রক্ত (চলচ্চিত্র)
রক্ত ২০১৬ সালে একটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত অ্যাকশন চলচ্চিত্র। এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন আব্দুল আজিজ।[২] পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও নবাগত জিয়াউল রোশান। যা ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ২৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
রক্ত | |
---|---|
পরিচালক | ওয়াজেদ আলী সুমন |
প্রযোজক |
|
রচয়িতা | ফারুক হোসেন (সংলাপ) |
চিত্রনাট্যকার | পেলে ভট্টাচার্য আবদুল্লাহ জহির বাবু |
কাহিনিকার | ফারুক হোসেন |
শ্রেষ্ঠাংশে | জিয়াউল রোশান পরীমনি অমিত হাসান |
সুরকার | স্যাভি গুপ্ত |
চিত্রগ্রাহক | সাইফুল শাহীন |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | জাজ মাল্টিমিডিয়া এসকে মুভিজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৫ মিনিট |
দেশ | বাংলাদেশ ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৳ ১.৫-২ কোটি[১] |
চলচ্চিত্রটি দেড় থেকে দুই কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত হয়েছে।[১] এই চলচ্চিত্রের মাধ্যমে জিয়াউল রোশান চিত্রজগতে অভিষেক করেন।[৩] যা জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ২৪ তম চলচ্চিত্র।[৪] এই চলচ্চিত্রটি ২০১৩ সালের ভারতীয় তেলুগু চলচ্চিত্র চান্দি এর পুনর্নির্মাণ।[৫][৬]
কাহিনী
সম্পাদনাপ্রতিপক্ষ কলকাতায় অনুষ্ঠিত সার্ক সম্মেলনে একটি বোমা বিস্ফোরণের পরিকল্পনা করে, যা সাতটি দেশের উদ্যোগে আয়োজিত হয়। তার লক্ষ্য ছিল এই দেশগুলোর রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে, নিজের ও তার দলের অবৈধ অস্ত্র ও বিস্ফোরক বাণিজ্যকে সহজতর করা। তবে, এজেন্ট সানিয়া তার পরিকল্পনা ব্যর্থ করে দেন এবং সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।
অভিনয়শিল্পী
সম্পাদনা- রওশন চৌধুরীর চরিত্রে জিয়াউল রোশান
- এজেন্ট সানিয়া সরকারের চরিত্রে পরীমনি
- বস্কো চরিত্রে অমিত হাসান
- আশীষ বিদ্যার্থী, রিসার্চ অ্যান্ড অ্যানলাইসিস উইং এর প্রধান
- স্বরাষ্ট্রমন্ত্রী রতন সিনহার ভূমিকায় বিপ্লব চট্টোপাধ্যায়
- রাজা দত্ত
- মেঘনা হালদার
- প্রসুন গুইন
- সুব্রত
- চিকন আলী [৭]
নির্মাণ
সম্পাদনাজাজ মাল্টিমিডিয়ার প্রযোজক আব্দুল আজিজ প্রথমে জানান, মালেক আফসারী লেডি অ্যাকশন সিনেমা করলে পরীকে নিয়েই করতে চলচ্চিত্র নির্মাণ করবেন।[৮] অন্যদিকে পরিচালক মালেক আফসারী জানান, তার অনেকদিনের আশা ছিল তার পরিচালিত ছবি দুই বাংলার দর্শক দেখবে, জাজ মাল্টিমিডিয়া তার সেই আশা পূরণ করেছেন। রক্ত ছবির কাজ শুরুর আগে থেকেই মালেক আফসারী ছবির পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন এবং সে অনুযায়ী তিনি টিম নিয়ে ভারতে ছবির শ্যুটিংও শুরু করেন। কিন্তু শ্যুটিং শুরুর অল্প কিছুদিন আগে শ্যুটিং শিডিউল নিয়ে প্রযোজকের সাথে মতের অমিল এর কারণে পরিচালনা থেকে সরে দাড়ান মালেক আফসারী। তার পরিবর্তে ওয়াজেদ আলী সুমন ছবিটির নির্মাণ কাজের দায়িত্ব গ্রহণ করেন।[৯][১০]
ছবিটির বেশিরভাগ দৃশ্য কলকাতা, হাওড়া, শিলিগুড়ি এবং দার্জিলিঙে ধারণ করা হয়েছে।[১১]
সংগীত
সম্পাদনানং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "পরি" | কনিকা কাপুর, আকাশ | ৩:১৩ |
২. | "ধিম তানা" | আকৃতি কক্কর | ৩ঃ৩৯ |
৩. | "হার্ট বিট" | নাকাশ আজিজ, নন্দিনী | ২ঃ৫৯ |
৪. | "জানতে যদি চাও" | মোঃ ইফরান | ৩ঃ৫৪ |
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর বাংলাদেশ এবং একই বছরের ১২ ডিসেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
ট্রিভিয়া
সম্পাদনা- চলচ্চিত্রটির মাধ্যমে জিয়াউল রোশান - এর চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হয়।
- জাজ মাল্টিমিডিয়া - এর ব্যানারে এটি পরীমনির প্রথম সিনেমা।
- জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ এর যৌথপ্রযোজনায় নির্মিত সিনেমাগুলোর মাঝে এটা দ্বিতীয় চলচ্চিত্র যার নায়ক-নায়িকা উভয়েই বাংলাদেশি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ প্রতিবেদক, নিজস্ব (২০১৬-১২-২৯)। "২০১৬: চলচ্চিত্রে কম ছবিই ব্যবসাসফল"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-১১-০৭।
- ↑ "'রক্ত' গরম পরীমনির!"। ১১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "এক এসএমএসে নায়ক হয়েছি"। সময় টিভি। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২৪।
- ↑ "জাজের নতুন চলচ্চিত্র 'রক্ত'"। ১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "Three Eid films to hit cinemas on Tuesday"। New Age। Dhaka। ১১ সেপ্টেম্বর ২০১৬। ১৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "Three Eid films to hit cinemas on Tuesday"। New Age। Dhaka। ১১ সেপ্টেম্বর ২০১৬। ১৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "ঈদের তিন ছবিতেই আছেন চিকন আলী"। এনটিভি। ২০১৬-০৯-১৩। ২০২০-০৮-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৩।
- ↑ "ঈদেই মুক্তি পাচ্ছে জাজের চলচ্চিত্র 'রক্ত'"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চলচ্চিত্র রক্ত"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নায়িকা পরীমণির ঝলক"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইদেই মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত 'রক্ত'"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রক্ত (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে রক্ত