বসগিরি
বসগিরি শামীম আহমেদ রনি পরিচালিত ও টপি খানের খান ফিল্মসের ব্যানারে প্রযোজিত একটি বাংলাদেশী রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র। এই চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি।[১] চলচ্চিত্রটি ঈদ-উল-আযহা উপলক্ষে ১২ সেপ্টেম্বর ২০১৬ সালে মুক্তি পায়।[২][৩] এটি শবনম বুবলির প্রথম চলচ্চিত্র।
বসগিরি | |
---|---|
পরিচালক | শামীম আহমেদ রনি |
প্রযোজক | টপি খান |
রচয়িতা | আব্দুল্লাহ জাহির বাবু দেলোয়ার হোসেন দিল |
চিত্রনাট্যকার | শামীম আহমেদ রনি |
কাহিনিকার | আব্দুল্লাহ জাহির বাবু দেলোয়ার হোসেন দিল |
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | আসিফ রানা |
সুরকার | |
চিত্রগ্রাহক | টুবান |
সম্পাদক | অনিক শিকদার |
প্রযোজনা কোম্পানি | খান ফিল্মস |
পরিবেশক |
|
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাবসগিরি চলচ্চিত্রের গল্প ফুটে উঠেছে একজন মানুষের গল্প অনুসরণ করে, যিনি বেশ জীবনযাপন করার চেষ্টা করেন, পরে শহরটির একটি ডন হয়ে উঠেন।[৪]
অভিনয়
সম্পাদনা- শাকিব খান - বস/আরিয়ান খান লাকী
- শবনম বুবলি - বুবলি
- রজতাভ দত্ত - ডাবল ডিকে
- মোঃ ইসমাইল আহমেদ
- অমিত হাসান - ডি কে দ্য ডেঞ্জারাস কিলার
- ইমরান নাজিম
- মাজনুন মিজান - সিস্টেম
- চিকন আলী - পাইক
- মিজু আহমেদ
- আবেদ সরকার
- সাদেক বাচ্চু
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ১২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ঈদ আল-আযহার ছুটির মুক্তি দেওয়া হয়। [২][৩] ২০১২ সালের নভেম্বরে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা করা হয়েছিল যে, পশ্চিমবঙ্গের এসভিএফ এর সাথে চলচ্চিত্র বিনিময় চুক্তির আওতায়, বসগিরি চলচ্চিত্রটি ভারতে মুক্তি দেওয়া হবে[৫]
সমালোচকদের প্রতিক্রিয়া
সম্পাদনাদ্য ডেইলি স্টার এর জাহিদ আকবর একটি পর্যালোচনাতে, বসগিরি চলচ্চিত্রকে প্রদান করেন ও উল্লেখ করেন যে, এটির অভিনেতারা এবং সঙ্গীত ছিল শক্তিশালী, কিন্তু চলচ্চিত্রটির গল্প ছিল দুর্বল। [৪] পর্যালোচনার ক্ষেত্রে মৌলিকতা ও দুর্বল পরিচালনার সমালোচনা করা হয়। এছাড়াও পোশাক, চুলের শৈলী এবং নৃত্য পরিচালনার সমালোচনা করা হয়, তবে নবীন অভিনেত্রী শবনম বুবলির অভিনয় এবং প্রধান চরিত্রে অভিনেতা শাকিব খান প্রশংসা করা হয়, বিশেষ করে তার ঢাকাইয়া আঞ্চলিক ভাষা উচ্চারণের প্রশংসা করেছেন। এছাড়াও চলচ্চিত্র সঙ্গীতেরও প্রশংসা করা হয়।[৪]
সঙ্গীত
সম্পাদনাবসগিরি (অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক) | |
---|---|
বিভিন্ন শিল্পী কর্তৃক সাউন্ডট্র্যাক | |
মুক্তির তারিখ | সেপ্টেম্বর ২০১৬ |
ঘরানা | চলচ্চিত্র সঙ্গীত |
ভাষা | বাংলা |
সঙ্গীত প্রকাশনী | ললিপপ |
বসগিরি অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক থেকে একক গান | |
|
বসগিরি চলচ্চিত্রের সঙ্গীতে বিভিন্ন শিল্পী কাজ করেছেন। চলচ্চিত্রের সঙ্গীতগুলো লিখেছেন আকাশ, শওকত আলী ইমন, ইমরান মাহমুদুল এবং ডাব্বু পাশাপাশি এতে আরোও কন্ঠ দিয়েছে কনা, ন্যান্সি, এস আই টুটুল এবং শত্রুজিত দাশগুপ্ত।
গানের তালিকা | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "মন তোকে ছাড়া" | রবিউল ইসলাম জীবন | আকাশ | আকাশ | ৩:৩৫ |
২. | "দিল দিল দিল" | কবির বকুল | শওকত আলী ইমন | ইমরান & কনা | ৪:৪৩ |
৩. | "কোনো মানে নেই তো" | রবিউল ইসলাম জীবন | ইমরান মাহমুদুল | ইমরান & ন্যান্সি | ৪:১৮ |
৪. | "বুবলি বুবলি বুবলি" | কবির বকুল | শওকত আলী ইমন | এস আই টুটুল | ৪:৩৭ |
৫. | "বসগিরি (শিরোনাম সঙ্গীত)" | শত্রুজিৎ দাসগুপ্ত | ডাব্বু | শত্রুজিৎ দাসগুপ্ত | ৩:২২ |
মোট দৈর্ঘ্য: | ২০:৩৫ মিনিট |
পুরস্কার
সম্পাদনাপুরস্কার | প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|---|
মেরিল-প্রথম আলো পুরস্কার | ২১ এপ্রিল ২০১৭[৬] | সেরা নবীন অভিনয়শিল্পী | শবনম বুবলি | বিজয়ী |
শ্রেষ্ঠ গায়ক | ইমরান মাহমুদুল/দিল দিল দিল | |||
শ্রেষ্ঠ গায়িকা | দিলশাদ নাহার কনা/দিল দিল দিল | |||
চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার | ২৭ ফেব্রুয়ারি ২০২১[৭] | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা | শাকিব খান | বিজয়ী |
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী | শবনম বুবলি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Shakib gears up for Boss Giri"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৬।
- ↑ ক খ শাকিবের নায়িকা বুবলি। Kaler Kantho। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬।
- ↑ ক খ শাকিবের নায়িকা চূড়ান্ত। প্রথম আলো। ১৭ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬।
- ↑ ক খ গ "Movie Review: Bossgiri"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৯-২৪। সংগ্রহের তারিখ ২০১৭-১১-০৫।
- ↑ "আসছে মিম-ফেরদৌস-রোশান, যাচ্ছে শাকিব-শুভ–ফারিয়ার ছবি"। প্রথম আলো। ৪ নভেম্বর ২০১৭। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১১-০৫।
- ↑ "Meril-Prothom Alo awards the best in TV and film"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-২৪। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৬।
- ↑ "শ্রেষ্ঠ নায়কের পুরস্কার নিতে আসেননি শাকিব, শ্রেষ্ঠ নায়িকা বুবলী"। দৈনিক ইত্তেফাক। ২৭ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে বসগিরি (ইংরেজি)