আব্দুল্লাহ জহির বাবু
আব্দুল্লাহ জহির বাবু (জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৭১) হচ্ছেন একজন বাংলাদেশী চিত্রনাট্যকার, কাহিনীকার, সংলাপকার। ১০ মে ২০২৪[হালনাগাদ] তিনি ৩১১ টি চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখেছেন।[২]
-এর হিসাব অনুযায়ীআব্দুল্লাহ জহির বাবু | |
---|---|
জন্ম | আব্দুল্লাহ্ জহির ১৯ সেপ্টেম্বর ১৯৭১ ঢাকা, বাংলাদেশ |
শিক্ষা | এম এস সি ( পদার্থ বিজ্ঞান) |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয়[১] |
পেশা |
|
কর্মজীবন | ১৯৯৪–বর্তমান |
আদি নিবাস | ঢাকা |
দাম্পত্য সঙ্গী | ফারজানা জহির |
সন্তান | কায়ানাত জহির (মেয়ে) ওয়াসেক জহির (ছেলে) |
পিতা-মাতা |
|
পুরস্কার | বাচসাস পুরস্কার (১বার) |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাআবদুল্লাহ জহির বাবু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এম এস সি ডিগ্রি অর্জন করেছেন। তার স্ত্রীর নাম ফারজানা জহির। তাদের দুটি সন্তান, পুত্র ওয়াসেক জহির এবং কন্যা কায়ানাত জহির।[৩]
কর্মজীবন
সম্পাদনা১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত তুমি আমার চলচ্চিত্রের কাহিনীকার হিসেবে আবদুল্লাহ জহির বাবু চলচ্চিত্র শিল্পে যাত্রা শুরু করেন। চলচ্চিত্রটির পরিচালক জহিরুল হক তারা বাবা, ফলে ছোটবেলা থেকেই তিনি চলচ্চিত্র সংক্রান্ত কর্মকান্ডের সাথে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেছিলেন।
চলচ্চিত্র অন্যান্য কাজের তালিকা
সম্পাদনানির্বাচিত চলচ্চিত্র
সম্পাদনা- কিল হিম (কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ)
- লিপস্টিক (কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ)
- ডেডবডি (সংলাপ)
- জ্বীন (চিত্রনাট্য)
- ক্যাসিনো (চিত্রনাট্য
- জটিল প্রেম (চিত্রনাট্য)
- পাসওয়ার্ড (কাহিনী)
- পলকে পলকে তোমাকে চাই (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- আমার প্রেম আমার প্রিয়া (কাহিনী, সংলাপ)
- গেইম রিটার্নস (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- রংবাজ (কাহিনী)
- ধ্যাততেরিকি (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- মেয়েটি এখন কোথায় যাবে (চিত্রনাট্য)
- প্রেমী ও প্রেমী (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- অগ্নি - ২ (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- অগ্নি (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- ভণ্ড নায়ক (সংলাপ, কাহিনী)
- এক রাস্তা (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- রক্ত (চিত্রনাট্য) শুটার (সংলাপ, কাহিনী)
- বসগিরি (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- রানা পাগলা: দ্য মেন্টাল (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- দবির সাহেবের সংসার (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- মনে বড় কষ্ট ( কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য)
- কুলির সর্দার (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- মিসড কল (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- শুটার (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- কাজের মানুষ (কাহিনী)
- সুইটহার্ট (চিত্রনাট্য)
- খোদার পরে মা (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- শিকারি (সংলাপ, কাহিনী)
- পোড়ামন (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- অন্তরঙ্গ (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- মহিলা হোস্টেল (সংলাপ, কাহিনী)
- বাজে ছেলে দ্য লোফার (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- অনেক দামে কেনা (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- দুলাভাই জিন্দাবাদ (সংলাপ, কাহিনী)
- সুইটহার্ট (সংলাপ, কাহিনী)
- অঙ্গার (সংলাপ, কাহিনী)
- জীবনের গ্যারান্টি নাই (সংলাপ, কাহিনী)
- মাই নেম ইজ সুলতান (কাহিনী)
- দুর্ধর্ষ প্রেমিক (সংলাপ, কাহিনী)
- কে আমার বাবা (সংলাপ, কাহিনী)
- ১০০% লাভ (বুক ফাটে তো মুখ ফোটে না) (সংলাপ, কাহিনী)
- জিদ্দি মামা (সংলাপ, কাহিনী)
- আশিকী (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- ব্ল্যাক মানি (সংলাপ, কাহিনী)
- টপ সম্রাট (সংলাপ, কাহিনী)
- লাঠি (সংলাপ, কাহিনী)
- ওয়ার্নিং (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- মগের মুল্লুক (সংলাপ)
- কঠিন সীমার (সংলাপ)
- তুই শুধু আমার (কাহিনী)
- ভণ্ড নেতা (কাহিনী)
- মনের মত মন (সংলাপ, কাহিনী)
- রংবাজ বাদশা (সংলাপ, কাহিনী)
- গুন্ডা দ্য টেররিস্ট (চিত্রনাট্য, সংলাপ)
- গুন্ডা নাম্বার ওয়ান (সংলাপ, কাহিনী)
- পাগলা দিওয়ানা (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- টপ হিরো (কাহিনী)
- হানিমুন ( কাহিনী ও সংলাপ)
- অংক (কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য)
- মনে পড়ে তোমাকে (সংলাপ)
- বাবার জন্য যুদ্ধ (সংলাপ, কাহিনী)
- ক্ষোভ (সংলাপ, কাহিনী)
- বিগ ব্রাদার (সংলাপ)
- কুলি (কাহিনী)
- দেশা: দ্য লিডার (চিত্রনাট্য, সংলাপ)
- প্রেম করবো তোমার সাথে (সংলাপ, কাহিনী)
- অবাস্তব ভালোবাসা (সংলাপ, কাহিনী)
- স্বামী স্ত্রীর যুদ্ধ (সংলাপ, কাহিনী)
- দুই বধু এক স্বামী ( কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য)
- মান্নাভাই (কাহিনী, সংলাপ)
- জানেনা এ মন (সংলাপ, কাহিনী)
- হিটম্যান (সংলাপ, কাহিনী)
- সেদিন বৃষ্টি ছিল (চিত্রনাট্য, সংলাপ)
- লাভ স্টেশন (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- অল্প অল্প প্রেমের গল্প (কাহিনী)
- দবির সাহেবের সংসার (সংলাপ, কাহিনী)
- তোমার কাছে ঋণী (কাহিনী)
- ভালোবাসার রঙ (সংলাপ, কাহিনী)
- বড় ভাই জিন্দাবাদ (সংলাপ, কাহিনী)
- শান্ত কেন মাস্তান (সংলাপ, কাহিনী)
- শত্রু শত্রু খেলা (কাহিনী)
- কাবিননামা (সংলাপ, কাহিনী)
- সন্তান আমার অহংকার (সংলাপ)
- তুমি স্বপ্ন তুমি সাধনা (সংলাপ, কাহিনী)
- তুমি আমার প্রেম (সংলাপ, কাহিনী)
- রাজধানীর রাজা (সংলাপ, কাহিনী)
- তোমাকে বউ বানাবো (চিত্রনাট্য, কাহিনী)
- সমাধি (কাহিনী)
- ইঞ্চি ইঞ্চি প্রেম (সংলাপ, কাহিনী)
- প্রেমিক নাম্বার ওয়ান (সংলাপ, কাহিনী)
- দারোয়ানের ছেলে (কাহিনী)
- পাঁচ টাকার প্রেম (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- কি দারুন দেখতে (চিত্রনাট্য, সংলাপ)
- তবুও ভালবাসি (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- ভাইয়া (সংলাপ, কাহিনী)
- অগ্নি (কাহিনী)
- সিটি টেরর (সংলাপ, কাহিনী)
- ভালোবাসা আজকাল (সংলাপ)
- বাপ বড় না শ্বশুর বড় (কাহিনী)
- জমিদার (সংলাপ)
- প্রেম প্রেম পাগলাম (কাহিনী)
- স্বামীর সংসার (কাহিনী)
- মনে প্রাণে আছ তুমি (কাহিনী)
- ভালবাসা এক্সপ্রেস (সংলাপ, কাহিনী)
- আমাদের ছোট সাহেব (কাহিনী)
- যদি বউ সাজো গো (চিত্রনাট্য, কাহিনী)
- প্রেমিক পুরুষ (সংলাপ, কাহিনী)
- রোমিও ২০১৩ (কাহিনী)
- প্রেমে পড়েছি (সংলাপ, কাহিনী)
- আমার প্রাণের প্রিয়া (সংলাপ, কাহিনী)
- পৃথিবী টাকার গোলাম (কাহিনী)
- জন্ম তোমার জন্য (সংলাপ, কাহিনী)
- বিয়ে বাড়ী (সংলাপ, কাহিনী)
- মন যেখানে হৃদয় সেখানে (সংলাপ, কাহিনী)
- রাস্তার ছেলে (চিত্রনাট্য, কাহিনী)
- জটিল প্রেম (সংলাপ, কাহিনী)
- দেহরক্ষী (সংলাপ, কাহিনী)
- পাগল তোর জন্য রে (সংলাপ)
- অন্যরকম ভালোবাসা (কাহিনী)
- জোর করে ভালোবাসা হয় না (কাহিনী)
- মনের জ্বালা (কাহিনী)
- মাস্তানের উপর মাস্তান (সংলাপ, কাহিনী)
- মরণ কামড় (সংলাপ, কাহিনী)
- কুলি (সংলাপ, চিত্রনাট্য)
- রানী কেন ডাকাত (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- বিচ্ছু বাহিনী (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- বাঘিনীকন্যা (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- রবি মাস্তান (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- ভয়াবহ (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- লালু কসাই (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- রুখে দাঁড়াও (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- অন্ধ ভালবাসা (কাহিনী, সংলাপ, চিত্রনাট্য)
- বাবার আদেশ (কাহিনী, সংলাপ)
- তুমি আমার (কাহিনী)
ওয়েব ধারাবাহিক
সম্পাদনা- জিম্মি
বিতর্ক ও সমালোচনা
সম্পাদনা২০১৫ সালের ২৫ অক্টোবর বাংলা ট্রিবিউনের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেন ‘বাংলাদেশের প্রথম ছবি থেকে শুরু করে সবই তো নকল।’[৪] মন্তব্যটি নিয়ে মিডিয়াপাড়া, চলচ্চিত্রাঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর প্রতিবাদে ৩১ অক্টোবর কয়েকজন বিশিষ্ট পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে আব্দুল্লাহ জহির বাবুর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রটিতে উল্লেখ করা হয়, ‘…আমরা এ হেন মন্তব্যের তীব্র নিন্দা জানাই এবং সমিতি কর্তৃক বিষয়টি বিবেচনায় এনে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাই।’[৫]
২০২৩ সালের ২৩শে জুন, আব্দুল্লাহ জহির বাবুর বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন ভারতীয় অভিনেত্রী দর্শনা বণিক। তিনি বলেন এর প্রতিবাদ করায় তাকে না জানিয়েই চুক্তিবদ্ধ চলচ্চিত্র থেকে তাকে বাদ দিয়ে আরেকজন অভিনেত্রীকে তার চরিত্রে নেওয়া হয়। জবাবে বাবু বলেন বাংলাদেশের ডলার সংকট থাকার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এফডিসিতে কেউ নিরাপদ থাকবে না"। ঢাকা টাইমস নিউজ। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "70% screenplays by me are copied: Abdullah Zahir Babu"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২৮ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "স্ক্রিপ্ট রাইটিং ছেড়ে চাকরিতে আব্দুল্লাহ জহির বাবু"। দৈনিক ইনকিলাব অনলাইন। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "বাংলাদেশের প্রথম ছবি থেকে শুরু করে সবই তো নকল: আবদুল্লাহ জহির বাবু | বাংলা ট্রিবিউন"। বাংলা ট্রিবিউন। ২৫ অক্টোবর ২০১৫। ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "কাহিনীকার আব্দুল্লাহ জহির বাবুর বিরুদ্ধে অভিযোগপত্র | বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম"। বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩১ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "চুক্তির পর নায়িকাকে কোন রিসোর্টে নিয়ে যাওয়া হবে, 'ফান' করে বলেছিলেন গল্পকার!"। প্রথম আলো। ২৩ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আব্দুল্লাহ জহির বাবু (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে আব্দুল্লাহ জহির বাবু
- ফেসবুকে আব্দুল্লাহ জহির বাবু