৬.২০০০ ৫৪-৪-৫৮। পাল্টা হামলা(ঋতুপর্ণা)- এফ আই মানিক - ১১.০৮.২০০০ ৫৫-৫-৭৩। জোর যার মুল্লুক তার(অমিত হাসান-শাহনাজ)- বাদল খন্দকার - ১৩.১০.২০০০
২০০১----(৬টি) ৫৬-১-১৫। টপ টেরর(শাহনুর)- আবিদ হাসান বাদল - ০৭.০৩.২০০১ - ঈদুল আযহা ৫৭-২-২৭। মুখোমুখি(মৌসুমি) - আজিজ আহমেদ বাবুল - ২৫.০৫.২০০১ ৫৮-৩-৩২। জন্মশত্রু(একা) - আবিদ হাসান বাদল - ১৫.০৬.২০০১ ৫৯-৪-৪৫। নাটের গুরু(শাহনুর) - সৈয়দ মুখলেসুর - ১০.০৮.২০০১ ৬০-৫-৪৮। রংবাজ বাদশা(ময়ূরী) - মনতাজুর রহমান আকবর - ২৪.০৮.২০০১ ৬১-৬-৫৭। ঈমানদার মাস্তান(লাজুক) - জিল্লুর রহমান - ২১.০৯.২০০১
২০০২---(৬টি) ৬২-১-২২। দাদাগিরি(ময়ূরী)- শরীফ উদ্দিন খান - ২২.০৩.২০০২ ৬৩-২-২৩। মেঘলা আকাশ(মৌসুমি/নিলম সিং)- নার্গিস আক্তার - ২২.০৩.২০০২ ৬৪-৩-২৪। শেষ যুদ্ধ(মহিমা/শাহনুর) - ছটকু আহমেদ - ২৯.০৩.২০০২ ৬৫-৪-৪২। আলীবাবা(নিশি) - আবিদ হাসান বাদল - ২৪.০৫.২০০২ ৬৬-৫-৬৫। মহাতান্ডব(শাহনুর) - ছটকু আহমদ - ২৭.০৯.২০০২ ৬৭-৬-৭৯। কুলির সর্দার(পলি) - এম এ রহিম - ০৬.১২.২০০২ - ঈদুল ফিতর
২০০৩---(১৪টি) ৬৮-১-৭। সত্যের বিজয়(রচনা ব্যানার্জি)- সোহানুর রহমান সোহান - ১২.০২.২০০৩ - ঈদুল আযহা ৬৯-২-১৭। জামাই শ্বশুর(পূর্নিমা/শিমু) - শাহাদাত খান - ১৪.০৩.২০০৩ ৭০-৩-২৬। জ্বলন্ত বিস্ফোরণ(পপি) - এ জে রানা - ০২.০৫.২০০৩ ৭১-৪-২৮। আজকের তাজা খবর(পলি)- এম এ রহিম - ১৬.০৫.২০০৩ ৭২-৫-৩৫। মানিক বাদশা(পলি) - এম এ আওয়াল - ১৩.০৬.২০০৩ ৭৩-৬-৩৭। বৌয়ের সম্মান(মৌসুমী) - মনতাজুর রহমান আকবর - ২৭.০৬.২০০৩ ৭৪-৭-৪৪। কঠিন সীমার(ময়ূরী)- মনতাজুর রহমান আকবর - ১৮.০৭.২০০৩ ৭৫-৮-৪৮। রংবাজ ও পুলিশ(শানু)- শওকত জামিল - ০১.০৮.২০০৩ ৭৬-৯-৫৬। মাসুদ রানা এখন ঢাকায়(মুনমুন/ঝুমকা) - সুজাউর রহমান সুজা - ০৫.০৯.২০০৩ ৭৭-১০- ৭২। গ্যাংষ্টার(নদী) - রাজু চৌধুরী - ২৬.১১.২০০৩ - ঈদুল ফিতর ৭৮-১১-৭৩। অস্ত্রধারী(পলি)- এম এ রহিম - ২৬.১১.২০০৩ - ঈদুল ফিতর ৭৯-১২-৭৪.ডেয়ারিং(পলি/ময়ূরী)- রাজু চৌধুরী - ২৬.১১.২০০৩ - ঈদুল ফিতর ৮০-১৩-৭৮। নুরা পাগলা(নদী)- এনায়েত করিম - ২৬.১২.২০০৩ ৮১-১৪-৭৯। শত্রুর মোকাবেলা(শানু)- শরীফ উদ্দিন খান দিপু - ২৬.১২.২০০৩
২০০৪---(১৯টি) ৮২-১-৮। যৌথ বাহিনী(শানু)- শাহিন সুমন - ০২.০২.২০০৪ - ঈদুল আযহা ৮৩-২-১০। বাপ বেটার লড়াই(নদী) - এফ আই মানিক - ০২.০২.২০০৪ - ঈদুল আযহা ৮৪-৩-১৫। ওরা গাদ্দার(শাহনুর/সুচনা)- সাজেদুর রহমান সাজু - ২৭.০২.২০০৪ ৮৫-৪-১৭। কঠিন পুরুষ(পলি) - শাহাদাৎ হোসেন লিটন - ০৫.০৩.২০০৪ ৮৬-৫-১৮। ভাড়াটে খুনী(পলি) - শাহাদাৎ হোসেন লিটন - ১৯.০৩.২০০৪ ৮৭-৬-২৩। ভাইয়ের শত্রু ভাই(ময়ূরী) - মনতাজুর রহমান আকবর - ০২.০৪.২০০৪ ৮৮-৭-২৮। দুর্নীতি দমন(/পলি/শানু)- কালাম কায়সার - ২৩.০৪.২০০৪ ৮৯-৮-২৯। সেয়ানে সেয়ানে টক্কর(মুনমুন) - এম এ রহিম - ৩০.০৪.২০০৪ ৯০-৯-৩৯। কঠিন সিদ্ধান্ত(শানু)- গাজী জাহাঙ্গীর - ১৮.০৬.২০০৪ ৯১-১০-৪৩। আগুন জ্বলবেই(রিংকু ঘোষ) - শাহ আলম কিরন - ০২.০৭.২০০৪ ৯২-১১-৫২। কালো হাত(নার্গিস)- নূর হোসেন বলাই - ০৬.০৮.২০০৪ ৯৩-১২-৫৫। সাবধান সন্ত্রাসী(পলি) - এম এ রহিম - ২০.০৮.২০০৪ ৯৪-১৩-৫৭। টপ ক্রাইম(নদী) - মনোয়ার খোকন - ২৭.০৮.২০০৪ ৯৫-১৪-৫৮। এলাকার ত্রাস(পলি)- সামসুল আলম - ২৭.০৮.২০০৪ ৯৬-১৫-৬০। আজকের আক্রমণ(পলি)- এম এ রহিম - ১০.০৯.২০০৪ ৯৭-১৬-৬১। টাফ অপারেশন(পলি) - শাহেদ চৌধুরী - ১০.০৯.২০০৪ ৯৮-১৭-৬৫। ঢাকার রানী(ময়ূরী/পলি/রত্না/শানু) - সুজাউর রহমান সুজা - ০১.১০.২০০৪ ৯৯-১৮-৬৭। সৈরাচার(শাহনুর/পলি) - শেখ ডেভিড - ০১.১০.২০০৪ ১০০-১৯-৭২। তোমার জন্য পাগল(শাবনূর)- শিল্পী চক্রবর্তী - ১৫.১১.২০০৪ - ঈদুল ফিতর
২০০৫----(২৪টি) ১০১-১। ব্যারিকেড(পলি) - আর এন খান - ০৭.০১.২০০৫ ১০২-২।জঙ্গল(পলি)- এম এ রহিম - ২২.০১.২০০৫ - ঈদুল আযহা ১০৩-৩। রিভেঞ্জ(ময়ূরী/পাউলি দম)- রাজু চৌধুরী - ২২.০১.২০০৫ - ঈদুল আযহা ১০৪-৪। মাঝির ছেলে ব্যারিস্টার(নদী) - এনায়েত করিম - ২২.০১.২০০৫ - ঈদুল আযহা ১০৫-৫। দোজখ(মযূরী)- দেওয়ান নজরুল - ২২.০১.২০০৫ - ঈদুল আযহা ১০৬-৬। কাউণ্টার এটাক(পলি) - সামসুল আলম - ০৪.০৩.২০০৫ ১০৭-৭। বুলেট গ্রুফ(ময়ূরী)- স্বপন চোধুরী - ২৫.০৩.২০০৫ ১০৮-৮। নাচ রূপসী নাচ(ময়ূরী) - দেলোয়ার জাহান ঝন্টু - ০১.০৪.২০০৫ ১০৯-৯। জাল(ময়ূরী/পলি) - এম এ রহিম - ১৫.০৪.২০০৫ ১১০-১০। রাস্তা(নদী) - এম এ রহিম - ২৯.০৪.২০০৫ ১১১-১১। সদরঘাটের কুলি(শাবরং) - রকিবুল আলম রকিব - ০৬.০৫.২০০৫ ১১২-১২। এলাকার বাদশা(পলি-ময়ূরী) - এস এম বাবুল - ২০.০৫.২০০৫ ১১৩-১৩। অর্ডার(পলি) - রাজু চৌধুরী - ১০.০৬.২০০৫ ১১৪-১৪। নিখোঁজ সংবাদ(মনিকা)- শাহিন সুমন - ০১.০৭.২০০৫ ১১৫-১৫। নরক(পপি) - এস আলম সাকি - ২২.০৭.২০০৫ ১১৬-১৬। সন্ত্রাসী গ্রেফতার(পলি)- রাজু চৌধুরী - ১৯.০৮.২০০৫ ১১৭-১৭। মডেল গার্ল(শানু/সপ্না)- এম এ রহিম - ২৬.০৮.২০০৫ ১১৮-১৮। ড্যাম কেয়ার(পলি)- সামসুল ইসলাম - ১৬.০৯.২০০৫ ১১৯-১৯। নয়া মাস্তান(নদী) - অপূর্ব রানা - ১৬.০৯.২০০৫ ১২০-২০। ছোট্ট একটি ভালবাসা(সিমলা)- জি এ সরকার - ০৪.১১.২০০৫ - ঈদুল ফিতর ১২১-২১। লালু কসাই(পলি) - শাহাদাত হোসেন লিটন - ০৪.১১.২০০৫ - ঈদুল ফিতর ১২২-২২। ঠ্যাকবাজ(শানু/পলি) - শাহিন সুমন - ০২.১২.২০০৫ ১২৩-২৩। বিষাক্ত ছোবল(নেহা) - ইফতেখার জাহান - ০২.১২.২০০৫ ১২৪-২৪। লাগাও বাজী(পলি) - স্বপন চৌধুরী - ২৩.১২.২০০৫
পুরস্কার সম্পাদনা
- বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য বাচসাস পুরস্কার - ভালোবাসার রঙ (২০১২)[৭]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "সভাপতি শাকিব খান সাধারণ সম্পাদক অমিত হাসান"। দৈনিক জনকণ্ঠ। ৩১ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ রহমান, পাভেল (এপ্রিল ১৭, ২০১৭)। "শাকিব প্রসঙ্গে বললেন অমিত হাসান"। দ্য রিপোর্ট। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "শিল্পী সমিতির নির্বাচনে আবারো প্রার্থী অমিত হাসান"। দৈনিক ইনকিলাব। ১০ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ ক খ "শুভ জন্মদিন অমিত হাসান"। প্রিয়.কম। ৯ সেপ্টেম্বর ২০১৩। ১০ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "প্রযোজনায় অমিত হাসান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। জানুয়ারি ২৮, ২০০৮। ১৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার - ২০১১"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৩ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ ক খ গ সিদ্দিকা, মিথি (২৮ ডিসেম্বর ২০১৪)। "বাচসাস চলচ্চিত্র পুরস্কার ২০১৪"। সময়.২৪। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'জানেমান'এ নতুনত্ব নিয়ে আসছি: অমিত হাসান"। দৈনিক ইত্তেফাক। ২৫ জানুয়ারি ২০১৭। ২৯ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "ঈদের যে তিন ছবিতে অমিত হাসান"। বলিউডলাইফ২৪। ১৪ জুন ২০১৭। ১৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "একই ফ্রেমে অমিত-জিৎ"। দৈনিক জনকণ্ঠ। ২১ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ ক খ "আসছে 'ডনগিরি'"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- ↑ "ঈদে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে 'বিদ্রোহী'"। ajkerdarpon.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৭।
বহিঃসংযোগ সম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অমিত হাসান (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে অমিত হাসান