অঞ্জু ঘোষ

বাংলাদেশী অভিনেত্রী

অঞ্জু ঘোষ একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। অঞ্জু ভারতবাংলাদেশ উভয় দেশের মোট ৬টি ভাষার ওপর ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অঞ্জু বেদের মেয়ে জোসনা চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য পরিচিত। অঞ্জু’র আসল নাম অঞ্জলি ঘোষ।

অঞ্জু ঘোষ
জন্ম
অঞ্জলি ঘোষ

(1956-09-17) ১৭ সেপ্টেম্বর ১৯৫৬ (বয়স ৬৭)
ভাঙ্গা, ফরিদপুর[]
জাতীয়তাবাংলাদেশি
নাগরিকত্ববাংলাদেশী[]
পেশাঅভিনেত্রী
পরিচিতির কারণবেদের মেয়ে জোসনা

চলচ্চিত্র জীবন

সম্পাদনা

বাংলাদেশের স্বাধীনতার আগে অঞ্জু ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার হয়ে যাত্রায় নৃত্য পরিবেশন করতেন ও গানও গাইতেন।[] ১৯৮২ সালে এফ, কবীর চৌধুরী পরিচালিত ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে অঞ্জু’র চলচ্চিত্রে অভিষেক ঘটে। এই ছবিটি ব্যবসায়িকভাবে সফল ছিল। অঞ্জু বাংলার নীলো নামে পরিচিত ছিলেন। ১৯৮৬ সালে অঞ্জু’র ক্যারিয়ার বিপর্যয়ের মুখে পড়লেও তিনি ফিরে আসেন ভালোভাবে। ১৯৮৭ সালে অঞ্জু সর্বাধিক ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৯ সালে অঞ্জু’র অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ অবিশ্বাস্য রকমের ব্যবসা করে এবং সৃষ্টি করে নতুন রেকর্ড। চলচ্চিত্রটির মাধ্যমে অঞ্জু ব্যাপক পরিচিতি লাভ করেন।

অঞ্জু’র বাংলাদেশি সহ-অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন রাজ্জাক, জাফর ইকবাল, ওয়াসিম এবং ইলিয়াস কাঞ্চন আর ভারতীয়দের মধ্যে অন্যতম ছিলেন রঞ্জিত মল্লিক, চিরঞ্জিৎ চক্রবর্তী এবং প্রসেনজিৎ চ্যাটার্জী[]

১৯৯০ সালে অঞ্জু’র গাওয়া ১২টি গান নিয়ে ‘মালিক ছাড়া চিঠি’ নামের একটি অ্যালবাম প্রকাশিত হয়।[]

অঞ্জু ১৯৯৬ সালে বাংলাদেশ ছেড়ে চলে যান এবং কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন।[] ২০১৮ সালে, অঞ্জু সাইদুর রহমান সাইদ পরিচালিত একটি বাংলাদেশী চলচ্চিত্র, মধুর ক্যান্টিনে অভিনয় করেন।[]

চলচ্চিত্র তালিকা

সম্পাদনা

১। সওদাগর (ওয়াসিম) - এফ কবীর চৌধুরী - ২৮.০৫.১৯৮২ ২। রাজসিংহাসন (উজ্জল) - এফ কবীর চৌধুরী - ০৭.১০.১৯৮২ ৩। বড় ভালো লোক ছিল (রাজ্জাক/প্রবীর মিত্র) - মোহাম্মদ মহিউদ্দিন - ৩১.১২.১৯৮২

৪। আবেহায়াত (ওয়াসিম) - এফ কবীর চৌধুরী - ১১.০৩.১৯৮৩ ৫। প্রাণসজনী (ওয়াসিম) - জহিরুল হক - ১৮.০৩.১৯৮৩ ৬। তিন বাহাদুর (ওয়াসিম) - এফ কবীর চৌধুরী - ১২.০৭.১৯৮৩ - ঈদুল ফিতর ৭। ধনদৌলত (ওয়াসিম) - সাইফুল আজম কাশেম - ০২.০৯.১৯৮৩ ৮। আশীর্বাদ (জাফর ইকবাল) - তমিজ উদ্দিন রিজভী - ০৯.০৯.১৯৮৩

৯। পদ্মাবতী (ওয়াসিম) - এফ কবীর চৌধুরী - ১৩.০১.১৯৮৪ ১০। জালিম (ওয়াসিম) - এফ কবীর চৌধুরী - ০১.০৭.১৯৮৪ - ঈদুল ফিতর ১১। চন্দন দ্বীপের রাজকন্যা (ওয়াসিম) - ইবনে মিজান - ০১.০৭.১৯৮৪ - ঈদুল ফিতর ১২। রাজদণ্ড (ওয়াসিম) - ছটকু আহমেদ - ৩০.১১.১৯৮৪ ১৩। নরম গরম (ওয়াসিম/জাভেদ) - এফ কবীর চৌধুরী - ২৮.১২.১৯৮৪

১৪। রাইবিনোদিনী (সুব্রত) - মুহম্মদ হান্নান - ১১.০১.১৯৮৫ ১৫। রাজকুমারী (ওয়াসিম) - ইবনে মিজান - ০৮.০৩.১৯৮৫ ১৬। আন্দাজ (ওয়াসিম) - এম এ জব্বার - ১২.০৪.১৯৮৫ ১৭। মর্জিনা (জাভেদ) - এফ কবীর চৌধুরী - ২১.০৬.১৯৮৫ - ঈদুল ফিতর ১৮। মানিক রতন (ওয়াসিম) - জিয়াউদ্দিন মাসুদ - ২১.০৬.১৯৮৫ - ঈদুল ফিতর ১৯। কোরবানী (ওয়াসিম/জসিম) - দেওয়ান নজরুল - ২১.০৬.১৯৮৫ - ঈদুল ফিতর ২০। সোনাই বন্ধু (ওয়াসিম) - আজিজুর রহমান - ০৫.০৭.১৯৮৫ ২১। বেরহম (ওয়াসিম) - কাজী হায়াৎ - ০৯.০৮.১৯৮৫ ২২। সতী নাগকন্যা (ওয়াসিম) - ইবনে মিজান - ২৭.০৮.১৯৮৫ - ঈদুল আযহা ২৩। সোনার সংসার (জনি) - মালেক আফসারী - ১৩.০৯.১৯৮৫ ২৪। নকল শাহজাদা (সোহেল রানা) - শামসুদ্দিন টগর - ১১.১০.১৯৮৫ ২৫। পাতাল বিজয় (সুব্রত/সাত্তার) - ইবনে মিজান - ১১.১০.১৯৮৫ ২৬। অহিংসা (মাহমুদ কলি) - স্বপন সাহা - ১৮.১০.১৯৮৫ ২৭। দস্যু ফুলন (সোহেল রানা) - শওকত জামিল - ০১.১১.১৯৮৫ ২৮। রক্তের বন্দী (মাহমুদ কলি) - শহিদুল ইসলাম খোকন - ০৮.১১.১৯৮৫ ২৯। আওলাদ (আলমগীর) - হাফিজ উদ্দিন - ১৫.১১.১৯৮৫ ৩০। আমানত (ওয়াসিম) - বেলাল আহমেদ - ২৭.১২.১৯৮৫ ৩১। রাজভিখারী (সোহেল রানা) - শামসুদ্দিন টগর - ২৭.১২.১৯৮৫

৩২। গোলমাল (মাহমুদ কলি/জনি) - মালেক আফসারী - ০৭.০২.১৯৮৬ ৩৩। আমিই ওস্তাদ (উজ্জল) - আজমল হুদা মিঠু - ২৮.০২.১৯৮৬ ৩৪। মালা বদল (সুব্রত) - মহম্মদ হান্নান - ০৪.০৭.১৯৮৬ ৩৫। চন্দ্রাবতী (সাত্তার) - মতিউর রহমান বাদল - ১১.০৭.১৯৮৬ ৩৬। দাগী (সোহেল রানা) - নূর হোসেন বলাই - ০১.০৮.১৯৮৬ ৩৭। পুষ্পমালা (সুব্রত) - মোস্তফা আনোয়ার - ০৫.০৯.১৯৮৬ ৩৮। চন্দনা ডাকু (ওয়াসিম) - শহীদুল ইসলাম - ১২.১২.১৯৮৬ ৩৯। উনিশ বিশ (ওয়াসিম) - স্বপন সাহা - ১২.১২.১৯৮৬

৪০। পদ্ম গোখরা (সোহেল রানা) - শহীদুল ইসলাম খোকন - ০৬.০২.১৯৮৭ ৪১। বসন্ত মালতী (জাভেদ) - ইবনে মিজান - ১৩.০৩.১৯৮৭ ৪২। প্রতিবাদ (ওয়াসিম) - তাহের চৌধুরী - ১৩.০৩.১৯৮৭ ৪৩। মর্যাদা (ইলিয়াস কাঞ্চন/জাফর ইকবাল) - এম এম সরকার - ২০.০৩.১৯৮৭ ৪৪। অবিশ্বাস (ফারুক) - স্বপন সাহা - ০৩.০৪.১৯৮৭ ৪৫। নিয়তির খেলা (উজ্জল) - শাহ আলম কিরণ - ২৯.০৫.১৯৮৭ - ঈদুল ফিতর ৪৬। নিয়ত (উজ্জল) - মমতাজ আলী - ২৯.০৫.১৯৮৭ - ঈদুল ফিতর ৪৭। বাহাদুর নওজোয়ান (মাহমুদ কলি) - ইবনে মিজান - ১২.০৬.১৯৮৭ ৪৮। সততা (সোহেল রানা) - কামরুজ্জামান - ২১.০৮.১৯৮৭ ৪৯। দশ গেরামের মোড়ল (সুব্রত) - আনোয়ারুল করিম - ০৪.০৯.১৯৮৭ ৫০। শাহী খানদান (সোহেল রানা) - সিরাজুল মিজান - ১৮.০৯.১৯৮৭ ৫১। দায়ী কে ? (ইলিয়াস কাঞ্চন) - আফতাব খান টুলু - ২৫.০৯.১৯৮৭ ৫২। শাহজামাল (সাত্তার) - মতিউর রহমান বাদল - ০৯.১০.১৯৮৭ ৫৩। মহুয়া সুন্দরী (জাভেদ) - শামসুদ্দিন টগর - ৩০.১০.১৯৮৭

৫৪। কর্তব্য (ফারুক) - স্বপন সাহা - ১২.০২.১৯৮৮ ৫৫। কুসুমপুরের কদম আলী (রাজ্জাক) - জহিরুল হক - ০১.০৪.১৯৮৮ ৫৬। পর্বত (ওয়াসিম) - এফ কবীর চৌধুরী - ০৮.০৪.১৯৮৮ ৫৭। বিবাদ (মাহমুদ কলি) - শহীদুল আমিন - ১৮.০৫.১৯৮৮ - ঈদুল ফিতর ৫৮। যাদুমহল (ফারুক) - স্বপন সাহা - ১৭.০৬.১৯৮৮ ৫৯। বাহার (ওয়াসিম) - মাজেদ রন্জু - ১৯.০৮.১৯৮৮ ৬০। মরণ পণ (ওয়াসিম) - জহিরুল হক - ০২.০৯.১৯৮৮ ৬১। অবরোধ (সোহেল রানা) - মহম্মদ হান্নান - ২৮.১০.১৯৮৮ ৬২। শক্তিশালী (ফারুক/বুলবুল আহমেদ) - স্বপন সাহা - ২৫.১১.১৯৮৮ ৬৩। যন্ত্রণা (মান্না) - কাজী হায়াৎ - ৩০.১২.১৯৮৮

৬৪। খেলার সাথী (মাহমুদ কলি) - মিলন চৌধুরী - ১৩.০১.১৯৮৯ ৬৫। শিকার (জাফর ইকবাল) - এম এম সরকার - ২৭.০১.১৯৮৯ ৬৬। ছলনা (ওয়াসিম) - কাজী মোরশেদ - ২৪.০২.১৯৮৯ ৬৭। নিষ্পত্তি (ইলিয়াস কাঞ্চন) - নূর হোসেন বলাই - ১৭.০৩.১৯৮৯ ৬৮। দুর্নাম (ইলিয়াস কাঞ্চন) - শিবলি সাদিক - ২৪.০৩.১৯৮৯ ৬৯। আইন আদালত (ইলিয়াস কাঞ্চন/আলমগীর) - কাজী হায়াৎ - ৩১.০৩.১৯৮৯ ৭০। রঙিন নবাব সিরাজউদ্দৌলা (প্রবীর মিত্র) - প্রদীপ দে - ০৭.০৫.১৯৮৯ - ঈদুল ফিতর ৭১। বেদের মেয়ে জোছনা (ইলিয়াস কাঞ্চন) - তোজাম্মেল হক বকুল - ০৯.০৬.১৯৮৯ ৭২। রঙিন সাগর ভাসা (ওয়াসিম) - গাফ্ফার খান - ১৫.০৯.১৯৮৯ ৭৩। শর্ত (ইলিয়াস কাঞ্চন) - গাজী মাজহারুল আনোয়ার - ০৬.১০.১৯৮৯ ৭৪। কসম (ইলিয়াস কাঞ্চন) - শেখ নজরুল ইসলাম - ০৩.১১.১৯৮৯ ৭৫। বন্না (ওয়াসিম) - এম ইয়াসিন - ২২.১২.১৯৮৯

৭৬। রাণী চৌধুরাণী (মাহমুদ কলি) - নূর মোহাম্মদ মনি - ২৭.০৪.১৯৯০ - ঈদুল ফিতর ৭৭। লাল গোলাপ (জসিম) - সি বি জামান - ১৮.০৫.১৯৯০ ৭৮। অর্জন (আলমগীর) - শিবলি সাদিক - ১৮.০৫.১৯৯০ ৭৯। আসমান জমিন (ওয়াসিম) - দেওয়ান নজরুল - ০৮.০৬.১৯৯০ ৮০। গরিবের প্রেম (জসিম) - মোতালেব হোসেন - ০৪.০৭.১৯৯০ - ঈদুল আযহা ৮১। শঙ্খমালা (ইলিয়াস কাঞ্চন) - তোজাম্মেল হক বকুল - ০৪.০৭.১৯৯০ - ঈদুল আযহা ৮২। আদেশ (জাফর ইকবাল) - এম এম সরকার - ২০.০৭.১৯৯০ ৮৩। জয়-বিজয় (জাফর ইকবাল) - আজিজুর রহমান - ০৫.১০.১৯৯০

৮৪। সূর্য সন্তান (ফারুক) - আয়াত আলি পাটোয়ারি - ১৫.০২.১৯৯১ ৮৫। লাওয়ারিশ (জাফর ইকবাল) - আকবর কবির পিন্টু - ১৭.০৪.১৯৯১ - ঈদুল ফিতর ৮৬। সোনার পাল্কী (জাফর ইকবাল) - গাফফার খান - ০৭.০৬.১৯৯১ ৮৭। রাজার মেয়ে বেদেনী (ইলিয়াস কাঞ্চন) - ফয়েজ চৌধুরী - ২৪.০৬.১৯৯১ - ঈদুল আযহা ৮৮। আয়না বিবির পালা (ইলিয়াস কাঞ্চন) - সৈয়দ সালাহউদ্দিন জাকী - ১৯.০৭.১৯৯১ ৮৯। প্রমাণ (প্রবীর মিত্র) - এম এম সরকার - ১৯.০৭.১৯৯১ ৯০। সতী নারীর পতি (আলীরাজ) - এম এ খালেক - ২৬.০৭.১৯৯১ ৯১। অগ্নি তুফান (জসিম) - এম এম সরকার - ০৬.০৯.১৯৯১ ৯২। মুক্তার মালা (মাহমুদ কলি) - নূর মোহাম্মদ মনি - ২৫.১০.১৯৯১ ৯৩। মধুমালা মদন কুমার (সাত্তার) - সাঈদুর রহমান সাঈদ - ০৮.১১.১৯৯১

৯৪। দায়িত্ব (ইলিয়াস কাঞ্চন) - মোঃ মোতাহার উদ্দিন - ১৭.০১.১৯৯২ ৯৫। বিচ্ছেদ (আলমগীর) - মহম্মদ হান্নান - ১৪.০২.১৯৯২ ৯৬। রাণী আমার নাম (মাহমুদ কলি) - আবু মুসা দেবু - ২৮.০২.১৯৯২ ৯৭। রঙ্গিলা (ইলিয়াস কাঞ্চন) - তোজাম্মেল হক বকুল - ০৫.০৪.১৯৯২ - ঈদুল ফিতর ৯৮। প্রেমের মরা জলে ডোবে না (মান্না/ইমরান) - মতিউর রহমান বাদল - ২৬.০৬.১৯৯২ ৯৯। প্রেম যমুনা (ইলিয়াস কাঞ্চন) - কাজী মোর্শেদ - ০৩.০৭.১৯৯২ ১০০। জেলের মেয়ে রোশনী (সাত্তার) - আলমগীর আজম - ০৩.০৭.১৯৯২ ১০১। মোহন মালা (জাফর ইকবাল) - মতিউর রহমান বাদল - ১৭.০৭.১৯৯২ ১০২। রক্তের বদলা (ইলিয়াস কাঞ্চন) - জহিরুল হক - ৩১.০৭.১৯৯২ ১০৩। এই নিয়ে সংসার (ইলিয়াস কাঞ্চন) - নূর হোসেন বলাই - ০৯.১০.১৯৯২ ১০৪। কোবরা (সোহেল চৌধুরী) - ই আর খান - ২০.১১.১৯৯২ ১০৫। গাড়িয়াল ভাই (ইলিয়াস কাঞ্চন) - তোজাম্মেল হক বকুল - ২৫.১২.১৯৯২

১০৬। অচিন দেশের রাজকুমার (ইলিয়াস কাঞ্চন) - তোজাম্মেল হক বকুল - ২৯.০১.১৯৯৩ ১০৭। প্রেম সোহাগী (ইলিয়াস কাঞ্চন) - সত্য রন্জন রোমান্স - ০৫.০২.১৯৯৩ ১০৮। বেদকন্যা পঙ্খিরাণী (সাত্তার) - সাঈদুর রহমান সাঈদ - ২৩.০৪.১৯৯৩ ১০৯। জনি ওস্তাদ (ইলিয়াস কাঞ্চন) - জহিরুল হক - ৩০.০৪.১৯৯৩ ১১০। খুনী আসামী (ইলিয়াস কাঞ্চন) - শিবলি সাদিক - ০২.০৬.১৯৯৩ - ঈদুল আযহা ১১১। মহাশত্রু (জাফর ইকবাল) - রানা নাসের - ০৮.১০.১৯৯৩

১১২। দুঃখিনী বধূ ও শয়তান জাদুকর (ইলিয়াস কাঞ্চন) - সাঈদুর রহমান মুকুল - ১৫.০৪.১৯৯৪ ১১৩। গ্যাং লিডার (রানা হামিদ) - দিলীপ সোম - ১২.০৮.১৯৯৪ ১১৪। আজকের বাদশা (ইলিয়াস কাঞ্চন) - দারাশিকো - ০৭.১০.১৯৯৪

১১৫। ক্ষুধা (আশিক খান) - গাজী মাজহারুল আনোয়ার - ০৩.০৩.১৯৯৫ - ঈদুল ফিতর ১১৬। পাষাণ (ইলিয়াস কাঞ্চন) - বাবুরাজ খান - ৩১.০৩.১৯৯৫ ১১৭। শত্রু ঘায়েল (সোহেল রানা) - স্বপন চৌধুরী - ২১.০৪.১৯৯৫ ১১৮। ওরা তিনজন (মান্না) - নূর হোসেন বলাই - ১৬.০৬.১৯৯৫ ১১৯। মহাযুদ্ধ (ইলিয়াস কাঞ্চন) - চাষী নজরুল ইসলাম - ২২.১২.১৯৯৫

১২০। অতিক্রম (ড্যানি সিডাক) - আলমগীর কুমকুম - ২০.০৯.১৯৯৬ ১২১। ভয়ঙ্কর যোদ্ধা (জসিম) - আজহারুল ইসলাম খান - ০১.১১.১৯৯৬ ১২২। রঙিন প্রাণ সজনী (তাপস পাল) - আজিজুর রহমান বুলি - ২২.১১.১৯৯৬

১২৩। মহান বন্ধু (ইলিয়াস কাঞ্চন) - মোহাম্মদ আসলাম - ১১.০৭.১৯৯৭

১২৪। দুই রংবাজ (ইলিয়াস কাঞ্চন) - ইলতুৎমিস - ১৮.০৯.১৯৯৮ ১২৫। নেশা (রুবেল) - সাইদুর রহমান সাঈদ - ২৭.১১.১৯৯৮

১২৬। বিসর্জন (আলমগীর) - কামাল আহমেদ - ১১.০১.২০০৬ - ঈদুল আযহা

নাগরিকত্ব বিতর্ক

সম্পাদনা

২০১৯ সালের ৫ জুন তিনি ভারতের রাজনৈতিক দল বিজেপিতে যোগ দেন।[] তারপরে তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে। পরে বিজেপি দলের তরফ থেকে দাবি করা হয় তিনি ভারতের নাগরিক, তাঁর কাছে ভারতের পাসপোর্ট আছে।[] পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ২০০৩ সালে কলকাতা পৌরসংস্থা কর্তৃক জারি করা তাঁর জন্ম সার্টিফিকেট প্রকাশ করেন।[১০][১১] শংসাপত্র অনুসারে অঞ্জু ঘোষ ১৭ সেপ্টেম্বর ১৯৬৬ সালে কলকাতার ইস্ট এন্ড নার্সিং হোমে জন্মগ্রহণ করেন; তাঁর বাবার নাম সুধন্য ঘোষ ও মায়ের নাম বীণাপানি ঘোষ।[১০] অন্যদিকে ২০১৮ সালে একুশে টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকার অঞ্জু ঘোষ জানান যে তিনি ১৭ সেপ্টেম্বর ১৯৫৬ সালে ফরিদপুরের ভাঙ্গায় জন্মগ্রহণ করেন ও মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে তিনি এবং তাঁর পরিবার চট্টগ্রামে চলে আসেন। সেখানকার কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অঞ্জু ঘোষের অজানা কথা"একুশে টিভি। ৯ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯ 
  2. অমর সাহা (জুন ৬, ২০১৯)। "বিজেপিতে-যোগ-দিলেন-'বেদের-মেয়ে-জোসনা"প্রথম আলো। ঢাকা। সংগ্রহের তারিখ জুন ৭, ২০১৯ 
  3. হক, জনি। "যাত্রায় আবার অঞ্জু ঘোষ"দৈনিক সমকাল। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১১ 
  4. অঞ্জু ঘোষের অজানা কথাEkushey TV। ৯ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯ 
  5. "অঞ্জু ঘোষের এই পরিচয় কি জানতেন?"দ্য ডেইলি স্টার। ১২ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  6. রহমান, মোমিন; হোসেন, নবীন (১৯৯৮)। "বাংলাদেশের চলচ্চিত্রে তারকা নায়িকাঃ পপি থেকে পপি"। অন্যদিন, ঈদ সংখ্যা। মাজহারুল ইসলাম। (২৫): ৩৫২। 
  7. "দুই যুগ পর ঢাকার চলচ্চিত্রে অঞ্জু ঘোষ"bangla.bdnews24.com। ২৬ নভেম্বর ২০১৮। ৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  8. "বাংলাদেশের নায়িকা থেকে যে কারণে মোদির দলে অঞ্জু ঘোষ"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯ 
  9. "'বেদের মেয়ে...' অঞ্জু ঘোষের নাগরিকত্ব নিয়ে বিতর্কের মাঝে নয়া এই দাবি করল বিজেপি"NDTV.com। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯ 
  10. "অঞ্জু ঘোষের নাগরিকত্ব প্রমাণে বার্থ সার্টিফিকেট প্রকাশ করল বিজেপি"Zee24Ghanta.com। ৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯ 
  11. "অঞ্জু ঘোষ কোন দেশের নাগরিক?"দ্য ডেইলি স্টার। ৬ জুন ২০১৯।