শাহীন-সুমন

বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক

শাহীন-সুমন (রুহুল কুদ্দুস খান শাহীন; জন্ম ২৩ আগস্ট ১৯৬৪, এবং ওয়াজেদ আলী সুমন) হলেন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক যুগল।[১] ২০০২ সালে গডফাদার চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তাদের অভিষেক ঘটে। কাকন ফিল্মস প্রযোজিত এ চলচ্চিত্রটি ওই বছরের হিট চলচ্চিত্রের তালিকায় ছিল।[২][৩] তারপর তারা নির্মাণ করেন বাধা, রাস্তার ছেলে, মন যেখানে হৃদয় সেখানে, খোদার পরে মা, তুমি আমার প্রেম, সমাধি, সন্তান আমার অহংকার, অন্যরকম ভালবাসা, লাভ ম্যারেজসহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র।[৪][৫] দেড় যুগেরও বেশি কর্মময় জীবনে শাহীন-সুমন পরিচালক যুগল ৫০টিরও অধিক চলচ্চিত্র পরিচালনা করেছেন।

শাহীন-সুমন
জন্ম
রুহুল কুদ্দুস খান শাহীন

(1964-08-23) ২৩ আগস্ট ১৯৬৪ (বয়স ৫৯)
মিরপুর, ঢাকা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
পেশাপরিচালক
কর্মজীবন২০০২–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
শৈলীমারপিট, থ্রিলার, অপরাধধর্মী

কর্মজীবন সম্পাদনা

তারা দুজন চলচ্চিত্র পরিচালক আবিদ হাসান বাদলের সহকারী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। পরবর্তীকালে ২০০২ সালে তারা শাহীন-সুমন নামে একত্রে তাদের প্রথম চলচ্চিত্র গডফাদার পরিচালনা করেন শাহীন–সুমন। দীর্ঘ কর্মময় জীবনে শাহীন–সুমন ৫০টিরও অধিক চলচ্চিত্র পরিচালনা করেছেন।[৬]

২০১২ সালের আগষ্টে ঈদুল ফিতরে মুক্তি পায় তার পরিচালিত খোদার পরে মা মুক্তি পায়। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খানসাহারা। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ২০১২ সালের সবচেয়ে ব্যাবসাসফল চলচ্চিত্র হিসেবে মর্যাদা লাভ করে। এটি ৩৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাকিব খানের শ্রেষ্ঠ অভিনেতা সহ তিনটি বিভাগে পুরস্কার অর্জন করে।[৭] দীর্ঘ সময় যৌথভাবে পরিচালনা করার পর ২০১৪ সালে সুমন আলাদা হয়ে ওয়াজেদ আলী সুমন নামে এককভাবে হিটম্যান চলচ্চিত্র পরিচালনা করেন। একক পরিচালক হিসেবে শাহীনের পরিচালিত প্রথম চলচ্চিত্র ২০১৬ সালের মিয়া বিবি রাজি। এই চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও তিনি লিখেছেন।[৮][৯]

শাহীন ২০১৯ সালের ২৫ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে উপ-মহাসচিব পদে বিজয়ী হয়ে ২০১৯-২০ বছরের দায়িত্ব পালন করেছেন।[১০][১১][১২]

তিনি শাপলা মিডিয়া প্রযোজিত শাকিব খান অভিনীত বিদ্রোহী চলচ্চিত্র পরিচালনা করেছেন। এছাড়াও এটি শাহীন সুমনের পরিচালনায় শাকিব খানের একুশতম চলচ্চিত্র।[১৩][১৪]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্রের শিরোনাম পরিচালক চিত্রনাট্যকার কাহিনিকার সংলাপ টীকা
২০০২ গডফাদার হ্যাঁ হ্যাঁ
২০০৫ নিখোঁজ সংবাদ হ্যাঁ হ্যাঁ
দুই নাম্বার হ্যাঁ
চশমখোর হ্যাঁ
বাধা হ্যাঁ
ঠ্যাকবাজ হ্যাঁ হ্যাঁ
ধান্ধা হ্যাঁ হ্যাঁ
২০০৬ হটলাইন হ্যাঁ
নেতা হ্যাঁ হ্যাঁ
খায়েশ হ্যাঁ হ্যাঁ
নগদ হ্যাঁ হ্যাঁ
২০০৭ জমজ হ্যাঁ
ধোকা হ্যাঁ হ্যাঁ
এক বুক জ্বালা হ্যাঁ
২০০৮ সন্তান আমার অহংকার হ্যাঁ হ্যাঁ
তুমি আমার প্রেম হ্যাঁ হ্যাঁ
সমাধি হ্যাঁ
২০০৯ জন্ম তোমার জন্য হ্যাঁ হ্যাঁ
বিয়ে বাড়ী হ্যাঁ হ্যাঁ
মন যেখানে হৃদয় সেখানে হ্যাঁ হ্যাঁ
রাস্তার ছেলে হ্যাঁ
মনে বড় কষ্ট হ্যাঁ হ্যাঁ
২০১০ ৫ টাকার প্রেম হ্যাঁ
জমিদার হ্যাঁ হ্যাঁ
জনম জনমের প্রেম হ্যাঁ
২০১১ টাইগার নাম্বার ওয়ান হ্যাঁ হ্যাঁ
অংক হ্যাঁ হ্যাঁ
কে আপন কে পর হ্যাঁ
২০১২ সন্তানের মত সন্তান হ্যাঁ
খোদার পরে মা হ্যাঁ
ভালোবাসার রঙ হ্যাঁ হ্যাঁ
২০১৩ অন্যরকম ভালবাসা হ্যাঁ
জটিল প্রেম হ্যাঁ হ্যাঁ
২০১৪ সেদিন বৃষ্টি ছিল হ্যাঁ
জিরো থেকে টপ হিরো হ্যাঁ হ্যাঁ
২০১৫ লাভ ম্যারেজ হ্যাঁ হ্যাঁ
২০১৬ মিয়া বিবি রাজি শাহীন হ্যাঁ
২০১৮ মাতাল হ্যাঁ হ্যাঁ
২০২১ পাগলের মত ভালোবাসি হ্যাঁ শাহীনের একক কাজ
২০২২ মাফিয়া: পার্ট ১ হ্যাঁ হ্যাঁ
বিদ্রোহী হ্যাঁ হ্যাঁ [১৫][১৬]
কুস্তিগির হ্যাঁ হ্যাঁ

আসন্ন, শাহীনের একক কাজ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শুভ জন্মদিন শাহীন সুমন"জাগো নিউজ টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০ 
  2. রিপোর্ট, বিনোদন। "গডফাদার-২ নির্মাণ করছেন শাহীন সুমন"দৈনিক ইনকিলাব অনলাইন। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০ 
  3. সাইফুল, রাহাত (১৪ আগস্ট ২০১৭)। "১৫ বছর পর আসছে 'গডফাদার টু'"রাইজিং বিডি ডটকম। ১৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০ 
  4. "কেন শাহীন সুমনের ছবি দর্শকপ্রিয়তা পায়? | কালের কণ্ঠ"দৈনিক কালের কন্ঠ। ১৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০ 
  5. সাইফুল, রাহাত (১৩ ফেব্রুয়ারি ২০১৭)। "শাহীন সুমন নিয়ম ভাঙার পরিচালক : সাদেক বাচ্চু"রাইজিং বিডি ডটকম। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "পরিচালক যখন ভিলেন | কালের কণ্ঠ"দৈনিক কালের কন্ঠ। ২৬ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০ 
  7. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"দৈনিক প্রথম আলো। ৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭ 
  8. "মার্চেই মুক্তি পাচ্ছে 'মিয়া বিবি রাজি' সিনেমা"দৈনিক ভোরের কাগজ। ১৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০ 
  9. "সুমিত ও শিরিন শিলার মিয়া বিবি রাজি"এনটিভি অনলাইন। ২৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০ 
  10. BanglaNews24.com। "শপথ নিলো পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটি :: BanglaNews24.com mobile"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৩ 
  11. "আবারও পরিচালক সমিতির নেতৃত্বে গুলজার-খোকন"আরটিভি অনলাইন। ১৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০ 
  12. "চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন, সভাপতি গুলজার মহাসচিব খোকন"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০ 
  13. "শাকিব খানের 'একটু প্রেম দরকার'"ঢাকা ট্রিবিউন। ৩১ জানুয়ারি ২০১৯। ১৩ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০ 
  14. "একটু প্রেম দরকার এখন ক্রিমিনাল | কালের কণ্ঠ"কালের কন্ঠ। ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০ 
  15. "শাকিব খানের 'একটু প্রেম দরকার'"Dhaka Tribune Bangla। ২০১৯-০১-৩১। ২০২০-০৫-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০ 
  16. "'একটু প্রেম দরকার' বদলে রাখা হলো 'ক্রিমিনাল'"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১ 

বহিঃসংযোগ সম্পাদনা