ওয়াজেদ আলী সুমন
ওয়াজেদ আলী সুমন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। তিনি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।[১] তিনি চিত্রপরিচালক রুহুল কুদ্দুস খান শাহীনের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্র নির্মাণ করেন। চলচ্চিত্রে পরিচালকের হিসেবে দুজনের নাম শাহীন-সুমন ছিল।[২][৩][৪][৫] এরপর 'আজব প্রেম' চলচ্চিত্র তৈরির সময় সুমন আলাদা হয়ে একক ভাবে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন।[৬][৭][৮] ওয়াজেদ আলী সুমন এর উল্লেখ্যযোগ্য ছবিগুলো হল ভালোবাসার রঙ, রক্ত, ক্যাপ্টেন খান ও অন্যান্য।[৯][১০][১১][১২][১৩][১৪][১৫]
ওয়াজেদ আলী সুমন | |
---|---|
জন্ম | রাজশাহী, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ২০১০–বর্তমান |
পরিচিতির কারণ |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাওয়াজেদ আলী সুমন প্রথম জীবনে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশান এ কাজ শুর করেন।[২] এরপর চলচ্চিত্র পরিচালক শাহিন সুমনের সাথে জুটি বেধে যৌথ পরিচালক হিসেবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। এ সময় তাদের ছবি গুলোয় পরিচালক হিসেবে শাহীন-সুমন নামটি ব্যবহৃত হত। তাদের বানানো চলচ্চিত্র গুলো বেশ দর্শক জনপ্রিয়তা পেয়ে যায়।[১৬][১৭][১৮][১৯][২০]
কর্ম জীবন
সম্পাদনাদীর্ঘ সময় যৌথভাবে পরিচালনার পর ২০১৫ সালে তারা আলাদা হয়ে যান এবং স্বতন্ত্র ভাবে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। ওয়াজেদ আলী সুমনের প্রথম একক চলচ্চিত্র ছিল আজব প্রেম । ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছিলেন, বাপ্পি চৌধুরী ও আঁচল।[৫][২১] এরপর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ছবি, ভালোবাসার রঙ, অন্যরকম ভালোবাসা, অঙ্গার, রক্ত সহ বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করেন তিনি এবং তিনি ধারাবাহিক ভাবে বেশ কিছু বাংলা চলচ্চিত্র নির্মাণ করেছেন। [১৫][২২][২৩][২৪][২৫][২৬][২৭][২৮][২৯]
চলচ্চিত্র
সম্পাদনাবছর | চলচ্চিত্র | ভূমিকা | শিল্পী | টীকা/উৎস |
---|---|---|---|---|
২০১৪ | হিটম্যান | পরিচালক | শাকিব খান, অপু বিশ্বাস, শিরিন শিলা, জয় চৌধুরী | |
২০১৪ | পাগলা দিওয়ানা | পরিচালক | শাহরিয়াজ, পরিমণি, রুবেল | |
২০১৫ | দরদিয়া | পরিচালক | আরিফিন শুভ, পরিমণি | |
২০১৫ | কি দারুণ দেখতে | পরিচালক | বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, শাহরিয়াজ | |
২০১৫ | আজব প্রেম | পরিচালক | বাপ্পি চৌধুরী, আঁচল | [৩০][৩১] |
২০১৬ | সুইটহার্ট | পরিচালক | বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা সাহা মীম, রিয়াজ | [৩২][৩৩][৩৪] |
২০১৬ | রক্ত | পরিচালক | রোশান, পরিমণি | |
২০১৬ | অঙ্গার | পরিচালক | ফাল্গুনি রহমান জলি, ওম প্রকাশ সাহানি | [৩৫][৩৬][৩৭][৩৮][৩৯] |
২০১৭ | মনে রেখো | পরিচালক | মাহিয়া মাহী, বনি সেনগুপ্ত | [৪০][৪১][৪২][৪৩] |
২০১৮ | ক্যাপ্টেন খান | পরিচালক | শাকিব খান, শবনম বুবলি, সম্রাট, মিশা সওদাগর | [৪৪][৪৫][৪৬][৪৭] |
২০২২ | ব্লাড | পরিচালক | ইমন, মাহিয়া মাহি | |
২০২২ | অন্তরাত্মা | পরিচালক | শাকিব খান, দর্শনা বণিক | [৪৮] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ BanglaNews24.com। "চিত্রপরিচালক ওয়াজেদ আলী সুমনের মায়ের মৃত্যু"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ ক খ "পরিচালক যখন ভিলেন | বেশ কিছুদিন হলো আলাদাভাবে ছবি নির্মাণ করছেন পরিচালক জুটি শাহীন সুমন"। Kalerkantho কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "ওয়াজেদ আলী সুমন"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "শাহীন (Shahin)"। বাংলা মুভি ডেটাবেজ। ২০১৯-০৬-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ ক খ "শুক্রবার মুক্তি পাচ্ছে বাপ্পি ও আঁচলের 'আজব প্রেম'"। NTV । এনটিভি। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ দুজনে মিলে শাহীন-সুমন নামের চলচ্চিত্র পরিচালনা করতেন। একপর্যায়ে তাঁরা আলাদা হয়ে যান।। "বাপ্পি-আঁচলের আজব প্রেম"। NTV এনটিভি। ২০১৯-০৫-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "আসছে নতুন জুটির ছবি 'ভালোবাসার রঙ' - পরিচালকদ্বয়ের মতে, "ব্যতিক্রমী চিন্তা-ভাবনা নিয়ে একটি ছবি"। banglanews24.com বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "১৬ অক্টোবর 'আজব প্রেম'"। সমকাল। ২০১৯-০৫-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "ভালোবাসার রঙ"। www.prothom-alo.com । প্রথম আলো। ২০১২-১০-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "আজ মুক্তি পায়নি মাহির কি দারুণ দেখতে"। www.jugantor.com যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "রক্ত ছবির দৃশ্যে পরী"। এনটিভি । সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "এবার রোশানের নতুন ঈদ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "দর্শকদের পছন্দে এগিয়ে থাকবে ঈদের কোন ছবিটি?"। The Daily Star। ২০১৮-০৮-২০। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "'ক্যাপ্টেন খান' তামিল ছবির নকল? | banglatribune.com"। বাংলা ট্রিবিউন। ২০১৮-০৮-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ ক খ "'ক্যাপ্টেন খান'-এর দাপটে ম্লান বাকিরা"। The Daily Star। ২০১৮-০৮-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ এটি যৌথভাবে পরিচালনা করেন, শাহিন-সুমন।। "শুটিংয়ে ফিরলেন রত্না"। Risingbd.com । রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ জানুয়ারি ২৮ (bdnews24), ছবিটি পরিচালনা করছেন পরিচালক জুটি শাহিন-সুমন। "প্রযোজনায় অমিত হাসান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৯-০৫-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ শাহীন-সুমনের খোদার পরে মা।। "ঈদের আট ছবি"। www.prothom-alo.com প্রথম আলো। ২০১৯-০৫-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ will release Friday, in 70 cinemas (২০১৩-০৫-১৬)। "Jotil Prem hits cinemas - "Jotil Prem," directed by Shahin – Sumon"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "এ সপ্তাহে মুক্তি পেয়েছে শাহীন-সুমনের চলচ্চিত্র 'কে আপন কে পর'"। bizbdnews। ২০১১-১২-০৮। Archived from the original on ২০১১-১২-০৮। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ রাইজিংবিডি/ঢাকা/, ২৬ সেপ্টেম্বর ২০১৪/শান্ত। "জন্মদিনে আঁচলের অনুরোধ!"। রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "শেষ হলো 'অঙ্গার' ছবির শুটিং"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "আজ মুক্তি পাচ্ছে 'অঙ্গার'"। NTV এনটিভি । ২০১৯-০৫-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ BanglaNews24.com। "'সুইটহার্ট' ছবিতে হৃদয়ের গান"। banglanews24.com (নরওয়েজিয়ান নিনর্স্ক ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "'সুইটহার্ট' দেখে দর্শকের চোখ ভিজেছে : রিয়াজ"। NTV । এনটিভি । ২০১৯-০৫-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "সুইটহার্টের ফটোশুটে মিম-বাপ্পি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "'লাভ ম্যারেজ ২', শাকিব আছেন, অপু বাদ"। NTV । এনটিভি । ২০১৯-০৫-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "নকলের থাবায় ধ্বংসের মুখে ঢাকাই চলচ্চিত্র"। Risingbd.com । রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "'ক্যাপ্টেন' ছাড়া 'শিপ' যাচ্ছে বিদেশ!"। Risingbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ য়াজেদ আলী সুমন পরিচালিত ‘আজব প্রেম’, ১৬ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। (২০১৫-১০-১৩)। "সাহসী আঁচল, প্রশ্নবানে পরিচালক !"। ভোরের কাগজ। ২০১৯-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "শুক্রবার মুক্তি পাচ্ছে বাপ্পি ও আঁচলের 'আজব প্রেম'"। এনটিভি। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "Mim travels to Bangkok for 'Sweetheart'"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৩-১১। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "Mim-Bappy's "Sweetheart" to release on Valentine's Day"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৮-১২। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "2 romantic films to hit cinemas today" (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "বান্দরবানে যাচ্ছে 'অঙ্গার' ছবির ইউনিট"। এনটিভি। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "'অঙ্গার' হাতে আসছে জাজের নতুন আবিষ্কার জলি"। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "জানুয়ারিতে আসছে জলি-ওমের 'অঙ্গার'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "Shooting for Angar wraps up"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-১০-২১। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ Angaar Movie Review {2.5/5}: Critic Review of Angaar by Times of India, সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০
- ↑ "চতুর্থ সপ্তাহেও প্রেক্ষাগৃহে মাহির 'মনে রেখো'"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "'মনে রেখো' ছবির বাজেট কত?"। চ্যানেল আই। ২০১৮-০৮-২০। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "ঈদে মাহি-বনির 'মনে রেখো' কেন দেখবে দর্শক?"। চ্যানেল আই। ২০১৮-০৮-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "ঈদে তিন ছবি নিয়ে পর্দায় ফিরছেন মাহি!"। চ্যানেল আই। ২০১৮-০৭-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ Desk, Entertainment। "'Captain Khan' dominates box office | The Asian Age Online, Bangladesh"। The Asian Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "Shakib, Misha back with new film 'Captain Khan'"। ঢাকা ট্রিবিউন। ২০১৮-০৩-২১। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "কেমন চলছে ঈদের তিন ছবি?"। এনটিভি। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ "Bubly out of her 'bubble'"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-০৮। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০।
- ↑ সংবাদদাতা, নিজস্ব। "পাবনায় সুচিত্রা সেনের বাড়ি দেখতে যাবেন দর্শনা"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ওয়াজেদ আলী সুমন (ইংরেজি)