বিদ্রোহী (চলচ্চিত্র)
বিদ্রোহী ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র।[১] চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহীন সুমন এবং শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।[২][৩] চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলি ও অভিষিক্ত সুচিস্মিতা মৃদুলা।[৪] সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু, ডন, সাবেরি আলম প্রমুখ বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।[৫] ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর হতে প্রায় দেড় বছর সময় নিয়ে চলচ্চিত্রটির নির্মাণ সম্পন্ন হয়।[৬][৭] নির্মাণাধীন অবস্থায় চলচ্চিত্রটির নাম কয়েকবার পরিবর্তন করা হয়।[৭] বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি বিদ্রোহী নামে ছাড়পত্র পায়।[৬][৮] চলচ্চিত্রটি ২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তির জন্য নির্ধারিত ছিল। করোনাভাইরাস মহামারীর কারণে চলচ্চিত্রটি নির্ধারিত সময়ে মুক্তি পায়নি। অবশেষে ২০২২ সালের ৩ মে বাংলাদেশের ১০২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৯] ৩.৩০ হতে ৩.৫০ কোটি বাজেটের চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহ হতে আয় ১ কোটি অতিক্রম করেনি, ফলে বিদ্রোহী ব্যবসায়িক সফলতা পায়নি।
বিদ্রোহী | |
---|---|
পরিচালক | শাহীন সুমন |
প্রযোজক | সেলিম খান |
চিত্রনাট্যকার | দেলোয়ার হোসেন দিল |
কাহিনিকার | দেলোয়ার হোসেন দিল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | |
চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | শাপলা মিডিয়া শাহীন এন্টারপ্রাইজ |
পরিবেশক | শাপলা মিডিয়া |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৪ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৳ ৩.৩০ থেকে ৩.৫০ কোটি |
আয় | ↓ ৳ ১.০ কোটি (বক্স অফিস) |
অভিনয়শিল্পী
সম্পাদনা- শাকিব খান
- শবনম বুবলি
- সুচিস্মিতা মৃদুলা[১০]
- সাদেক বাচ্চু
- মিশা সওদাগর
- অমিত হাসান
- সাবেরি আলম
- রেবেকা
- জাদু আজাদ
- মানস বন্দ্যোপাধ্যায়
- সুব্রত
- জ্যাকি আলমগীর
- কমল পাটেকার
- ডন
- শিবা শানু
- বিপাশা কবির
- পীরজাদা হারুন
এছাড়াও বিভিন্ন গৌণ চরিত্রে ববি, ব্রুসলি, শাহ আলম কিরণ, শিমু, রায়হান মুজিব, রাজু সরকার, চন্দন চৌধুরী, কালা আজিজ, আমিন সরকার, ডলার বাপ্পি, রাইসুল রনি, তানিন সেলিম, জেমি ইব্রাহিম, মারুফ, বাদল, রাকিব অভিনয় করেছেন।
প্রযোজনা
সম্পাদনাবিদ্রোহী শাহীন সুমনের পরিচালনায় শাকিব খানের একুশতম এবং মৃদুলার অভিষেক চলচ্চিত্র।[১১][১২][১৩] চলচ্চিত্রটির মূখ্য দুই চরিত্রের জন্য শাকিব খান ও শবনম বুবলিকে নির্বাচন করা হয়। অভিনয়শিল্পীদের মধ্যে শাকিব খান সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে ৬০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন।[১৪] শবনম বুবলি প্রাথমিকভাবে এই চলচ্চিত্রে অভিনয় করার জন্য আগ্রহী ছিলেন না।[১৫] বিপাশা কবির "আমি ৪৪০ ভোল্ট" গানে অতিথি শিল্পী ছিলেন।[১৬] অন্যান্য অভিনেতাদের নাম পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয়।
২০১৮ সালের ২৬ জুন ঢাকা ওয়েস্টিনে বিদ্রোহী নির্মাণের ঘোষণা আসে।[৩][১৭][১৮] ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর তিন নম্বর ফ্লোরে চিত্রগ্রহণ শুরু হয়।[৬] ঢাকার আফতাবনগর ও গাজীপুরের পূবাইলে শুটিং হাউজ জান্নাতসহ বিভিন্ন স্থানে চিত্রগ্রহণ করা হয়।[১১][১৯][২০] গানগুলির মধ্যে ২০১৯ সালের ৮ থেকে ১০ ফেব্রুয়ারি কক্সবাজারে চলচ্চিত্রের "আমি যদি দুল হই, এলোমেলো চুল" শিরোনামের একটি গানের দৃশ্য ধারণ করা হয়।[১২][১৩][২১] এছাড়াও থাইল্যান্ডে এই চলচ্চিত্রের দুইটি গানের চিত্রায়ণ করা হয়।[২২] নির্মাণাধীন অবস্থায় চলচ্চিত্রটির নাম কয়েকবার পরিবর্তন করা হয়।[৭] ২০১৮ সালে মাননীয় সরকার একটু প্রেম দরকার নামে মহরত অনুষ্ঠিত হয়, চিত্রগ্রহণের সময় তিনবার নাম পরিবর্তন করে যথাক্রমে কালপ্রিট, একটু প্রেম দরকার ও ক্রিমিনাল রাখা হয়।[৪][৫][২৩] প্রায় দেড় বছর সময় নিয়ে বিদ্রোহীর চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[৭]
শাপলা মিডিয়া চলচ্চিত্রটি ২০১৮ সালের বিজয় দিবসে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছিল; তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। সময়মতো চিত্রগ্রহণ পরবর্তী ডাবিং না করায় ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর শাকিব খানকে আইনি নোটিশ পাঠায় শাপলা মিডিয়া।[২৪][২৫] ২০১৯ সালের ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর শাকিব খানের চরিত্রটির ডাবিং সম্পন্ন হয়।[১৯][২৬] ২০২০ সালের ৫ মার্চ বিদ্রোহী চলচ্চিত্রটি প্রদর্শনীর জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্রের আবেদন করে;[৬][২৭] এবং ১৬ মার্চ বিনা কর্তনে প্রদর্শনের ছাড়পত্র পায়।[৮][২৮]
সঙ্গীত
সম্পাদনাবিদ্রোহী | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ইমরান মাহমুদুল, দীপ ভৌমিক ও মায়া মণি কর্তৃক চলচ্চিত্র সঙ্গীত | |||||||||
মুক্তির তারিখ | ১৯ মার্চ - ১১ এপ্রিল, ২০২১ | ||||||||
ঘরানা | চলচ্চিত্র সঙ্গীত | ||||||||
দৈর্ঘ্য | ১১:১০ | ||||||||
সঙ্গীত প্রকাশনী | সিনেবাজ | ||||||||
প্রযোজক | আকাশ সেন ,শ্রী প্রীতম শামিম মাহমুদ, | ||||||||
|
বিদ্রোহীর সকল গীত লিখেছেন সুদীপ কুমার দীপ। গানগুলির সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ, আকাশ সেন ও শ্রী প্রীতম।[২৮][২৯] গানগুলি ইমরান মাহমুদুল, মায়া মণি ও দীপ ভৌমিকের কন্ঠে ধারণ করা হয়। এছাড়া আসাদুর রহমান এই ছবির জন্য পৃথক আবহ সঙ্গীত তৈরী করেছেন। সবগুলি গান সিনেবাজের পরিবেশনায় ইউটিউবে অবমুক্ত করা হয়।
২০২১ সালের ১৯ মার্চ, ইমরান মাহমুদুলের কন্ঠে "ভাবিনি কখনো এভাবে" গান দিয়ে বিদ্রোহী'র গান মুক্তি দেয়া শুরু হয়।[৩০][৩১] দীপ ভৌমিক ও মায়া মণির দ্বৈত কণ্ঠে "আমি যদি ভুল হই" গানটি একইবছর ১ এপ্রিল মুক্তি পায়। এই গানের মাধ্যমে দীপ ভৌমিকের চলচ্চিত্র সঙ্গীতে কণ্ঠদানের অভিষেক ঘটে।[৩২] ১ এপ্রিল মায়া মণি'র কন্ঠে "আমি ৪৪০ ভোল্ট" মুক্তি পায়।[৩৩]
সঙ্গীত তালিকা
সম্পাদনাবিদ্রোহো: চলচ্চিত্র সঙ্গীত | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "ভাবিনি কখনো এভাবে" | সুদীপ কুমার দীপ | আকাশ সেন | ইমরান মাহমুদুল | ০৩:৪০ |
২. | "আমি যদি ভুল হই" | সুদীপ কুমার দীপ | শামিম মাহমুদ | দীপ ভৌমিক ও মায়া মণি | ০৩:৩২ |
৩. | "আমি ৪৪০ ভোল্ট" | সুদীপ কুমার দীপ | শ্রী প্রীতম | মায়া মণি | ০৩:৫৮ |
মোট দৈর্ঘ্য: | ১১:১০ |
প্রচারণা ও মুক্তি
সম্পাদনাবিদ্রোহীর প্রযোজকেরা ছায়াছবিটির ছাড়পত্র পাওয়ার পর থেকে প্রচারণা শুরু করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিদ্রোহীর প্রথম বর্ণন প্রকাশের মাধমে এর প্রচারণা শুরু হয়। প্রচারণার জন্য মুক্তির আগ পর্যন্ত শাপলা মিডিয়া এই চলচ্চিত্রের দুইটি 'টীজার' ও ট্রেইলার প্রকাশ করে। বিদ্রোহী ২০২০-এর ইদুল ফিতর মুক্তির জন্য তৈরি ছিল।[২৮][৩৪][৩৫] এটির মুক্তি বেশ কয়েকবার স্থগিত করা হয়। বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর কারণে চলচ্চিত্রটি নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ২০২১ সালেও এটির মুক্তি পিছিয়ে দেয়া হয়।[৩৬] ২০২২ সালে ৩ মে, ইদুল ফিতরের সপ্তাহে বাংলাদেশের ১০২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৯] ভিডিও স্ট্রিমিং সেবা বায়োস্কোপে ২০২৩ সালের ৮ মার্চ বিদ্রোহী উম্মুক্ত করে দেওয়া হয়।[৩৭]
মূল্যায়ন
সম্পাদনাবিদ্রোহী আনুষ্ঠানিক মুক্তির পূর্বে ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা দক্ষিণ ভারতের বেঙ্গল টাইগার ও মাস্টারপিস ছবির চিত্রনাট্যের হুবহু নকলের অভিযোগ করে ও ডাবিং-এ ভুল উচ্চারণের জন্য সমালোচিত হয়।[৩৮]
বক্স অফিস
সম্পাদনাশাপলা মিডিয়া এনটিভিকে বিদ্রোহীর প্রাথমিক নির্মাণব্যয় চার কোটি টাকা বললেও ছবি মুক্তির পরে এটির বাজেট সংশোধন করে। সংশোধন অনুযায়ী এটির নির্মাণব্যয় তিন কোটি ত্রিশ লাখ থেকে সাড়ে তিন কোটির টাকার মধ্যে।[৩৯][৪০] বিদ্রোহী ব্যবসায়িকভাবে লাভবান হয়নি। মুক্তির পর চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহ হতে এক কোটির নীচে আয় করে।[৪০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "একটু প্রেম দরকার এখন ক্রিমিনাল"। কালের কণ্ঠ। ২০১৯-১২-৩০। ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "শাহীন সুমনের চ্যালেঞ্জ"। ছায়াছন্দ। ২০১৮-১০-০৭। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ ক খ "'একটা প্রেম দরকার মাননীয় সরকার'"। দ্য ডেইলি স্টার। ২০১৮-০৬-২৭। ২০২০-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ ক খ "'একটা প্রেম দরকার মাননীয় সরকার'"। দৈনিক যুগান্তর। ২০১৮-০৬-২৬। ১২ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ ক খ "'একটু প্রেম দরকার' বদলে রাখা হলো 'ক্রিমিনাল'"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-২৯। ২০২০-০৫-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ ক খ গ ঘ "সেন্সরে শাকিবের বিদ্রোহী"। রাইজিংবিডি.কম। ২০২০-০৩-০৭। ২০২০-০৩-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ ক খ গ ঘ "নাম পরিবর্তনের রেকর্ড শাকিবের সিনেমা"। প্রথম আলো। ২০২০-০৩-১৮। ২০২০-০৩-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯।
- ↑ ক খ "শাকিব-বুবলীর 'বিদ্রোহী' বঙ্গবন্ধুকে উৎসর্গ"। দৈনিক যুগান্তর। ২০২০-০৩-১৭। ২০২০-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।
- ↑ ক খ "প্রচারণা করেননি শাকিব, তবুও ১০২ সিনেমা হলে 'বিদ্রোহী'"। এনটিভি অনলাইন। ২০২২-০৪-৩০। ২০২২-০৪-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৪।
- ↑ "শাকিব-রোদেলার 'একটু প্রেম দরকার'"। একুশে টিভি। ২০১৮-১০-২০। ১২ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ ক খ "'একটু প্রেম দরকার'"। দৈনিক যুগান্তর। ২০১৮-১০-২০। ১২ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ ক খ "শাকিব খানের 'একটু প্রেম দরকার'"। ঢাকা ট্রিবিউন। ২০১৯-০১-৩১। ২০২০-০৫-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ ক খ "একটু প্রেমের জন্য কক্সবাজারে শাকিব খান"। আরটিভি অনলাইন। ২০১৯-০১-৩১। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "শাকিব খানকে ৭ দিন সময়, নইলে আইনের আশ্রয়"। দ্য ডেইলি স্টার। ১১ সেপ্টেম্বর ২০১৯। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "বুবলিকে নিয়েই শুরু হচ্ছে 'একটি প্রেম দরকার মাননীয় সরকার'"। একুশে টিভি। ২০ সেপ্টেম্বর ২০১৮। ১২ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "বিপাশার 'একটু প্রেম দরকার'"। রাইজিংবিডি.কম। ২০১৯-০১-১৯। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "একটা প্রেম দরকার মাননীয় সরকার"। দৈনিক কালের কণ্ঠ। ২০১৮-০৬-২৯। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "শাকিব-বুবলীর জোড়া ছবির মহরত আগামীকাল"। চ্যানেল আই অনলাইন। ২০১৮-০৬-২৫। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "আগামীকাল থেকে শাপলা মিডিয়ার কাজ করবেন শাকিব"। দৈনিক ভোরের কাগজ। ১৩ সেপ্টেম্বর ২০১৯। ২৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "নিজের বাড়িতে শুটিং করছেন শাকিব খান"। এনটিভি অনলাইন। ২০১৮-১০-১৬। ২০২০-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "কক্সবাজারে শাকিব খান"। দৈনিক মানবজমিন। ২০১৯-০২-০৫। ৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "অর্ধেক এগুলো শাকিবের 'একটু প্রেম দরকার'"। আরটিভি অনলাইন। ২০১৮-১০-২৫। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "একটু প্রেম দরকার, ক্রিমিনাল অতঃপর বিদ্রোহী শাকিব"। রাইজিংবিডি.কম। ২০২০-০২-২০। ২০২০-০২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "শাকিব খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি"। এনটিভি অনলাইন। ২০১৯-০৯-১১। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "শাকিব খানকে ৭ দিন সময়, নইলে আইনের আশ্রয়"। দ্য ডেইলি স্টার। ২০১৯-০৯-১১। ২০২০-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "দ্বন্দ্ব নয়, দায়িত্ববোধ থেকে ফিরেছেন শাকিব"। দৈনিক ইত্তেফাক। ২০১৯-০৯-১৫। ৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "বৈশাখে আসছে শাকিবের নতুন সিনেমা"। দৈনিক ইনকিলাব। ২০২০-০৩-০৮। ২০২০-০৩-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ ক খ গ "কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেল শাকিব-বুবলীর নতুন ছবি"। চ্যানেল আই অনলাইন। ২০২০-০৩-১৬। ২০২০-০৫-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।
- ↑ "'বিদ্রোহী' সিনেমার ফাস্ট ট্রেলার"। ভয়েস টেলিভিশন। ২০২০-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ভাবিনি কখনো এভাবে"। সিনেবাজ। ২০২১-০৩-১৯। ২০২২-০৪-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- ↑ "'গানের রাজা'র লোরাকে নিয়েও গাইবেন ইমরান"। প্রথম আলো। ২০২১-০৩-২৯। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শাকিবের ঠোঁটে দুই দীপের গান (ভিডিও)"। রাইজিংবিডি.কম। ২০২১-০৪-০৩। ২০২২-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০১।
- ↑ "আমি 440 ভোল্ট"। সিনেবাজ। ২০২১-০৪-০১। ২০২২-০৪-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০১ – ইউটিউব-এর মাধ্যমে।
- ↑ "পহেলা বৈশাখে আসছে শাকিব-বুবলীর সিনেমা"। দৈনিক ভোরের কাগজ। ২০২০-০৩-১০। ২০২০-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
- ↑ "শাকিব-বুবলীর চলচ্চিত্র 'বিদ্রোহী'"। দৈনিক জনকন্ঠ। ২০২০-০৩-০৯। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আসছে ঈদেই মুক্তি পাচ্ছে 'বিদ্রোহী' সিনেমা"। ভয়েস টেলিভিশন। ২০২১-০৩-২৩। ২০২১-০৪-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৪।
- ↑ "এবার অনলাইনে শাকিব-বুবলীর 'বিদ্রোহী'"। চ্যানেল আই। ২০২৩-০৩-০৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৮।
- ↑ "শাকিবের বিরুদ্ধে ভুল উচ্চারণ, কপি সিনেমার অভিযোগ!"। সময় টিভি। ২০২২-০৪-০৮। ২০২২-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৪।
- ↑ "ঈদে শাকিবের ৪ কোটির 'বিদ্রোহী' মুক্তি পাচ্ছে অ্যাপে"। এনটিভি অনলাইন। ২০২১-০৫-৩০। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০।
- ↑ ক খ "শাকিবের সাড়ে ৩ কোটির 'বিদ্রোহী' : হল থেকে ওঠেনি এক কোটি টাকাও"। এনটিভি অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-০৪। ২০২২-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে বিদ্রোহী
- ইউটিউবে বিদ্রোহীর আনুষ্ঠানিক ট্রেইলার