পলাশ (গায়ক)
বাংলাদেশী গায়ক
সাজ্জাদ হুসাইন পলাশ হলেন একজন জনপ্রিয় বাংলাদেশি গায়ক।[১] তিনি বাংলাদেশের বিনোদন জগতে পলাশ নামে পরিচিত।
পলাশ | |
---|---|
জন্ম | ১০ আগস্ট ১৯৬৯ দিঘলিয়া,খুলনা |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | গায়ক |
জীবনী সম্পাদনা
নব্বইয়ের দশকে পলাশ অরবিট নামের একটি ব্যান্ডদল গড়ে তোলেন। তার প্রকাশিত প্রথম একক অ্যালবাম ছিল প্রেমের ঠিকানা। তার ৩৮টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে।[২] এছাড়াও, তিনি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়ে থাকেন। তিনি চলচ্চিত্রের দেড় হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন।[২]
পলাশের অ্যালবাম ভুল করেছি ভালোবেসে ২০০২ সালে প্রকাশিত হয়েছিল।[১] এই অ্যালবামে "মা তুমি আমার আগে যেয়ো নাকো মরে" শিরোনামের একটি গান ছিল। এই গানটি পরবর্তীতে খোদার পরে মা শিরোনামের চলচ্চিত্রে ব্যবহৃত হয়।[১] এই গানটির জন্য তিনি ২০১২ সালে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৩]
পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা
বছর | পুরস্কার | বিভাগ | গান | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|---|
২০১২ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | "মা তুমি আমার আগে যেয়ো নাকো মরে" | খোদার পরে মা | বিজয়ী |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ গ "পলাশের সেরা ৫"। কালের কণ্ঠ। ২৬ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ "পলাশ একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী"। মাছরাঙ্গা টেলিভিশন। ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"। দৈনিক প্রথম আলো। ৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭।