বেবী জামান
বেবী জামান (২৮ জানুয়ারি, ১৯৩৩ - ২৫ জানুয়ারি, ২০১৩) একজন বাংলাদেশি মঞ্চ, টিভি, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।[১]
বেবী জামান | |
---|---|
জন্ম | ২৮ জানুয়ারি, ১৯৩৩ বর্ধমান, পশ্চিমবঙ্গ |
মৃত্যু | ২৫ জানুয়ারি ২০১৩ | (বয়স ৭৯)
অন্যান্য নাম | চৌধুরী বদরুজ্জামান, মেজ |
পরিচিতির কারণ | মঞ্চ, টিভি, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক |
দাম্পত্য সঙ্গী | রওশন আরা জামান |
সন্তান | 3 |
পিতা-মাতা | বাবা চৌধুরী আজফার হোসেন, মা মোসলেমা খাতুন |
জন্ম
সম্পাদনা১৯৩৩ সালের ভারতের বর্ধমানে তার জন্ম। চার ভাই তিন বোনের মধ্যে চৌধুরী বদরুজ্জামান[২] (বেবী জামানের পারিবারিক নাম) ছিলেন মেজ। ছিলেন পেশায় একজন আইনজীবী। মা মোসলেমা খাতুন ছিলেন গৃহিণী। বর্ধমানেই এসএসসি পর্যন্ত পড়াশোনা করার পর ১৯৫৩ সালে তারা বাংলাদেশে চলে আসেন।[১] থাকতেন ঢাকার গেন্ডারিয়াতে।
পরিবার
সম্পাদনা১৯৬২ সালের ২৭ মে রওশন আরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।[১] বেবী জামানের স্ত্রীর নাম রওশন আরা জামান, দুই ছেলে সাঈদুজ্জামান রোজেন, মাহমুদুজ্জামান রোমেন ও এক মেয়ে শারমীন জামান তিথি।
অভিনয় জীবন
সম্পাদনাবেবী জামান ১৯৬৪ সালে কাজী খালেক পরিচালিত প্রথম ছবি ‘মেঘ ভাঙ্গা রোদ’ -এ প্রথম অভিনয় করেন। সুভাষ দত্তের পরিচালনায় তার অভিনীত ‘সুতরাং’ ছবিটিই বেবী জামান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। এ ছবিতে তিনি অভিনেত্রী কবরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন।
চলচ্চিত্রসমূহ
সম্পাদনাবেবী জামানের উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে- কাগজের নৌকা, ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন, সুয়োরানি দুয়োরানি, দুই ভাই, জীবন থেকে নেয়া[৩], জাল থেকে জ্বালা, মোহসীন, রাজলক্ষ্মী শ্রীকান্ত, সমাপ্তি, যোগ বিয়োগ, টাকা আনা পাই ইত্যাদি। সব মিলিয়ে ৫০ এর অধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। ছবিতে অভিনয় করার পাশাপাশি তিনি তিনটি ছবি প্রযোজনা করেছেন। এগুলো হচ্ছে যাহা বলিব সত্য বলিব, আলো ছায়া ও অপবাদ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Mahbubul Alam, সম্পাদক (জানুয়ারি ২৮, ২০১৩)। "Actor Baby Zaman dead"। The Independent। Dhaka, Bangladesh: Independent Publications Limited। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০১৩।
- ↑ Shahriar Asif (জানুয়ারি ২৭, ২০১৩)। "Film Actor Baby Zaman Dies at 80"। Priyo News। ১৪ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৪, ২০১৩।
- ↑ http://www.imdb.com/title/tt0989831/