কালা আজিজ
কালা আজিজ (১ জুলাই ১৯৫৪ - ২৩ নভেম্বর ২০১৯) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ছিলেন। তিনি কৌতুক চরিত্রে অভিনয়ের জন্যে আলোচিত ছিলেন। কয়েক দশক ধরে তিনি শতাধিক বাংলা চলচ্চিত্রে খলনায়কের সহযোগী হিসেবে অভিনয় করেন। ওইসব চলচ্চিত্রে সাধারণত ডিপজল, আহমেদ শরীফ, মিশা সওদাগর, মিজু আহমেদ, জাম্বু, সাদেক বাচ্চু, কাবিলা, রাজীব, ডন, পারভেজ গাঙ্গুয়া, অমিত হাসান, ড্যানিরাজ, খলিলুর রহমান বাবর ও ইলিয়াস কোবরা খলনায়ক হিসেবে অভিনয় করত।[২]
কালা আজিজ | |
---|---|
জন্ম | [১] | ১ জুলাই ১৯৫৪
মৃত্যু | ২৩ নভেম্বর ২০১৯ | (বয়স ৬৫)
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
পেশা | চলচ্চিত্র অভিনেতা |
কর্মজীবন | ১৯৮৪-২০১৯ |
পরিচিতির কারণ | চলচ্চিত্রে খলনায়কের সহযোগী |
অভিনয় জীবন
সম্পাদনাকালা আজীজ ১৯৮৪ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘মনা পাগলা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ের সাথে যুক্ত হন।[৩] অভিনয়ের পাশাপাশি এফডিসির ল্যাবেও কাজ করতেন আজিজ। কাজী হায়াৎের পরিচালনায় ‘দিলদার আলী’ থেকে শুরু করে বেশকিছু চলচ্চিত্রে কাজ করেছেন আজিজ। ‘ইতিহাস’ চলচ্চিত্রে বেশ লম্বা একটা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পান এবং বাচসাস পুরস্কারও পান। আজিজ চলচ্চিত্রে অঙ্গনে বেশি পরিচিত ছিলেন ‘কালা আজিজ’ নামে। বাংলা চলচ্চিত্রে খলনায়কের সহযোগী হিসাবে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। নায়ক মান্না ও ডিপজলের বেশ কিছু সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন আজিজ। [৪]
অভিনীত চলচ্চিত্র
সম্পাদনা- রাজা ৪২০ (২০১৬)
- আয়না সুন্দরী (২০১৫)
- দুটি মনের পাগলামী (২০১৪)
- কুসুমপুরের গল্প (২০১৪)
- ভালোবাসা আজকাল (২০১৩)
- পাগলা হাওয়া (২০১২)
- আমার পৃথিবী তুমি (২০১১)
- হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১)
- আমার স্বপ্ন আমার সংসার (২০১০)
- ভালবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০)
- ভিক্ষুক (২০১০)
- বলো না তুমি আমার(২০১০)
- যেমন জামাই তেমন বউ (২০১০)
- মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯)
- ভালোবাসা দিবি কিনা বল? (২০০৯)
- আক্কেল আলীর নির্বাচন (২০০৮)
- যদি বউ সাজো গো (২০০৮)
- বড় ভাই জিন্দাবাদ (২০০৮)
- ময়দান (২০০৭)
- মেশিনম্যান (২০০৭)
- কোটি টাকার কাবিন (২০০৬)
- পিতার আসন (২০০৬)
- ভন্ড ওঝা (২০০৬)
- বাংলার বাঘ (২০০৫)
- মমতাজ (২০০৫)
- আজকের সমাজ (২০০৪)
- ইতিহাস (২০০২)
- কষ্ট (২০০০)
- ঝড় (২০০০)
- লণ্ড ভণ্ড (২০০০)
- কে আমার বাবা (১৯৯৯)
- কমান্ডার (১৯৯৪)[৫][৬]
পুরস্কার
সম্পাদনামৃত্যু
সম্পাদনাকালা আজিজ ডায়াবেটিস ও কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে শরীরের কিছু অংশে পচন ধরে ২০১৯ সালের ২৩ নভেম্বর ঢাকার কাওলা এলাকায় নিজের বাসায় মৃত্যুবরণ করেন। [৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অভিনেতা কালা আজিজকে নিয়ে ভুল তথ্য প্রকাশ"। সময় টিভি। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮।
- ↑ "অভিনেতা কালা আজিজ মারা গেছেন"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৩।
- ↑ "অভিনেতা কালা আজিজকে নিয়ে ভুল তথ্য প্রকাশ"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯।
- ↑ "চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ আর নেই"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৩।
- ↑ "কালা আজিজ"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৩।
- ↑ "আমি এখন নিঃস্ব"। www.bd24live.com। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৩।
- ↑ "মারা গেছেন চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৩।
বহিঃসংযোগ
সম্পাদনাইন্টারনেট মুভি ডেটাবেজে কালা আজিজ (ইংরেজি)