নাকাশ আজিজ
ভারতীয় সুরকার এবং সংগীত শিল্পী
নাকাশ আজিজ (জন্ম ফেব্রুয়ারি ২৪, ১৯৮৫),[১] নাকাশ হিসেবেও পরিচিত, হল একজন ভারতীয় নেপথ্য গায়ক এবং সঙ্গীত সুরকার। তিনি কিংবদন্তি সুরকার এ আর রহমান-কে হিন্দিতে হাইওয়ে, রানঝানা, রকস্টার, দিল্লি-৬ এবং আই-এর মতো চলচ্চিত্রে সহায়তা করেছেন। তিনি ফ্যান থেকে "যাব্রা ফ্যান",[২] আর...রাজকুমার(২০১৩) থেকে "শাড়ি কে ফল সা" এবং "গান্দী বাত" এবং ফাটা পোস্টার নিকলা হিরো থেকে "ডাটিং নাচ"-এর মতো গানের নেপথ্যের জন্য জনপ্রিয়ভাবে পরিচিত; পরবর্তী দুইটি চলচ্চিত্র ছিল শাহিদ কপূরের উপর চিত্রায়িত।[৩]
নাকাশ আজিজ ನಕಾಶ್ ಅಜೀಜ್ | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | [১] ম্যাঙ্গালোর, কর্ণাটক, ভারত[১] | ২৪ ফেব্রুয়ারি ১৯৮৫
ধরন | বলিউড |
পেশা | গায়ক, সঙ্গীত পরিচালক |
কার্যকাল | ২০১০–বর্তমান |
ওয়েবসাইট | নাকাশ আজিজ |
প্রাথমিক জীবন
সম্পাদনাআজিজ মূলত মুদবিদ্রি থেকে; মাঙ্গলুরুর উপকন্ঠে একটি ছোট শহরতলিসুলভ শহর।[৪] তিনি একটি কণ্ঠশিল্পীর পরিবার থেকে। নেপথ্য গায়ক হওয়ার আগে তিনি ঐকতান এবং ভক্তিমুলক আ্যালবামের জন্য সুরকার হিসেবে কাজ করতেন।[৪]
সঙ্গীত তালিকা
সম্পাদনাবছর | গান | চলচ্চিত্র | সুরকার | সহ-কণ্ঠশিল্পী | ভাষা |
---|---|---|---|---|---|
২০১০ | "বন্দেমাতরাম" | লিডার | মিকি জে. মেয়ার | তেলুগু | |
"শুনো আয়েশা" | আয়েশা | অমিত ত্ৰিবেদী | অমিত ত্ৰিবেদী, অ্যাশ কিং | হিন্দি | |
২০১২ | "পুঙ্গী" | এজেন্ট বিনোদ | প্রীতম চক্রবর্তী | মিকা সিং, অমিতাভ ভট্টাচার্য, প্রীতম চক্রবর্তী এবং জাভেদ জাফরি | হিন্দি |
"সেকেন্ড হ্যান্ড জাওহানি" | ককটেল | প্রীতম চক্রবর্তী | মিস পূজা, নেহা কক্কর | হিন্দি | |
২০১৩ | "সোনাপারিয়া" | মার্য়ান | এ আর রহমান | জাভেদ আলী, হরিচরন, সোফিয়া আসরাফ | তামিল |
"শাড়ি কে ফল সা (টাচ কারকে)"[৫] | আর...রাজকুমার | প্রীতম চক্রবর্তী | অন্তরা মিত্র | হিন্দি | |
"গান্দী বাত (চলচ্চিত্র সংস্করণ)"[৫] | আর...রাজকুমার | প্রীতম চক্রবর্তী | রিতু পাঠক | হিন্দি | |
"ডাটিং নাচ"[৫] | ফাটা পোস্টার নিকলা হিরো | প্রীতম চক্রবর্তী | নেহা কক্কর | হিন্দি | |
২০১৪ | "যোদ্ধার সাথে এবার পূজো কাটান" | যোদ্ধা: দ্য ওয়ারিয়র | স্যাভি গুপ্ত | বাংলা | |
"এবার যেন অন্য রকম পূজো" | যোদ্ধা: দ্য ওয়ারিয়র | ইন্দ্রদীপ দাশগুপ্ত | অন্তরা মিত্র | বাংলা | |
"কলিং বেল" | আমি শুধু চেয়েছি তোমায় | স্যাভি গুপ্ত | সাবেরী ভট্টাচার্য | বাংলা | |
"রিমিক্স কাওয়ালী" | বিন্দাস | স্যাভি গুপ্ত এবং দেব | নেহা কক্কর | বাংলা | |
"টিঙ্গু টিঙ্গু" | ব্রহ্মা | চৈত্র এচ. জি. | কন্নড় | ||
"বেকাসুর" | লেকার হাম দিওয়ানা দিল | এ আর রহমান | শ্বেতা পণ্ডিত | হিন্দি | |
"আফরিন" | দ্য হান্ড্রেড ফুট জার্নি[৩] | এ আর রহমান | কে.এম.এম.সি. সুফি এনসিম্বলে | ইংরেজি | |
"য়েঁন্থা ভারু গানি" | রাউডি ফেলো | সানি এম.আর. | নাতাশা পিন্তো | তেলুগু | |
২০১৫ | আ তে কেভি দুনিয়া | বিজু শাহ | গুজারাটি | ||
"আল্লাহ জানে" | অগ্নি ২ | আকাশ | লেমিস | বাংলা | |
"ইসাক তাররি" | আই | এ আর রহমান | নীতি মোহন | হিন্দি | |
"থালি হেঁ খালি" | হান্টাররর | প্রবিত দত্ত | হিন্দি | ||
"সেলফি লে লে রে" | বজরঙ্গি ভাইজান | প্রীতম চক্রবর্তী | বিশাল দাদলানি, প্রীতম এবং বাদশা | হিন্দি | |
"বাইকু বাইকু আন্ন (রিপ্রাইস)" | উপ্পি ২ | গুরুকীরণ | কন্নড় | ||
"আফগান জালেবি" | ফ্যান্টম | প্রীতম চক্রবর্তী | হিন্দি | ||
"হীর তোঁ বাঢ়ি স্যাড হেঁ" | তামাসা | এ আর রহমান | মিকা সিং | হিন্দি | |
"তুমি আসে পাসে" | পারব না আমি ছাড়তে তোকে | ইন্দ্রদীপ দাশগুপ্ত | মোনালি ঠাকুর | বাংলা | |
"টুপুর মাথায়" | আশিকী | স্যাভি গুপ্ত | বাংলা | ||
২০১৬ | "ইশকাবনের বিবি" | কি করে তোকে বলবো | জিৎ গাঙ্গুলী | আকৃতি কক্কর | বাংলা |
"৩জি" | হিরো ৪২০ | স্যাভি গুপ্ত | কল্পনা পাটোয়ারী | বাংলা | |
"দেখেগা রাজা ট্রেইলার" | মাস্তিজাদে | আনন্দ রাজ আনন্দ | নেহা কক্কর | হিন্দি | |
"হ্যাপি বার্থডেয় (ইশ্ক ফরএভার)" | ইশ্ক ফরএভার | সামির সিপ্পি | নাদিম–শারাভান | হিন্দি | |
"যাব্রা ফ্যান (ফ্যান এনথাম)" | ফ্যান | বিশাল–শেখর | হিন্দি | ||
"জালিম ফিগার হেঁ" | লাভারস রোম্যান্স | ফারাজ আহমেদ | দীপাক্ষী কালিপা | হিন্দি | |
"মিসড কল" | পাওয়ার | জিৎ গাঙ্গুলী | আকৃতি কক্কর | বাংলা | |
"তাওবা তাওবা" | সারদার গব্বর সিং | দেবী শ্রী প্রসাদ | এম.এম মানসী | তেলুগু | |
২০১৬ | "ব্লকবাস্টার" | সারাইনোডু | এস. থামান | শ্রেয়া ঘোষাল, সিমহা, শ্রী কৃ, দীপু | তেলুগু |
"পেয়ার কি মা কি" | হাউজফুল ৩ | মনজ যাদব, সাজিদ-ফারহাদ, ডেনিস সাবরি | সাড়িব সাবরি, তোশি সাবরি, দিব্যা কুমার, আনমোল মালিক, আর্ল এজার | হিন্দি | |
"উঠ ছুড়ি তোর" | শিকারি | প্রসেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত | মধুবন্তি | বাংলা | |
"তামিলসেলভি" | রেমো | অনিরুধ রবিচান্দের | অনিরুধ রবিচান্দের | তামিল | |
"দ্য ব্রেকআপ সং" | এ দিল হে মুশকিল | প্রীতম চক্রবর্তী | অরিজিৎ সিং, জনিতা গান্ধী, বাদশা | হিন্দি | |
২০১৭ | "রাত্তালু" | খিলাড়ি নং. ১৫০ | দেবী শ্রী প্রসাদ | তেলুগু | |
২০১৬ | "কিউটিপাই" | এ দিল হে মুশকিল | প্রীতম চক্রবর্তী | প্রদীপ সিং স্রান | হিন্দি |
"সেলফি লে না রে" | অভিমান | সুদ্ধ রয় | জলি দাস | বাংলা | |
"সোনা" | হরিপদ ব্যান্ডওয়ালা | ইন্দ্রদীপ দাশগুপ্ত | অন্তরা মিত্রা | বাংলা | |
"একশ বৃন্দাবন" | হরিপদ ব্যান্ডওয়ালা | ইন্দ্রদীপ দাশগুপ্ত | পায়েল দেব | বাংলা | |
২০১৭ | "লাগে লাগে" | কাটামারায়ুডু | অনুপ রুবেন্স | তেলুগু | |
"য়েঁ জাওয়ানি তেরি" | মেরি পেয়ারি বিন্দু | প্রীতম চক্রবর্তী | জনিতা গান্ধী | হিন্দি | |
"য়াঁরা মেহেরবান" | বস ২: ব্যাক টু রুল | জিৎ গাঙ্গুলী | জনিতা গান্ধী | বাংলা | |
"চাতুর নার" | মেশিন | প্র.ন | শাসা তিরুপতি, ইক্কা সিং | হিন্দি | |
"নাচ মেরি জান" | টিউবলাইট | প্রীতম চক্রবর্তী | কামাল খান, দেব নেগি, তুষার জশি | হিন্দি | |
"মেচ্চুকো" | দুভভাডা জগন্নাধাম | দেবী শ্রী প্রসাদ | তেলুগু | ||
"জায় বাবা ব্যাঙ্ক চোর" | ব্যাঙ্ক চোর | প্র.ন | হিন্দি | ||
"ভেন্নিলা থানগাছি" | জেমিনি গণেশানুম সুরুলি রাজানুম | ডি. ইম্মান | ডি. ইম্মান, রম্য এনএসকে | তামিল | |
"বাম্মালু বাম্মালুউউ" | মহানুভাবাদু | এস. থামান | তেলুগু | ||
"এবি য়েভারো নী বেবি" | অগ্ন্যাথাবাসী | অনিরুধ রবিচান্দের | অর্জুন চান্দী | তেলুগু | |
"পীলা পীলা" | থানা সার্ন্ধা কূটতাম | অনিরুধ রবিচান্দের | জাসসি গিফট, মালবিকা মনোজ | তামিল | |
"হার্টুকুল্লা" | গুলাইবাঘবালি | বিবেক - মার্ভিন | সঞ্জনা দিবাকর | তামিল | |
"আও জ্যো" | কারসানদাস পে অ্যান্ড ইউজ | কেদার - ভারগোব | গুজারাটি | ||
"ধিঙ্কা চিকা" | শ্রেষ্ঠ বাঙালি | সঞ্জীব-দর্শন | আকৃতি কক্কর | বাংলা | |
২০১৮ | "বেবী জান" | ভাইজান এলো রে | দোলন মৈনাক | অন্তরা মিত্র | বাংলা |
"ভোপু বাজ রাহা হেঁয়" | সঞ্জু | রোহন-রোহন | হিন্দি | ||
"গোল্ড তাম্বা" | বাত্তি গুল মিটার চালু | অনু মালিক | হিন্দি | ||
"সুরাইয়া" | থাগস অব হিন্দোস্তান | অজয়-অতুল | শ্রেয়া ঘোষাল | তেলুগু (ডাব করা সংস্করণ) | |
তামিল (ডাব করা সংস্করণ) | |||||
"ভাশামাক্কু" | অজয়-অতুল | দিব্যা কুমার | তামিল (ডাব করা সংস্করণ) | ||
"ভাশামায়ে" | তেলুগু (ডাব করা সংস্করণ) | ||||
২০১৯ | "উলাল্লা" | পেতা | আনিরুদ রাভিচান্দার | ইন্নো গেনগা, আর্জুন চান্দি | তামিল |
"স্লো মোশন" | ভারত | বিশাল-শেখর | শ্রেয়া ঘোষাল | হিন্দি | |
"ফার্স্ট ক্লাস" | কলঙ্ক | - | নেহা মোহন |
বছর | চলচ্চিত্র |
---|---|
২০১১ | রায়াডা রক্স |
২০১২ | নো এন্ট্রি পুদে ধোকা আহে |
২০১৮ | কুলফি কুমার বাজেয়ালা |
পুরস্কার
সম্পাদনা- ২০১৪ - জি সিনে পুরস্কার - সা রে গা মা পা টাটকা গান গাওয়া প্রতিভা[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "Nakash Aziz"। Sify। ২০১৬-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮।
- ↑ "Tamil is a great language: Nakash Aziz"। deccanchronicle.com। ২০১৬-০৯-০৩। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৫।
- ↑ ক খ "Singer and composer Nakash Aziz's musical journey"। Indian Express। ২২ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ Fernandes, Kasmin (১৫ জুলাই ২০১৫)। "Nakash Aziz: I was living the song for quite some time"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮।
- ↑ ক খ গ "'Saree Ke Fall Sa' from 'R...Rajkumar' is Shahid Kapoor's favourite song"। Mid Day। ৭ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Nakash Aziz honored with Zee Cine Award 2014"। BollywoodDhamaka। ১৬ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮।