রংবাজ (২০১৩-এর চলচ্চিত্র)
রংবাজ ১১ই অক্টোবর, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র।[১] রাজা চন্দ পরিচালিত, সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় আছেন দেব এবং কোয়েল মল্লিক। চলচ্চিত্রটি রাম চরন তেজা অভিনীত চিরুঠার পুনঃনির্মান।[২]
রংবাজ (২০১৩ চলচ্চিত্র) | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার | |
পরিচালক | রাজা চন্দ |
প্রযোজক | সুরিন্দর ফিল্মস |
চিত্রনাট্যকার | এনকে সলিল |
শ্রেষ্ঠাংশে | দেব কোয়েল মল্লিক |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
চিত্রগ্রাহক | শৈলেশ আওয়াস্তী |
সম্পাদক | রবিরঞ্জন মিত্র |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং জলসা মুভিজ প্রোডাকশনস |
মুক্তি | ১১ই অক্টোবর, ২০১৩ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
- একই নামের অন্যান্য চলচ্চিত্রের জন্য দেখুন রংবাজ।
কাহিনিসম্পাদনা
এই গল্পের কাহিনি রাজ (দেব) নামক এক ব্যক্তিকে নিয়ে এগোয়, যে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়। ১০ বছর বয়সে সে সবকিছু হারায়। এরপর সে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যায় এবং গল্প নতুন মোড় নেয়।
অভিনয়েসম্পাদনা
অভিনেতা/অভিনেত্রী' | চরিত্রের নাম |
---|---|
দেব | রাজ |
কোয়েল মল্লিক | মধুরিমা |
রজতাভ দত্ত | মধুরিমার বাবা |
সঞ্জু মন্ডল | সঞ্জু |
খরাজ মুখোপাধ্যায় |
এবং আরও অনেকে।
সংগীতসম্পাদনা
রংবাজ | |
---|---|
জিৎ গাঙ্গুলী কর্তৃক সংগীত অ্যালবাম | |
মুক্তির তারিখ | ২০১৩ |
এই চলচ্চিত্রে মোট সাতটি গান রয়েছে।[৩][৪] বিখ্যাত সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী এই ছবির সংগীত পরিচালনা করেন। রাজা চন্দ, প্রসেন এই চলচ্চিত্রের জন্য গান লেখেন।
নং. | শিরোনাম | গীতিকার | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "ও মধু" | রাজা চন্দ | বেনু দয়াল, মোনালি ঠাকুর | |
২. | "তুই আমার হিরো" | রাজা চন্দ | মিকা সিং, আকৃতি কক্কর | |
৩. | "কি করে তোকে বলবো" | প্রসেন | অরিজিৎ সিং | |
৪. | "লাভ ইউ সোনিয়ো" | জুবিন গার্গ, মোনালি ঠাকুর | ||
৫. | "বেঁচে থেকে লাভ কি বল্" | অরিজিৎ | ||
৬. | "দিশাহীন চোখে খোঁজে" | মনোময় ভট্টাচার্য | ||
৭. | "করিসনা রংবাজি" | বেনী দয়াল, নীতি মোহন |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Rangbaaz (2013) Bengali Movie Info"। ৮ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৩।
- ↑ "Bengali Films Remaking from South Indian Films"। ১৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৩।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৩।