কাদাল
কাদাল (তামিল: காதல், অনুবাদ 'প্রেম') হচ্ছে ২০০৪ সালে মুক্তি প্রাপ্ত একটি তামিল রোমান্টিক ড্রামা ট্র্যাজেডি চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনী একটি বাস্তব জীবনের কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত হয়েছিলো। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন বালাজি শক্তিবেল এবং প্রযোজক ছিলেন এস. শঙ্কর। চলচ্চিত্রটিতে নবাগত ভরত এবং সন্ধ্যা নায়ক-নায়িকার ভূমিকায় ছিলেন। চলচ্চিত্রটি মুক্তির পর মোটামুটি ভালোই ব্যবসা করতে পেয়েছিলো।[১] চলচ্চিত্রটি তেলুগু ভাষায় প্রেমিস্থে নামে অনুবাদ করে মুক্তি দেয়া হয়েছিলো। কন্নড় ভাষায় চলচ্চিত্রটি চেলুভিনা চিত্তারা নামে পুনর্নির্মিত হয়ে ২০০৭ সালে মুক্তি পেয়েছিলো, ২০০৮ সালে চলচ্চিত্রটির বাংলা পুনর্নির্মিত সংস্করণ চিরদিনই তুমি যে আমার মুক্তি পেয়েছিলো।[২]
কাদাল | |
---|---|
পরিচালক | বালাজি শক্তিবেল |
প্রযোজক | এস. শঙ্কর |
রচয়িতা | বালাজি শক্তিবেল |
শ্রেষ্ঠাংশে | ভরত সন্ধ্যা সুকুমার |
সুরকার | জোশুয়া শ্রীধর |
চিত্রগ্রাহক | বিজয় মিল্টন |
সম্পাদক | জি শশীকুমার |
পরিবেশক | এস পিকচার্স |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | তামিল |
নির্মাণব্যয় | ₹১.২৫ কোটি |
আয় | ₹১০ কোটি |
সারাংশ
সম্পাদনাঐশ্বর্যা নামের একটি বিদ্যালয় পড়ুয়া মেয়ে মুরুগান নামের একটি স্কুটার মেকানিক গরীব ছেলের সঙ্গে প্রেম করে; ঐশ্বর্যার পরিবার এটা মেনে নেয়না কারণ তার পরিবার আর্থিকভাবে সচ্ছল। ঐশ্বর্যা মুরুগানকে পালিয়ে বিয়ে করে এবং পরে অনেক ঝামেলার পরে মুরুগানকে বেধড়ক মার দেয় ঐশ্বর্যার পরিবারের সদস্যারা, ওদের বিয়ে মেনে নেওয়া হয়না। ঐশ্বর্যাকে পরে আরেকজনের সঙ্গে বিয়ে দেওয়া হয় আর ঐশ্বর্যা বহু বছর পরে রাস্তায় এক মানসিক ভারসাম্যগ্রস্ত ভিখারীকে দেখে চিনতে পারে যে এই সেই মুরুগান যার সঙ্গে সে একদিন প্রেম করতো।
অভিনয়ে
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.hindu.com/fr/2006/12/24/stories/2004122402850300.htm[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://www.bharatstudent.com/ (২০০৮-০৯-০২)। "'Chirodini Tumi Je Amaar' shines with audience - Bollywood News & Gossips"। Bharatstudent.com। ২০০৮-০৯-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-১৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কাদাল (ইংরেজি)