শান্ত কেন মাস্তান
শান্ত কেন মাস্তান হচ্ছে ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী অপরাধধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর ও আরমান প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন আরমান। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও শাহনাজ, এছাড়াও রাজ্জাক, ডলি জহুর ও হুমায়ুন ফরিদী, দিলদার ও মিশা সওদাগর সহ আরও অনেকে। এটি ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি চলচ্চিত্র জিদ্দি (১৯৯৭)-এর পুনঃনির্মাণ, যা ১৯৯৮ সালে ধার্মা নামে তামিল ভাষায় পুনঃনির্মিত হয়। চলচ্চিত্রটি ৯০ লাখ টাকা বাজেটে নির্মিত হয়ে প্রায় ৮ কোটি টাকা আয় করে।[১][২][৩]
শান্ত কেন মাস্তান | |
---|---|
পরিচালক | মনতাজুর রহমান আকবর |
প্রযোজক | আরমান |
কাহিনিকার | আব্দুল্লাহ জহির বাবু |
উৎস | জিদ্দি (১৯৯৭) |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | প্রণব ঘোষ |
চিত্রগ্রাহক | আসাদুজ্জামান মজনু |
সম্পাদক | আমজাদ হোসেন |
প্রযোজনা কোম্পানি | আরমান প্রোডাকশন |
পরিবেশক | আরমান প্রোডাকশন |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৯০ লাখ |
আয় | ১০.৫০ কোটি |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাশান্তর ছোট বোন জুঁইকে ধর্ষণের চেষ্টা করে সাদেক। প্রতিশোধ নিতে গিয়ে সাদেককে খুন করে শান্ত। মামলায় সাক্ষী করা হয় শান্তর বাবা উকিল মির্জা সাহেবকে। ছেলেকে আইনের হাতে তুলে দেন মির্জা। চার বছরের সাজা হয় শান্তর। জেলফেরত শান্তকে বাড়ি থেকে তাড়িয়ে দেন মির্জা। মাস্তানির পথ বেছে নেয় শান্ত।[৪][১]
অভিনয়ে
সম্পাদনা- মান্না - শান্ত
- শাহনাজ - বন্যা
- ডলি জহুর - শান্তর মা
- হুমায়ুন ফরিদী - জাফর
- রাজ্জাক - উকিল মির্জা
- মিশা সওদাগর - মজিদ
- নাসরিন - জুঁই
- দিলদার
- সুরুজ বাঙ্গালী
- কাবিলা - মিস্টার লাল
- ইলিয়াস কোবরা
- ড্যানি রাজ
- সিরাজ হায়দার
- কমল
- আমির সিরাজী
- সৈয়দ আখতার আলী
- নার্গিস আক্তার মর্জিনা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "শান্ত কেন মাস্তান (Shanto Keno Mastan) - বাংলা মুভি ডেটাবেজ"। বাংলা মুভি ডেটাবেজ (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৩।
- ↑ "Shanto Keno Mastan"। Suruj Bangali, Ilias Cobra, Dildar। ১৯৯৮।
- ↑ "সিনে ঘর"। www.cineghar.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১১।
- ↑ Kantho, Kaler। "চলচ্চিত্র | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শান্ত কেন মাস্তান (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে শান্ত কেন মাস্তান