এস. শঙ্কর
শঙ্কর শনমুগাম (জন্ম: ১৭ই অগাস্ট, ১৯৬৩), এস. শঙ্কর বা শঙ্কর নামে অধিক পরিচিত, হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক। তিনি প্রধানত তামিল চলচ্চিত্রে কাজ করেন। তিনি ভারতের অন্যতম সেরা এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক।[২] তার চলচ্চিত্রগুলি সাধারণত সমসাময়িক সামাজিক সমস্যা, সতর্ক থিম এবং অত্যাধুনিক প্রযুক্তি এবং ভিএফএক্সের ব্যবহার নিয়ে কাজ করে ।
এস. শঙ্কর | |
---|---|
জন্ম | শঙ্কর শনমুগাম ১৭ আগস্ট ১৯৬৩[১] |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার |
কর্মজীবন | ১৯৯৩–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | এশ্বরী শঙ্কর |
সন্তান |
|
তিনি কে. টি. কুঞ্জুমোন-এর প্রযোজনায় জেন্টেলম্যান (১৯৯৩) ছবি পরিচালনার মাধ্যমে প্রথম পরিচালনায় পদার্পণ করেন, সেই ছবির জন্য তাকে শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল ও শ্রেষ্ঠ পরিচালক বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার পুরস্কার প্রদান করা হয়।[৩]
তার দুটি ছবি, ইন্ডিয়ান (১৯৯৬) এবং জিন্স (১৯৯৮), ভারতীয় প্রাতিষ্ঠানিক পুরস্কার – সেরা বিদেশী ভাষার ছবি কর্তৃক প্রদানকৃত। এমজিআর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করে।
প্রাথমিক জীবন
সম্পাদনাশঙ্কর ১৯৬৩ সালে ১৭ই অগাস্ট তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলার কুম্ভকোণমে জন্ম গ্রহণ করেন। তার পিতামাতা হলো মুথুলক্ষ্মী এবং শানমুগাম। তিনি সেন্ট্রাল পলিটেকনিক কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন এবং চলচ্চিত্র শিল্পে প্রবেশের আগে একটি টাইপরাইটিং কোম্পানিতে কাজ করেন।[১][৪]
চিত্রনাট্যকার হিসেবে এস এ চন্দ্রশেখর তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়ে আসেন, যিনি ঘটনাক্রমে শঙ্কর এবং তার দলের তৈরি নাটকের স্টেজ শো দেখেছিলেন। যদিও, তিনি একজন অভিনেতা হতে চেয়েছিলেন, তার পরিবর্তে তিনি একজন পরিচালক হতে বেছে নিয়েছিলেন এবং ভারতীয় সিনেমার অন্যতম প্রধান পরিচালক হয়েছিলেন।[৪][৫]
কর্মজীবন
সম্পাদনানব্বইয়ের দশক
সম্পাদনাশঙ্কর এস. এ. চন্দ্রশেখর ও পাভিত্রণ মতন পরিচালকদের কাছে সহকারী পরিচালক রূপে তার কর্মজীবন শুরু করেছিলেন।[১] হিন্দি চলচ্চিত্রে সহকারী পরিচালকরূপে রাজেশ খান্নার প্রযোজনায় ও জয় শিব শঙ্কর-এর পরিচালনায় পরিচালক এস. এ. চন্দ্রশেখরের নিকট তার প্রথম হাতেখড়ি হয়। ১৯৯৩ সালে, তিনি প্রথম জেন্টেলম্যান ছবি দিয়ে মূল পরিচালনায় হাত দেন। যেখানে মূল চরিত্রে অভিনয় করেন অর্জুন সারজা, সেসময়ে তামিল চলচ্চিত্রে যেটি ছিল সর্বোচ্চ বাজেটকৃত ছবি। পরে ছবিটি ভালোভাবে সমাদৃত হয় এবং ব্লকবাস্টার ছবি রূপে স্বীকৃতি পায়।[৬]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাশংকরের পরিবার তার পিতা শনমুগাম, মাতা মুথুলাক্সমি, তার স্ত্রী হলেন এশ্বরী, দুই কন্যা এবং এক পুত্র নিয়ে গঠিত।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাপরিচালক, লেখক ও প্রযোজক রূপে
সম্পাদনাসাল | ছবি | Credited as | টীকা | ||
---|---|---|---|---|---|
পরিচালক | প্রযোজক | দৃশ্যপটলেখক | |||
১৯৯৩ | জেন্টলম্যান | হ্যাঁ | হ্যাঁ | ||
১৯৯৪ | কাদালান | হ্যাঁ | হ্যাঁ | ||
দ্য জেন্টেলম্যান | হ্যাঁ | হিন্দি ছবি | |||
১৯৯৬ | ইন্ডিয়ান | হ্যাঁ | হ্যাঁ | ||
১৯৯৮ | জিন্স | হ্যাঁ | হ্যাঁ | ||
১৯৯৯ | মুদালভান | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
২০০১ | নায়ক | হ্যাঁ | হ্যাঁ | হিন্দি ছবি | |
২০০৩ | বয়জ | হ্যাঁ | হ্যাঁ | ||
২০০৪ | কাদাল | হ্যাঁ | |||
২০০৫ | আন্নিয়ান | হ্যাঁ | হ্যাঁ | ||
২০০৬ | ইমসাই আরাসান ২৩ এম পুলিকেসি | হ্যাঁ | |||
ভেয়িল | হ্যাঁ | ||||
২০০৭ | শিবাজী:দ্য বস | হ্যাঁ | হ্যাঁ | ||
কাল্লোরি | হ্যাঁ | ||||
২০০৮ | আরাই এন ৩০৫-ইল কাডাভুল | হ্যাঁ | |||
২০০৯ | এরাম | হ্যাঁ | |||
২০১০ | রেত্তাইসুৎজি | হ্যাঁ | |||
আনন্দপুরাথু ভিরু | হ্যাঁ | ||||
এন্থিরান: দ্য রোবট | হ্যাঁ | হ্যাঁ | |||
২০১২ | নানবান | হ্যাঁ | হ্যাঁ | ||
২০১৫ | আই | হ্যাঁ | হ্যাঁ | ||
২০১৮ | ২.০ | হ্যাঁ | হ্যাঁ | এন্থিরান এর সিকুয়েল |
অন্যান্য কৃতিত্বময় কর্মকান্ডসমূহ
সম্পাদনাসাল | ছবি | টীকা |
---|---|---|
১৯৮৬ | ভাসান্থা রাগাম | Uncredited role as a printing press worker |
পুভাম পূয়ালাম | Uncredited role | |
১৯৯০ | সিথা | Uncredited role |
১৯৯৪ | কাধালান | Lyricist for "Pettai Rap" Special appearance in the song "Kadhalikum Pennin" |
২০০৭ | শিভাজি: দ্য বস | Special appearance in the song "Balleilakka" |
২০১০ | এন্থিরান | বিশেষ অতিথি |
২০১২ | নানবান | Special appearance in the song "Asku Laska" |
সুনাম
সম্পাদনাএকাডেমিক পুরকারের জন্য অর্পণ
সম্পাদনাসাল | ছবি | বিষয়শ্রেণী | ফলাফল |
---|---|---|---|
১৯৯৬ | ইন্ডিয়ান | সেরা বিদেশী ভাষা চলচ্চিত্র | Submitted |
১৯৯৮ | জিন্স |
সাল | ছবিসমূহ | বিষয়শ্রেণী | ফলাফল |
---|---|---|---|
২০০৮ | ভেইল | সেরা ফিচার চলচ্চিত্র - তামিল | বিজয়ী |
সাল | ছবি | বিষয়শ্রেণী | ফলাফল |
---|---|---|---|
১৯৯৪ | জেন্টেলম্যান | ফিল্মফেয়ার পুরস্কার সেরা পরিচালক – তামিল সেরা পরিচালক | বিজয়ী |
১৯৯৫ | কাদালান | ||
২০০৬ | আন্নিয়ান | ||
২০০৭ | ভেইল | ফিল্মফেয়ার পুরস্কার সেরা ছবি – তামিল | |
২০০৮ | শিভাজি: দ্য বস | সেরা পরিচালক | মনোনীত |
২০১১ | এন্থিরান: দ্য রোবট | ||
২০১৬ | আই |
সাল | ছবি | বিষয়শ্রেণী | ফলাফল |
---|---|---|---|
১৯৯৩ | জেন্টেলম্যান | সেরা পরিচালক | বিজয়ী |
১৯৯৬ | ইন্ডিয়ান | সেরা ফিচার ছবি (প্রথম পুরস্কার) | |
২০০৫ | আন্নিয়ান | সেরা ফিচার ছবি (দ্বিতীয় পুরস্কার) | |
সেরা পরিচালক | |||
২০০৬ | ভেইল | সেরা ফিচার ছবি (প্রথম পুরস্কার) | |
২০০৭ | শিভাজি: দ্য বস |
সাল | ছবি | বিষয়শ্রেণী | ফলাফল |
---|---|---|---|
২০১০ | এন্থিরান: দ্য রোবট | প্রিয় পরিচালক | বিজয়ী |
২০১৩ | Chevalier Sivaji Ganesan Award for Excellence in Indian Cinema |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "Director Shankar — Director, Producer, Writer, picture, biography, profile, info and favourites"। Nilacharal.com। ৩ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১১।
- ↑ "Demystifying India's highest paid film-maker - the elusive S Shankar"। Mumbai Mirror। The Economic Times। ৩ অক্টোবর ২০১০। ২ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৭।
- ↑ "Demystifying India's highest paid film-maker - the elusive S Shankar"। Mumbai Mirror। The Economic Times। ৩ অক্টোবর ২০১০। ৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৭।
- ↑ ক খ kalki magazine 1994-12-04 (Tamil ভাষায়)। ১৯৯৪-১২-০৪।
- ↑ "Rediff On The Net, Movies:An interview with Shankar"। www.rediff.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৫।
- ↑ "Director Shankar's Interview"। Behindwoods। ২০ জানুয়ারি ২০০৫। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১১।