দায়ী কে?
দায়ী কে? আফতাব খান টুলু পরিচালিত ১৯৮৭ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। ছবিটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে এটিএম শামসুজ্জামান ও কাজী হায়াৎ।[২] ছবিটি প্রযোজনা ও পরিবেশনা করেছে ব্যতিক্রম চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ,[৩] আনোয়ার হোসেন, এবং রাজ।
দায়ী কে? | |
---|---|
পরিচালক | আফতাব খান টুলু |
প্রযোজক | সান্টু |
রচয়িতা | |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আহমেদ ইমতিয়াজ বুলবুল |
চিত্রগ্রাহক | সিরাজুল ইসলাম সিরাজ |
সম্পাদক | দেবনাথ মজুমদার |
প্রযোজনা কোম্পানি | ব্যতিক্রম চলচ্চিত্র |
পরিবেশক | ব্যতিক্রম চলচ্চিত্র |
মুক্তি | ২৫ সেপ্টেম্বর, ১৯৮৭[১] |
স্থিতিকাল | ১৫৭ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৮৭ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায়। ছবিটি এর অভিনয় ও চিত্রনাট্যের জন্য প্রশংসিত হয়। ১২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এটিএম শামসুজ্জামান[৪] শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ও কাজী হায়াৎ শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে পুরস্কার লাভ করেন[৫] এবং বাচসাস চলচ্চিত্র পুরস্কারে যথাক্রমে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ও শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে পুরস্কার লাভ করেন।
কুশীলব
সম্পাদনা- এটিএম শামসুজ্জামান - কদম আলী
- মঈন উদ্দিন - কিশোর কদম আলী
- ইলিয়াস কাঞ্চন - ফারুক
- অঞ্জু ঘোষ - সালেহা
- আনোয়ার হোসেন - কালু
- রাজ - চেয়ারম্যান দবির উদ্দিন চৌধুরী
- আশীষ কুমার লোহ - আব্বাস
- বেবী জামান - সাদেক
- খালেদা আক্তার কল্পনা - কদমের মা
- মায়া হাজারিকা - লিজার মা
- মেরি - লিজা
- মিনা রহমান - লক্ষ্মী
- দুলারী চক্রবর্তী - হাসির মা
- সান্টু - সান্টু
- আব্দুস সাত্তার - জজ
- ইলিয়াস জাভেদ - জাভেদ (অতিথি চরিত্রে)
- জাম্বু - জাম্বু (অতিথি চরিত্রে)
- আখতার হোসেন - প্রযোজক আলম
- শাকুর চাটগামী - প্রডাকশন ম্যানেজার
সঙ্গীত
সম্পাদনাদায়ী কে? চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথা লিখেছেন খোশনুর আলমগীর ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, আবিদা সুলতানা ও কুমার বিশ্বজিৎ।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | রচয়িতা | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "আমার মত ডাক্তার" | আহমেদ ইমতিয়াজ বুলবুল | কুমার বিশ্বজিৎ | |
২. | "ও প্রেমের মাস্টারজি" | রুনা লায়লা ও এন্ড্রু কিশোর | ||
৩. | "তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ" | রুনা লায়লা ও এন্ড্রু কিশোর | ||
৪. | "এত সুখ সইব কি করে" | সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর | ||
৫. | "দুনিয়া কা মাজা লে লো" | কুমার বিশ্বজিৎ |
পুরস্কার
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা - এটিএম শামসুজ্জামান
- বিজয়ী: শ্রেষ্ঠ কাহিনীকার - কাজী হায়াৎ
- বিজয়ী: শ্রেষ্ঠ কাহিনীকার - কাজী হায়াৎ
- বিজয়ী: শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা - এটিএম শামসুজ্জামান
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Movie List 1987"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "একজন গুণী মানুষের গল্প"। দৈনিক ইত্তেফাক। ১৮ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭।
- ↑ "২০ বছর পর অঞ্জু ঘোষ"। যায়যায়দিন। ১ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭।
- ↑ "আজীবন অভিনয় করতে চান এটিএম"। যায়যায়দিন। ১৬ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দায়ী কে? (ইংরেজি)