আকৃতি কক্কর
ভারতীয় গায়িকা
আকৃতি কক্কর একজন ভারতীয় সঙ্গীতশিল্পী।[১]
আকৃতি কক্কর | |
---|---|
জন্ম | |
পেশা | গায়িকা, সুরকার |
কর্মজীবন | ২০০০-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | চিরাগ আরোরা (বি. ২০১৬) |
সন্তান | ১ |
আত্মীয় | প্রকৃতি কক্কর (বোন) সুকৃতি কক্কর (বোন) |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন | নেপথ্য সঙ্গীতশিল্পী |
বাদ্যযন্ত্র | কণ্ঠ |
ওয়েবসাইট | www.akritikakar.com |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাকক্করের জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। তার সুকৃতি কক্কর ও প্রকৃতি কক্কর নামে দুইজন জমজ বোন রয়েছে, তারাও গায়িকা।[২][৩]
আকৃতি ২০১৬ সালে পরিচালক চিরাগ আরোরাকে বিয়ে করেন।[৪] ২০২৩ সালের নভেম্বর মাসে তাদের একজন পুত্র সন্তানের জন্ম হয়।[৫]
প্লেব্যাক করা গান
সম্পাদনাগান | সাল | চলচ্চিত্রের নাম | সঙ্গীত |
---|---|---|---|
চাহাম সে ও আ যায় | ২০০৪ | দুস | বিশাল-শেখর |
ওয়ান নাইট স্ট্যান্ড | ২০০৬ | রকি | হিমেশ রেশমিয়া |
দিল বিচ লাগে ওয়ে | ২০০৬ | চুপ চুপকে | হিমেশ রেশমিয়া |
শাকালাকা বুমবুম | ২০০৭ | শাকালাকা বুমবুম | হিমেশ রেশমিয়া |
দিল লে জায়েঙ্গে | ২০০৭ | শাকালাকা বুমবুম | হিমেশ রেশমিয়া |
লনলিনেস ইস কিলিং এভরিওয়ান | ২০০৭ | রেড (দ্য ডার্ক সাইড) | হিমেশ রেশমিয়া |
আনান ফানান | ২০০৭ | নমস্তে লন্ডন | হিমেশ রেশমিয়া |
ইউ গুড ইউ গুড গুড বয় | ২০০৭ | গুড বয় ব্যাড বয় | হিমেশ রেশমিয়া |
দেখু তুঝে তো পেয়ার আয়ে | ২০০৭ | আপনে | হিমেশ রেশমিয়া |
জনি গাদ্দার | ২০০৭ | জনি গাদ্দার | শঙ্কর-এহসান-লয় |
হাত্সা | ২০০৭ | ঢোল | প্রীতম চক্রবর্তী |
আওয়াজ দো | ২০০৭ | মাম্মি জি | আদেশ শ্রীবাস্তব |
ইনশাল্লাহ্ | ২০০৮ | ওয়েলকাম | হিমেশ রেশমিয়া |
মুভ ইওর বডি-ফ্রিকি ফ্রিকি রাত | ২০০৮ | কিসমত কানেকশান | প্রীতম চক্রবর্তী |
মেরি এক আদা সোলা | ২০০৮ | কিডন্যাপ | প্রীতম চক্রবর্তী |
ভাই আ গায়ে | ২০০৮ | হুরি পুটার | গুরু শর্মা |
থা কার কে | ২০০৮ | গোলমাল রিটার্নস | প্রীতম চক্রবর্তী |
মারজানি | বিল্লু বারবার | প্রীতম চক্রবর্তী | |
খুদা ইয়ে খায়ের | আ দেখে জারা | প্রীতম চক্রবর্তী | |
মহব্বত আপ সে | আ দেখে জারা | প্রীতম চক্রবর্তী | |
জেল হাউজ রক | উই আর ফ্যামিলি | শঙ্কর-এহসান-লয় | |
তিখি তিখি | মির্চ | মন্টি শর্মা | |
আই লাভ আম্রিকা | তেরে বিন লাদেন | শঙ্কর-এহসান-লয় | |
পুলিশ চোরের প্রেমে পড়েছে | ২০১২ | চ্যালেঞ্জ ২ | জিৎ গাঙ্গুলী |
মন | মন | আরেফিন রুমি | |
তুই আমার হিরো | ২০১৩ | রংবাজ | জিৎ গাঙ্গুলী |
টেলিভিশনে কাজ
সম্পাদনাতিনি জি বাংলার জনপ্রিয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান সা রে গা মা পা-এর বিচারক ছিলেন।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Interview: Akriti Kakkar"। Bollyvista। ২ অক্টোবর ২০০৭। ৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১২।
- ↑ Kamat, Payal (৫ এপ্রিল ২০১০)। "A sound venture"। Mid Day (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২।
- ↑ Vajpayee, Saumya (১০ এপ্রিল ২০২৩)। "Siblings Day: Sisters Akriti, Sukriti, Prakriti talk about their bond"। Hindustan Times। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৪।
- ↑ "Akriti Kakkar ties the knot with Delhi boy Chirag Arora"। The Hindustan Times। ৭ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯।
- ↑ "Singer Akriti Kakar blessed with a baby boy"। The Times of India। ANI। ৩ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৩।