রংবাজ (২০১৭-এর চলচ্চিত্র)
রংবাজ শামীম আহমেদ রনি এবং আব্দুল মান্নান এর যৌথ পরিচালনায় নির্মিত ২০১৭ সালের বাংলাদেশী চলচ্চিত্র।[১] এটি শ্রীকান্ত মেহতা ও মহেন্দ্র সনির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং রুপরং ফিল্ম লিমিটেড এর ব্যানারে নির্মাণ করা হয়। এটি ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মাণ করা প্রথম চলচ্চিত্র যা শুধুমাত্র বাংলাদেশী প্রেক্ষগৃহে মুক্তি দেওয়া হয়।[২] চলচ্চিত্রটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এন্টারটেইন্টমেন্টের ব্যানারে নির্মিত প্রথম কোন বাংলাদেশী উদ্যোগ। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন সুপারস্টার শাকিব খান[৩][৪] এবং শবনম বুবলি[৫][৬] এছাড়াও সহ-তারকা হিসেবে রজতাভ দত্ত, অমিত হাসান এবং সাদেক বাচ্চু অভিনয় করেন।
রংবাজ | |
---|---|
পরিচালক | আব্দুল মান্নান গাজীপুরি শামীম আহমেদ রনি |
প্রযোজক | শ্রীকান্ত মহতা মহেন্দ্র সোনি |
রচয়িতা | আব্দুল্লাহ জহির বাবু |
চিত্রনাট্যকার | শামীম আহমেদ রনি |
কাহিনিকার | আব্দুল্লাহ জহির বাবু |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলী আকরাম শুভ |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস রুপরং ফিল্মস লিমিটেড |
পরিবেশক | রুপরং ফিল্মস লিমিটেড (বাংলাদেশ) |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০১৭ সালে ২ সেপ্টেম্বর ঈদুল আযহা উপলক্ষে প্রায় ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।[৭]
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- শাকিব খান - সাল্লু রংবাজ
- শবনম বুবলি - বুবলি
- রজতাভ দত্ত
- অমিত হাসান - অমিত চৌধুরি
- সাদেক বাচ্চু - চাচ্চু
উৎপাদন
সম্পাদনারঙ্গবাজারের শুটিং ১৮ এপ্রিল ২০১৭ সালে শুরু হয়। ছবিটির প্রথম ভাগের সম্পূর্ণভাবে পাবনায় ১০ দিন ধরে চিত্রিত হয়। ছবিটি দ্বিতীয় ভাগের শুটিং ঢাকায় করা হয়। চলচ্চিত্রের শেষ ভাগের শুটিং ঢাকা ও পাবনায় চিত্রিত করা ও এতে সময় লাগে ৩০ দিন। সুইজারল্যান্ড এবং ইতালিতে বিভিন্ন স্থানে চলচ্চিত্রেরর সঙ্গীতগুলির জন্য শুটিং করা হয়।[৮][৯][১০] এছাড়া কিছু কলকাতায়ও চিত্রিত করা হয়। চলচ্চিত্রটির শুটিং শেষ করতে সময় লাগে ৪৫ দিন।
সাউন্ডটেক
সম্পাদনাচলচ্চিত্রটির গান লিখেছেন আলী আকরাম শুভ, সাব্বি গুপ্ত ও দেবু। চলচ্চিত্রটির প্রথম গান "ঘুম আমার" ২০ আগস্ট ২০১৭ তারিখে ইউটিউবে মুক্তি দেওয়া হয়।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | সুরকার | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "ঘুম আমার" | আলী আকরাম শুভ | জুবিন নটিয়াল, প্রশস্তিত পাল | ০৪:৩৫ |
২. | "রংবাজ" | দেবু | শত্রুজিত | ০২:৩৭ |
৩. | "রিমঝিম" | দেবু | মোহাম্মাদ ইরফান, অন্তরা মিত্র | ০৪:১২ |
৪. | "তুই চাদ ঈদের" | স্যাভি গুপ্ত | স্যাভি গুপ্ত, নন্দিনী দেব | ০৪:১২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "স্টাইলিস 'রংবাজ'"। banglanews24। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "'রংবাজ' সিনেমার মহরতে শাকিব ও বুবলি"। Bdnews24। ১৪ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "Shakib Khan's stunning new look"। dhakatribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "রংবাজ সিনেমায় ভিন্নরুপে হাজির শাকিব খান"। দৈনিক ইত্তেফাক। ১০ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "এবার শাকিব-বুবলীর 'রংবাজ'"। ইত্তেফাক। ২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "'রংবাজ'-এ শাকিবের নায়িকা বুবলি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "Rangbaaz coming this Eid"। banglanews24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "সুইজারল্যান্ডে 'রংবাজ'"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "এখনো চলছে ঈদের ছবির শুটিং"। প্রথম আলো। ১৪ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "সবচেয়ে সুন্দর দেশে শাকিব-বুবলী"। shadhinbangla24। ১৯ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ফেসবুকে রংবাজ
- বাংলা মুভি ডেটাবেজে রংবাজ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রংবাজ (ইংরেজি)