সুইটহার্ট (চলচ্চিত্র)
সুইটহার্ট হলো ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী রোম্যান্টিক চলচ্চিত্র। ছবিটির গল্প রচনা ও প্রযোজনা করেছেন শামীম রেজা এবং চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং মোহাম্মদ রফিকুজ্জামান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, বিদ্যা সিনহা সাহা মীম, রিয়াজ, পারভীন সুলতানা দিতি, কাজী খুরশিদুজ্জামান উৎপল এবং শম্পা রেজা।[১][২]
সুইটহার্ট | |
---|---|
পরিচালক | ওয়াজেদ আলী সুমন |
প্রযোজক |
|
রচয়িতা |
|
চিত্রনাট্যকার | ওয়াজেদ আলী সুমন |
কাহিনিকার | শামীম রেজা |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার |
|
চিত্রগ্রাহক | সাইফুল শাহীন |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | ডিজিটাল মুভিজ |
পরিবেশক | টাইগার মিডিয়া লিমিটেড |
মুক্তি | ১২ ফেব্রুয়ারি, ২০১৬ |
স্থিতিকাল | ১৪৭ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পায়। এই ছবির "বিধাতা" গানে কণ্ঠ দিয়ে জেমস ১২তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা ছায়াছবির গান বিভাগে পুরস্কার লাভ করেন।[৩]
কাহিনি
সম্পাদনাবিলিনা (মিম) এবং রিচার্ড (রিয়াজ) খ্রিস্টান পরিবারের সন্তান। একসাথে বড় হওয়ার সময়, বিলিনা এবং রিচার্ড একে অপরের সাথে অভ্যস্ত হয়ে যায়। কিশোর বয়সে রিচার্ড উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান। রিচার্ড দূরে থাকাকালীন, বিলিনা জিসানের (বাপ্পি) সাথে পরিচিত হন, যিনি একজন মুসলিম পরিবারের সন্তান,। সময় যতই কাটতে থাকে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। তবে, এই সময়ে, রিচার্ড বিলিনার কাছে ফিরে আসেন এবং বিলিনাকে প্রস্তাব দেন এবং সম্প্রদায় এবং পরিবারের প্রচণ্ড চাপের কারণে বিলিনা তা গ্রহণ করেন। জিসানের সম্পর্কে বিলিনার যে অনুভূতি রয়েছে সে সম্পর্কে রিচার্ড কিছুই জানে না, না জেনেই রিচার্ড তাকে বিয়ে করেন এবং তবে শীঘ্রই, তবে তাদের বিবাহ জটিলে পরিণত হয়।
বিলিনার বিশ্বাসঘাতকতায় হৃদয়গ্রাহী জিসান মনে করে যে, রিচার্ডের ধন-সম্পদের কারণে বিলিনা তাকে ছেড়ে চলে গিয়েছিল, এবং জিসান সম্পদের সাম্রাজ্য গড়ে তোলার প্রতিজ্ঞা করে। চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যাবার সাথে সাথে, চলচ্চিত্রটির গল্পটি তিন ব্যক্তির মধ্যে প্রেমের ত্রিভুজকে কেন্দ্র করে আবর্তিত হয়, যাদের প্রেমটি চরম ঘৃণায় পরিণত হয়।
কুশীলব
সম্পাদনা- বাপ্পি চৌধুরী - জিসান
- বিদ্যা সিনহা সাহা মীম - প্রিলিনা
- রিয়াজ - রিচার্ড বাড়ই
- পারভীন সুলতানা দিতি - জিসানের মা
- কাজী খুরশীদুজ্জামান উৎপল - জনাব বাড়ই, রিচার্ডের বাবা
- শম্পা রেজা - মারিয়াহ রোজারিও, প্রিলিনার মা
- নীল - জর্জ
- প্রবীর মিত্র - ম্যানেজার
নির্মাণ
সম্পাদনাঅভিনয়শিল্পী নির্বাচন
সম্পাদনাছবির একটি অতিথি চরিত্রে কাজ করেছেন রিয়াজ। দীর্ঘ দুই বছরের বিরতির পর এই ছবিতে অভিনয় করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, "প্রথমে ছবিটিতে অভিনয় করতে চাইনি। ছবির প্রযোজক ও পরিচালকের অনুরোধে কাজটি করা। সেই সঙ্গে গল্পটি ভালো লেগেছে।"[৪] ছবির কেন্দ্রীয় পুরুষ চরিত্রের জন্য বাপ্পি চৌধুরীকে এবং কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য বিদ্যা সিনহা সাহা মীমকে নির্বাচন করা হয়।[৫] দুটি গুরুত্বপূর্ণ পার্শ্ব নারী চরিত্রে অভিনয় করেছেন পারভীন সুলতানা দিতি ও শম্পা রেজা। এছাড়া দুটি পার্শ্ব পুরুষ চরিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র ও কাজী খুরশীদুজ্জামান উৎপল।[৬]
চিত্রগ্রহণ
সম্পাদনামূল চিত্রগ্রহণ ২০১৪ সালে নম্ভেম্বরে মিম এবং বাপ্পির মাধ্যমে শুরু হয়।[৭] প্রথম পর্বের শুটিং ঢাকায় হয়, প্রায় ২০ শতাংশ চলচ্চিত্র এবং গানের শুটিং মালয়েশিয়ায় হয়। ছবিটি ঢাকায় ৪৫ দিন এবং মালয়েশিয়ায় ১২ দিনের জন্য শুটিং করা হয়েছিল।
মুক্তি
সম্পাদনাছবিটি জুলাই ২০১৫ সালে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে পরবর্তী-প্রযোজনার কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়। ছবিটি ১০ ফেব্রুয়ারি ২০১৬ সালে বসুন্ধরা সিটির স্টার সিনেমাপ্লেক্সে প্রিমিয়ার করা হয়। চলচ্চিত্রটির নির্মাতারা ভালোবাসা দিবস উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ২০১৬ সালে ছবিটিকে মুক্তি দেন। ছবিটি জাজ মাল্টিমিডিয়াসহ সমালোচক এবং দেশজুড়ে অনেক প্রযোজনা সংস্থার দ্বারা প্রশংসিত হয়। ছবিটি ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ৮১টি হলের পর্দায় দেখানো হয়।
সঙ্গীত
সম্পাদনাসুইটহার্ট | |
---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
মুক্তির তারিখ | ১ আগস্ট ২০১৫ ৮ ফেব্রুয়ারি ২০১৬ (আনুষ্ঠানিক মুক্তি) | (ডিজিটাল মুক্তি)
শব্দধারণের সময় | ২০১৫ |
ঘরানা | চলচ্চিত্রের গান |
দৈর্ঘ্য | ২৫:৪৬ |
ভাষা | বাংলা |
সঙ্গীত প্রকাশনী | টাইগার মিডিয়া লিমিটেড |
সুইটহার্ট (মূল চলচ্চিত্রের সঙ্গীত) থেকে একক গান | |
|
সুইটহার্ট চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন, হৃদয় খান, শফিক তুহিন এবং হাবিব ওয়াহিদ। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানের কথা লিখেছেন কবির বকুল ও শফিক তুহিন। গানে কণ্ঠ দিয়েছেন জেমস, আহমেদ হুমায়ূন, ক্রিস্টিনা চৈতি, হৃদয় খান, হাবিব ওয়াহিদ, নাজমুন মুনিরা ন্যান্সি ও সাবরিনা পড়শী। ছবিতে পাঁচটি গান রয়েছে। গানগুলো ২০১৫ সালের আগস্ট মাসে প্রকাশিত হয়। গানের স্বত্ব টাইগার মিডিয়া লিমিটেডের।[৮][৯] ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তির পূর্বে এর মিউজিক সেলিব্রেশন হয়।[১০]
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "এক ঝলকে" | কবির বকুল | হৃদয় খান | হৃদয় খান | ৪:২৫ |
২. | "এক মুঠো প্রেম" | কবির বকুল | হৃদয় খান | হৃদয় খান ও সাবরিনা পড়শী | ৪:৪৮ |
৩. | "ভাল করে ভালবাসাই হল না" | কবির বকুল | হাবিব ওয়াহিদ | নাজমুন মুনিরা ন্যান্সি ও হাবিব ওয়াহিদ | ৫:২৫ |
৪. | "কেনো রে তোর মাঝে" | সুদীপ কুমার দীপ | আহমেদ হুমায়ূন | আহমেদ হুমায়ূন ও ক্রিস্টিনা চৈতি | ৪:৩৯ |
৫. | "বিধাতা" | শফিক তুহিন | শফিক তুহিন | জেমস | ৫:২৭ |
৬. | "ভাল করে ভালবাসাই হল না (ধীর)" | কবির বকুল | হাবিব ওয়াহিদ | হাবিব ওয়াহিদ | : |
মূল্যায়ন
সম্পাদনাসমালোচকদের প্রতিক্রিয়া
সম্পাদনাএনটিভি অনলাইন-এ প্রদীপ সরকার ছবিতে চরিত্র নির্বাচন, মুসলমান ও খ্রিস্টান পরিবারের বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জা, ও লোকেশনের প্রাসঙ্গিকতার প্রশংসা করেন। তবে তিনি অতিরিক্ত যৌনতার ব্যবহার এবং জিসানের চরিত্রের "অতিরিক্ত বিশেষত্ব আরোপের" সমালোচনা করেন।[১১]
পুরস্কার
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mim and Bappy's Sweetheart begins shooting"। Dhaka Tribune। ২০১৪-১০-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৭।
- ↑ "মিম | আনন্দ বিনোদন | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। ২০১৯-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৭।
- ↑ আহমেদ, মিতুল (৮ অক্টোবর ২০১৭)। "শফিক তুহিনের লেখা ও সংগীত পরিচালনায় জেমসের বাজিমাৎ"। চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৭।
- ↑ "'সুইটহার্ট' নিয়ে যা বললেন রিয়াজ, মিম ও বাপ্পী"। দৈনিক প্রথম আলো। ৮ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৭।
- ↑ "'সুইটহার্ট কেবল একজনই'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩১ জানুয়ারি ২০১৬। ৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৭।
- ↑ "তবুও মুক্তি পাচ্ছে ইংরেজি নামে চলচ্চিত্র"। দৈনিক জনকণ্ঠ। ১ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ভালোবাসা দিবসে আসছেন রিয়াজ-মীম-বাপ্পি"। বিডি মর্নিং। ১৮ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৬।
- ↑ "'Sweetheart' to be released on Valentine's Day 2016"। দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭।
- ↑ "Mim to celebrate birthday at home"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭।
- ↑ "১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'সুইটহার্ট'"। দৈনিক মানবকণ্ঠ। ৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ সরকার, প্রদীপ (২০ ফেব্রুয়ারি ২০১৬)। "'সুইটহার্ট'-এর রেশ যেন থেকেই যায়"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড' পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৯ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুইটহার্ট (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে সুইটহার্ট