টপ হিরো
টপ হিরো একটি বাংলাদেশী অ্যাকশনধর্মী চলচ্চিত্র। চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন মনতাজুর রহমান আকবর। নাম ভুমিকায় আছে শাকিব খান। এটির প্রযোজনা পরিবেশনায় আছে স্টারপ্লাস। ২০১০ সালে ৯ অক্টোবর ছবিটি মুক্তি পায়।[১][২][৩] এটি মূলত তামিল মুদালভান (১৯৯৯) ও পশ্চিমবঙ্গের মিনিস্টার ফাটাকেষ্ট (২০০৭) থেকে অনুপ্রাণিত।
টপ হিরো | |
---|---|
![]() | |
পরিচালক | মনতাজুর রহমান আকবর |
প্রযোজক | মনতাজুর রহমান আকবর |
চিত্রনাট্যকার | মনতাজুর রহমান আকবর |
কাহিনিকার | কমল সরকার, আবদুল্লাহ জহির বাবু |
উৎস | এস. শঙ্কর-এর মুদালভান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | কবির বকুল কাজী জামাল |
চিত্রগ্রাহক | আসাদুজ্জামান মজনু |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | স্টারপ্লাস |
মুক্তি | ৯ অক্টোবর ২০১০ |
দৈর্ঘ্য | ১৬০ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনীসম্পাদনা
সন্ত্রাসী বাদশা প্রশাসনের যোগসাজসে শহরকে মগের মুলুকে পরিণত করেছে। ছিনতাই, চাদাবাজি,খুন, গুম, জমি দখলে অতিষ্ট হয়ে উঠেছে নগরবাসী। অনেকে সর্বস্বান্ত হয়েছে,আর অনেকে হারিয়েছে প্রিয়জনকে। বিচার চাওয়াটাও যেন অন্যায়। মামলা করলে বাড়তি ক্ষতির সম্মুখীন হতে হয়। কিন্তু আর কতদিন অপরাধীর কাছে জিম্মি হয়ে থাকবে শান্তিকামী সাধারণ মানুষ? আর কতজনের প্রাণ যাবে সন্ত্রাসী বাদশার হাতে? কে ঠেকাবে বাদশাকে? বাদশার ত্রাসের রাজত্ব ধ্বংস করে দেওয়ার মতো একজনই আছে শহরে। তিনি হচ্ছেন টপ হিরো।[১][২][৪]
অভিনয়েসম্পাদনা
- শাকিব খান - হিরো, টপ হিরো, হারুন
- অপু বিশ্বাস - কাহিনি
- প্রবীর মিত্র - স্যার
- মিশা সওদাগর - বাদশা
- মাইকেল
- রেহানা জলি
- রেবেকা
- প্রার্থনা ফারদিন দিঘী
- জিল্লুর রহমান
- রাজু সরকার
- শিবা সানু
- কাবিলা - কাবিলা
- নাসরিন
- সাগর শিকদার
সংগীতসম্পাদনা
গানের তালিকা | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | গায়ক/গায়িকা | দৈর্ঘ্য |
১. | "ভালোবাসার পৃথিবীটা" | কবির বকুল | ইমন সাহা | এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী | |
২. | "আফসানা আফসানা" | আলম শাহ | আলম শাহ | মনির খান | |
৩. | "ভাবি আমার ভাবি" | কবির বকুল | আলম শাহ | রিজিয়া পারভিন | |
৪. | "মরলে বন্ধু মাটি হবো" | ফয়সাল রাব্বিকিন | কবির বকুল | পূলক | |
৫. | "রঙ্গীলা বউ" | আলম শাহ্ | আলম শাহ্ | আলম শাহ্, রিজিয়া পারভিন |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "টপ হিরো (Top Hero) - বাংলা মুভি ডেটাবেজ"। বাংলা মুভি ডেটাবেজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৩।
- ↑ ক খ "টপ হিরো"। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'এন্ট্রিই হয়েছে ফাইট দিয়ে'"। www.kalerkantho.com। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৫।
- ↑ "অপুর লক্ষ্য 'টপ হিরো'!"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৩।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে টপ হিরো (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে টপ হিরো