চিকন আলী
শামিনুর রহমান (শামীম খান) (মঞ্চ নাম চিকন আলী হিসাবে সবচেয়ে বেশি পরিচিত), হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। চিকন আলী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেন।[১] চিকন আলী নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় জন্মগ্রহণ করেন। চিকন আলীর দাম্পত্য সঙ্গী মডেল খুশি বিশ্বাস। চলচ্চিত্রে তিনি সাধারণত কৌতুক চরিত্রে অভিনয় করে থাকেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এনায়েত করিম প্রযোজিত এম বি মানিকের রঙিন চশমা চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে।[২][৩][৪]
চিকন আলী | |
---|---|
জন্ম | শামীম খান |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | শামিনুর রহমান |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
প্রতিষ্ঠান |
|
পরিচিতির কারণ | চলচ্চিত্র অভিনেতা |
উল্লেখযোগ্য কর্ম | |
শৈলী | কৌতুক |
দাম্পত্য সঙ্গী | খুশি বিশ্বাস |
সন্তান | আরিয়ান খান ইউশা ও আহবান খান মূসা |
পিতা-মাতা |
|
কর্মজীবন
সম্পাদনাচিকন ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এনায়েত করিম পরিচালিত রঙিন চশমা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে শিল্পে তার অভিষেক ঘটান।[৫] এরপর ২০০৮ সালে সুযোগ পান জাকির হোসেন রাজু পরিচালিত মনে প্রাণে আছো তুমি চলচ্চিত্রে, যেখানে শাকিব খানের বন্ধুর চরিত্রে অভিনয় করেন তিনি। এই চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা ও প্রশংসিত হন তিনি। এরপর একে একে অভিনয় করেছেন তোর কারণে বেঁচে আছি, ভালবাসলেই ঘর বাঁধা যায় না, এক টাকার দেনমোহর, লাভ ম্যারেজ, হিটম্যানসহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে।[৬][৭][৮][৯]
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ
সম্পাদনাচিকন আলী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী হলফনামায় গরমিল থাকায় এবং অনুসন্ধানে ভোটার তালিকায় ত্রুটি পাওয়ায় চিকন আলীর মনোনয়ন বাতিল করেন রিটানিং কর্মকর্তা।[১০][১১] মনোনয়ন বাতিল হওয়ায় চিকন আলী আপিল করতেও চান।[১২] পরে আপিল করেন[১৩] এবং হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পান, কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন[১৪] এবং নির্বাচনে পরাজিত হন।[১৫]
নির্বাচিত চলচ্চিত্র
সম্পাদনা- শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার (২০০৬)
- নষ্ট ছাত্র (২০০৬)
- সর্দার (২০০৬)
- সিটি রংবাজ (২০০৬)
- বাদশা ভাই এল এল বি (২০০৭)
- চারিদিকে অন্ধকার (২০০৭)
- জ্বলন্ত নারী (২০০৭)
- দুই মাস্তান (২০০৭)
- কাবিননামা (২০০৭)
- রক্ত পিপাসা (২০০৭)
- নিষিদ্ধ প্রেম (২০০৭)
- চম্পা রানীর আখড়া (২০০৭)
- মনে প্রাণে আছো তুমি (২০০৮)
- যদি বউ সাজো গো (২০০৮)
- বাবার জন্য যুদ্ধ (২০০৮)
- বলবো কথা বাসর ঘরে (২০০৯)
- আমার প্রাণের প্রিয়া (২০০৯)
- পিরিতির আগুন জ্লে দ্বিগুন (২০০৯)
- ভালবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০)
- বস্তির ছেলে কোটিপতি (২০১০)
- বাপ বড় না শ্বশুর বড় (২০১০)
- অস্ত্র ছাড়ো কলম ধর (২০১১)
- মনের ঘরে বসত করে (২০১১)
- জ্বী হুজুর (২০১২)
- পাগলা হাওয়া (২০১২)
- বাজারের কুলি (২০১২)
- বাংলার পাগলু (২০১৩)
- ইঞ্চি ইঞ্চি প্রেম (২০১৩) - বাচ্চু
- ভালোবাসা এক্সপ্রেস (২০১৪)
- তোমার কাছে ঋণী (২০১৪)
- ক্ষোভ (২০১৪)
- হিটম্যান (২০১৪)
- তুই শুধু আমার (২০১৪)
- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ (২০১৫) - রাসেল
- ওয়ার্নিং (২০১৫)
- ব্ল্যাক মানি (২০১৫)
- বসগিরি (২০১৬) - ভরাট বাবু
- শুটার (২০১৬) - বার্গার আলী
- অন্তর জ্বালা (২০১৭)
- তুই আমার (২০১৭)
- অহংকার (২০১৭)
- আপন মানুষ (২০১৭)
- ধ্যাততেরিকি (২০১৭)
- প্রেমী ও প্রেমী (২০১৭)
- জান্নাত (২০১৮)
- মনে রেখো (২০১৮) - হৃতিক
- পাষাণ (২০১৮)
- পোড়ামন ২ (২০১৮) - কাঠি
- বেপরোয়া (২০১৯)
- মেডামের বডি গার্ড (২০১৯)
- শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ (২০২২)
- বেয়াইনসাব (২০২২)
- বুবুজান (২০২৩)
- কিল হিম (২০২৩)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নওগাঁয় সাবেক মন্ত্রীসহ জামানত হারালেন ১৯ প্রার্থী"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৫।
- ↑ "একটি মেয়েকে পাওয়ার জন্য অভিনয়ে আসি : চিকন আলী"। একুশে টিভি। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নায়ক হতে চাই : চিকন আলী | কালের কণ্ঠ"। কালের কন্ঠ। ১৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০।
- ↑ "নির্বাচিত হয়ে শিল্পীদের ওয়েব ডাটাবেজ খুলবেন চিকন আলী"। সময় নিউজ। ১৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০।
- ↑ "চিকন আলীর দিনকাল | কালের কণ্ঠ"। কালের কন্ঠ। ১৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০।
- ↑ "সিনেমায় কাজ কম, ব্যবসা শুরু করলেন এই কমেডিয়ান"। চ্যানেল আই অনলাইন। ২৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'সিনেমা নেই, বেকার হয়ে গেলাম'"। চ্যানেল আই অনলাইন। ২৪ সেপ্টেম্বর ২০১৮। ৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০।
- ↑ "কমেডিয়ান চিকন আলীর হাতে ইউটিউবের স্বীকৃতি"। চ্যানেল আই অনলাইন। ১৪ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঈদের তিন ছবিতেই আছেন চিকন আলী"। এনটিভি অনলাইন। ১৩ সেপ্টেম্বর ২০১৬। ৯ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০।
- ↑ "অভিনেতা চিকন আলীর মনোনয়ন বাতিল"। চ্যানেল টুয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৭।
- ↑ "অভিনেতা চিকন আলীর মনোনয়ন বাতিল"। চ্যানেল টুয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৭।
- ↑ "মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন কৌতুক অভিনেতা চিকন আলী"। আরটিভি। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৭।
- ↑ "মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল কৌতুক অভিনেতা চিকন আলীর"। জাগো নিউজ। ৮ ডিসেম্বর ২০২৩।
- ↑ "প্রার্থিতা ফিরে পেলেন কৌতুক অভিনেতা চিকন আলী, ব্যস্ত প্রচারণায়"। আরটিভি। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২২।
- ↑ "নির্বাচনে জামানত হারিয়ে শুটিংয়ে ফিরলেন কৌতুক অভিনেতা চিকন আলী"। আরটিভি। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে চিকন আলী (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে চিকন আলী