রক্ত (চলচ্চিত্র)
রক্ত “জাজ মাল্টিমিডিয়া” প্রযোজিত ওয়াজেদ আলী সুমন পরিচালিত পরীমনি অভিনীত চলচ্চিত্র যা ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর মুক্তি পায়।[১] এই চলচ্চিত্রে অভিনয় করেন নবাগত জিয়াউল রোশান, পরীমনি, অমিত হাসান সহ আরোও অনেকে। রক্ত চলচ্চিত্রটি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ২৪ তম চলচ্চিত্র।[২]
রক্ত | |
---|---|
![]() রক্ত চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | ওয়াজেদ আলী সুমন |
প্রযোজক | আব্দুল আজিজ |
চিত্রনাট্যকার | সাইফুল ইসলাম শাহিন |
শ্রেষ্ঠাংশে | জিয়াউল রোশান পরীমনি অমিত হাসান |
সুরকার | স্যাভি গুপ্ত |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | জাজ মাল্টিমিডিয়া এসকে মুভিজ |
মুক্তি | ১৩ সেপ্টেম্বর, ২০১৬ |
দেশ | ![]() ![]() |
ভাষা | বাংলা |
কাহিনীসম্পাদনা
অভিনয়েসম্পাদনা
- জিয়াউল রোশান
- পরীমনি
- অমিত হাসান
- আশীষ বিদ্যার্থী
- বিপ্লব চ্যাটার্জি
- রাজা দত্ত
- মেঘনা হালদার
- চিকন আলী[৪]
মুক্তিসম্পাদনা
সিনেমাটি ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের ১২ তারিখে বাংলাদেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অপরদিকে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৬ সালের ডিসেম্বর মাসের ১২ তারিখে।
সংগীতসম্পাদনা
নং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "পরি" | কনিকা কাপুর,আকাশ | ৩:১৩ |
২. | "ধিম তানা" | আকৃতি কক্কর | ৩ঃ৩৯ |
৩. | "হার্ট বিট" | নাকাশ আজিজ,নন্দিনী | ২ঃ৫৯ |
৪. | "জানতে যদি চাও" | মোঃ ইফরান | ৩ঃ৫৪ |
নির্মাণসম্পাদনা
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজক আব্দুল আজিজ প্রথমে জানান, মালেক আফসারী লেডি অ্যাকশন সিনেমা করলে পরীকে নিয়েই করতে চলচ্চিত্র নির্মাণ করবেন।[৫] অন্যদিকে পরিচালক মালেক আফসারী জানান, তার অনেকদিনের আশা ছিল তার পরিচালিত ছবি দুই বাংলার দর্শক দেখবে, জাজ মাল্টিমিডিয়া তার সেই আশা পূরণ করেছেন। রক্ত ছবির কাজ শুরুর আগে থেকেই মালেক আফসারী ছবির পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন এবং সে অনুযায়ী তিনি টিম নিয়ে ভারতে ছবির শ্যুটিংও শুরু করেন। কিন্তু শ্যুটিং শুরুর অল্প কিছুদিন আগে শ্যুটিং শিডিউল নিয়ে প্রযোজকের সাথে মতের অমিল এর কারণে পরিচালনা থেকে সরে দাড়ান মালেক আফসারী। তার পরিবর্তে ওয়াজেদ আলী সুমন ছবিটির নির্মাণ কাজের দায়িত্ব গ্রহণ করেন।[৬][৭]
ট্রিভিয়াসম্পাদনা
- সিনেমাটির মাধ্যমে জিয়াউল রোশান - এর চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হয়।
- জাজ মাল্টিমিডিয়া - এর ব্যানারে এটি পরীমনির প্রথম সিনেমা।
- জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ এর যৌথপ্রযোজনায় নির্মিত সিনেমাগুলোর মাঝে এটা দ্বিতীয় চলচ্চিত্র যার নায়ক-নায়িকা উভয়েই বাংলাদেশি।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "'রক্ত' গরম পরীমনির!"। ১১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "জাজের নতুন চলচ্চিত্র 'রক্ত'"। ১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "Three Eid films to hit cinemas on Tuesday"। New Age। Dhaka। ১১ সেপ্টেম্বর ২০১৬। ১৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "ঈদের তিন ছবিতেই আছেন চিকন আলী"। NTV Online। ২০১৬-০৯-১৩। ২০২০-০৮-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৩।
- ↑ "ঈদেই মুক্তি পাচ্ছে জাজের চলচ্চিত্র 'রক্ত'"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চলচ্চিত্র রক্ত"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নায়িকা পরীমণির ঝলক"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগসম্পাদনা
- বাংলা মুভি ডেটাবেজে রক্ত ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ নভেম্বর ২০১৯ তারিখে
- অফিশিয়াল ফেসবুক পাতা