খোদার পরে মা

২০১২-এর চলচ্চিত্র

খোদার পরে মা হল একটি ঢালিউড এ্যাকশানধর্র্মী ছবি পরিচালনা করেছেন শাহীন সুমন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা এবং পার্শ্বচরিত্রে ববিতা, এবং মিশা সওদাগর সহ, আরও অনেকে। ছবিটি মুক্তি পায় ঈদুল ফিতর ২০ আগস্ট ২০১২। ছবিটি মুক্তি পাওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ২০১২ সালের সবচেয়ে ব্যাবসাসফল ছবি হিসেবে মর্যাদা লাভ করে।

খোদার পরে মা
খোদার পরে মা চলচ্চিত্রের পোস্টার.jpg
পরিচালকশাহীন সুমন
প্রযোজকতাপসী ঠাকুর
রচয়িতাআব্দুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশেশাকিব খান
সাহারা
ববিতা
মিশা সওদাগর
সুরকারআলী আকরাম শুভ
পরিবেশকহার্টবির্ট প্রোডাকশন
মুক্তি
  • ২০ আগস্ট ২০১২ (2012-08-20)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চরিত্রসম্পাদনা

  • শাকিব খান ভূমিকা মুন্না/সিডর
  • সাহারা ভূমিকা ভূমিকা মুন্নার প্রেমিকা
  • ববিতা ভূমিকা মুন্নার মা
  • মিশা সওদাগর ভূমিকা সাদা
  • সাদেক বাচ্চু
  • কাজী হায়াৎ
  • ডন
  • কাবিলা
  • নাসরিন

সঙ্গীতসম্পাদনা

খোদার পরে মা এর সঙ্গীতায়ন করেছেন আলী আকরাম শুভ।

পুরস্কারসম্পাদনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী[১]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"দৈনিক প্রথম আলো। ৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭