টপ হিরো

বাংলাদেশী চলচ্চিত্র

টপ হিরো একটি বাংলাদেশী অ্যাকশনধর্মী চলচ্চিত্র। চিত্রনাট্য, পরিচালনা ও  প্রযোজনা করেছেন মনতাজুর রহমান আকবর। নাম ভুমিকায় আছে শাকিব খান। এটির প্রযোজনা পরিবেশনায় আছে স্টারপ্লাস। ২০১০ সালে ৮ অক্টোবর ছবিটি মুক্তি পায়।[১][২][৩] এটি মূলত তামিল মুদালভান (১৯৯৯) ও পশ্চিমবঙ্গের মিনিস্টার ফাটাকেষ্ট (২০০৭) থেকে অনুপ্রাণিত।

টপ হিরো
পরিচালকমনতাজুর রহমান আকবর
প্রযোজকমনতাজুর রহমান আকবর
চিত্রনাট্যকারমনতাজুর রহমান আকবর
কাহিনিকারকমল সরকার, আবদুল্লাহ জহির বাবু
উৎসএস. শঙ্কর-এর মুদালভান
শ্রেষ্ঠাংশে
সুরকারকবির বকুল
কাজী জামাল
চিত্রগ্রাহকআসাদুজ্জামান মজনু
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
স্টারপ্লাস
পরিবেশকস্টারপ্লাস
মুক্তি৮ অক্টোবর ২০১০; ১৩ বছর আগে (2010-10-08)
স্থিতিকাল১৬০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সম্পাদনা

সন্ত্রাসী বাদশা প্রশাসনের যোগসাজসে শহরকে মগের মুলুকে পরিণত করেছে। ছিনতাই, চাদাবাজি,খুন, গুম, জমি দখলে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। অনেকে সর্বস্বান্ত হয়েছে,আর অনেকে হারিয়েছে প্রিয়জনকে। বিচার চাওয়াটাও যেন অন্যায়। মামলা করলে বাড়তি ক্ষতির সম্মুখীন হতে হয়। কিন্তু আর কতদিন অপরাধীর কাছে জিম্মি হয়ে থাকবে শান্তিকামী সাধারণ মানুষ? আর কতজনের প্রাণ যাবে সন্ত্রাসী বাদশার হাতে? কে ঠেকাবে বাদশাকে? বাদশার ত্রাসের রাজত্ব ধ্বংস করে দেওয়ার মতো একজনই আছে শহরে। তিনি হচ্ছেন টপ হিরো।[১][২][৪]

অভিনয়ে সম্পাদনা

সংগীত সম্পাদনা

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারসুরকারগায়ক/গায়িকাদৈর্ঘ্য
১."ভালোবাসার পৃথিবীটা"কবির বকুলইমন সাহাএন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী 
২."আফসানা আফসানা"আলম শাহআলম শাহমনির খান 
৩."ভাবি আমার ভাবি"কবির বকুলআলম শাহরিজিয়া পারভিন 
৪."মরলে বন্ধু মাটি হবো"ফয়সাল রাব্বিকিনকবির বকুলপূলক 
৫."রঙ্গীলা বউ"আলম শাহ্আলম শাহ্আলম শাহ্, রিজিয়া পারভিন 

তথ্যসূত্র সম্পাদনা

  1. "টপ হিরো (Top Hero) - বাংলা মুভি ডেটাবেজ"বাংলা মুভি ডেটাবেজ (ইংরেজি ভাষায়)। ২০১৬-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৩ 
  2. "টপ হিরো"। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "'এন্ট্রিই হয়েছে ফাইট দিয়ে'"www.kalerkantho.com। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৫ 
  4. "অপুর লক্ষ্য 'টপ হিরো'!"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৩ 

বহিঃসংযোগ সম্পাদনা