আব্দুল্লাহ জহির বাবু

আব্দুল্লাহ জহির বাবু (জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৭১) হচ্ছেন একজন বাংলাদেশী চিত্রনাট্যকার, কাহিনীকার, সংলাপকার। ১০ মে ২০২৪ (2024-05-10)-এর হিসাব অনুযায়ী তিনি ৩১১ টি চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখেছেন।[]

আব্দুল্লাহ জহির বাবু
জন্ম
আব্দুল্লাহ্ জহির

(1971-09-19) ১৯ সেপ্টেম্বর ১৯৭১ (বয়স ৫২)
ঢাকা, বাংলাদেশ
শিক্ষাএম এস সি ( পদার্থ বিজ্ঞান)
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়[]
পেশা
  • চিত্রনাট্যকার
  • কাহিনীকার
  • সংলাপ রচয়িতা
কর্মজীবন১৯৯৪–বর্তমান
আদি নিবাসঢাকা
দাম্পত্য সঙ্গীফারজানা জহির
সন্তানকায়ানাত জহির (মেয়ে)
ওয়াসেক জহির (ছেলে)
পিতা-মাতা
  • জহিরুল হক(১৯৯৩) (পিতা)
  • সালিমা জহির (মাতা)
পুরস্কারবাচসাস পুরস্কার (১বার)

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

আবদুল্লাহ জহির বাবু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এম এস সি ডিগ্রি অর্জন করেছেন। তার স্ত্রীর নাম ফারজানা জহির। তাদের দুটি সন্তান, পুত্র ওয়াসেক জহির এবং কন্যা কায়ানাত জহির।[]

কর্মজীবন

সম্পাদনা

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত তুমি আমার চলচ্চিত্রের কাহিনীকার হিসেবে আবদুল্লাহ জহির বাবু চলচ্চিত্র শিল্পে যাত্রা শুরু করেন। চলচ্চিত্রটির পরিচালক জহিরুল হক তারা বাবা, ফলে ছোটবেলা থেকেই তিনি চলচ্চিত্র সংক্রান্ত কর্মকান্ডের সাথে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেছিলেন।

চলচ্চিত্র অন্যান্য কাজের তালিকা

সম্পাদনা

নির্বাচিত চলচ্চিত্র

সম্পাদনা

ওয়েব ধারাবাহিক

সম্পাদনা
  • জিম্মি

বিতর্ক ও সমালোচনা

সম্পাদনা

২০১৫ সালের ২৫ অক্টোবর বাংলা ট্রিবিউনের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেন ‘বাংলাদেশের প্রথম ছবি থেকে শুরু করে সবই তো নকল।’[] মন্তব্যটি নিয়ে মিডিয়াপাড়া, চলচ্চিত্রাঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর প্রতিবাদে ৩১ অক্টোবর কয়েকজন বিশিষ্ট পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে আব্দুল্লাহ জহির বাবুর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রটিতে উল্লেখ করা হয়, ‘…আমরা এ হেন মন্তব্যের তীব্র নিন্দা জানাই এবং সমিতি কর্তৃক বিষয়টি বিবেচনায় এনে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাই।’[]

২০২৩ সালের ২৩শে জুন, আব্দুল্লাহ জহির বাবুর বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন ভারতীয় অভিনেত্রী দর্শনা বণিক। তিনি বলেন এর প্রতিবাদ করায় তাকে না জানিয়েই চুক্তিবদ্ধ চলচ্চিত্র থেকে তাকে বাদ দিয়ে আরেকজন অভিনেত্রীকে তার চরিত্রে নেওয়া হয়। জবাবে বাবু বলেন বাংলাদেশের ডলার সংকট থাকার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এফডিসিতে কেউ নিরাপদ থাকবে না"ঢাকা টাইমস নিউজ। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  2. "70% screenplays by me are copied: Abdullah Zahir Babu"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২৮ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  3. "স্ক্রিপ্ট রাইটিং ছেড়ে চাকরিতে আব্দুল্লাহ জহির বাবু"দৈনিক ইনকিলাব অনলাইন। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  4. "বাংলাদেশের প্রথম ছবি থেকে শুরু করে সবই তো নকল: আবদুল্লাহ জহির বাবু | বাংলা ট্রিবিউন"বাংলা ট্রিবিউন। ২৫ অক্টোবর ২০১৫। ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  5. "কাহিনীকার আব্দুল্লাহ জহির বাবুর বিরুদ্ধে অভিযোগপত্র | বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম"বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩১ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  6. "চুক্তির পর নায়িকাকে কোন রিসোর্টে নিয়ে যাওয়া হবে, 'ফান' করে বলেছিলেন গল্পকার!"প্রথম আলো। ২৩ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা