সন্ধ্যা (অভিনেত্রী)
সন্ধ্যা (জন্মঃ ১৯৮৮) ভারতের একজন অবসরপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেত্রী। তিনি তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করতেন। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত কাদাল ছিলো তার অভিনীত প্রথম চলচ্চিত্র যে চলচ্চিত্রটি পশ্চিমবঙ্গে চিরদিনই তুমি যে আমার নামে পুনঃনির্মিত হয়েছিলো। কাদাল (২০০৪) চলচ্চিত্রটির জন্য সন্ধ্যা শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল জিতেছিলেন। কাদাল চলচ্চিত্রের পর তিনি একটি মালয়ালম চলচ্চিত্রে কাজ করেন এবং এরপর অভিনেতা জীবের সঙ্গে ঢিশুম (২০০৬) চলচ্চিত্রে অভিনয় করেন, যেটি ছিলো তামিল ভাষার। চলচ্চিত্র জীবনে কাদাল ছাড়া আর কোনো উল্লেখযোগ্য চলচ্চিত্রে সন্ধ্যা অভিনয় করেননি বিধায় তাকে অনেকে 'কাদাল সন্ধ্যা' বলে ডাকে। ২০০৬ সালে তিনি সিলামবারাসান অভিনীত ভাল্লাভান চলচ্চিত্রে অভিনয় করেন, এই চলচ্চিত্রে নয়নতারা এবং রীমা সেনও ছিলেন এবং এই চলচ্চিত্রটিতে সন্ধ্যার খুবই একটি ছোটো চরিত্র ছিলো।[২]
সন্ধ্যা | |
---|---|
জন্ম | রেবতী ২৭ সেপ্টেম্বর ১৯৮৮[১] তিরুবনন্তপুরম, কেরল, ভারত |
অন্যান্য নাম | কাদাল সন্ধ্যা |
কর্মজীবন | ২০০৪-২০১৬ |
দাম্পত্য সঙ্গী | ভেঙ্কট চন্দ্রশেখর (বি. ২০১৫) |
সন্তান | ১ |
২০২০ সালে তিনি সান টিভিতে তামিল নাটকে অভিনয় করা শুরু করেন।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাসন্ধ্যার জন্মনাম ছিলো রেবতী, চেন্নাইতে বড় হওয়া সন্ধ্যা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছিলেন।[৩] ২০১৫ সালে বিয়ে করার পর আর চলচ্চিত্রে অভিনয় করবেননা বলে সন্ধ্যা সিদ্ধান্ত নিয়েছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Raghavan, Nikhil (২৫ ডিসেম্বর ২০০৯)। "Merry days are here"। The Hindu। Chennai। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১১।
- ↑ https://www.filmibeat.com/tamil/news/2018/kaadhal-sandhya-found-her-role-simbu-s-vallavan-be-big-disappointment-280936.html
- ↑ "Archived copy"। ১৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সন্ধ্যা (ইংরেজি)