জাম্বু

বাংলাদেশী অভিনেতা

জাম্বু (১৯৪৪–২০০৪) একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ছিলেন যিনি বাংলাদেশি চলচ্চিত্রে খলনায়ক ভূমিকায় অভিনয় করতেন।[][][]

জাম্বু
জন্ম
বাবুল গোমেজ

১৯৪৪
মৃত্যু৩ মে ২০০৪
জাতীয়তাবাংলাদেশি
পেশাচলচ্চিত্র অভিনেতা

জন্ম ও পারিবারিক জীবন

সম্পাদনা

জাম্বু ১৯৪৪ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ‘সুখলাল বাবু’, ‘বাবুল গোমেজ’ নামেও পরিচিত। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর এলাকার মেথরপট্টিতে বেড়ে উঠেছেন। এছাড়া কাজ করতেন শ্রমিকের। দেখতে গোলগাল ও স্থূলকায় হওয়ায় নির্মাতা দেলোয়ার জাহান চলচ্চিত্রে তার নাম দেন ‘জাম্বু’। জাম্বু দুই পুত্র ও দুই কন্যার জনক।[]

চলচ্চিত্রে আগমন

সম্পাদনা

জাম্বু বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় ও সুপরিচিত অভিনেতা। ছোটবড় সবার কাছেই তার নামটি বহুল পরিচিত। শোনা যায়, উত্তরবঙ্গের দিনাজপুর শহরের পার্বতীপুর শহরের মেথরপট্টিতে একসময় থাকত। ঢাকায় কাজের সন্ধানে এসে ঘটনাক্রমে চলচ্চিত্রের সাথে যুক্ত হয়।


বহু ছবিতে অভিনয় করেছে। সাদাকালো সময় থেকে শুরু করে রঙিন ছবি পর্যন্ত দাপটের সাথে অভিনয় করে। তার লুক ছিল রুদ্রমূর্তির মতো। ভয় পাইয়ে দেবার জন্য যথেষ্ট। ভয়েসেও সেই রুদ্রতা আছে।

উল্লেখযোগ্য চলচ্চিত্র

সম্পাদনা
  • ঘাতক
  • কালিয়া
  • বন্ধু
  • সাজা
  • দোস্ত দুশমন
  • রাখাল রাজা
  • নয়নের আলো
  • বজ্রপাত
  • খুনের বদলা
  • অঙ্গার
  • বিপ্লব
  • যোদ্ধা
  • অভিযান
  • উসিলা
  • নিষ্পাপ
  • অমর
  • মৃত্যুদণ্ড
  • জ্যোতি
  • সাথী
  • মূর্খ মানব
  • দেন মোহর
  • প্রেম দিওয়ানা
  • চাকর
  • ববি
  • রাজলক্ষী শ্রীকান্ত
  • দায়ী কে?
  • মিস লংকা
  • সাগরিকা
  • নির্মম
  • আত্মরক্ষা
  • পরিবার
  • সন্ত্রাস
  • অতিক্রম
  • নবাব সিরাজউদ্দৌলা
  • উত্থান পতন
  • নয়নমণি
  • হাবিলদার
  • বিজয়
  • ঝুমুর
  • গোলাবারুদ
  • বাঘা বাঘিনী
  • সমর
  • অপরাজিত নায়ক
  • আপোষ
  • বিজলী তুফান
  • মাটির ফুল
  • পালকি
  • রুবেল আমার নাম
  • আঁচল বন্দী
  • টাইগার
  • খলনায়ক
  • বনের রাজা টারজান
  • হিরো
  • রাজাবাবু
  • নয়া লায়লা নয়া মজনু
  • শিকার
  • শত্রু ধ্বংস
  • আত্মত্যাগ
  • সাগর ভাসা
  • এক মুঠো ভাত
  • রক্তের দাগ
  • শীষনাগ
  • সেলিম জাভেদ
  • হাসান তারেক
  • নির্দোষ
  • মোহাম্মদ আলী
  • ধর্ম আমার মা
  • ডাকাত
  • নবাব
  • রাস্তা
  • রাস্তার রাজা
  • রকি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "খলনায়কগণ!"প্রথম আলো। ২০ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "ঢাকাই ছবির সফল নায়ক-ভিলেন জুটি"মানবজমিন। ২২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৯ 
  3. "ঢাকাই সিনেমার সফল নায়ক-ভিলেন জুটি"আমাদের সময়। ১২ মার্চ ২০১৯। ২৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৯ 
  4. "তাঁদের খবর রাখেনি কেউ"। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা