ওয়াসিম (অভিনেতা)

বাংলাদেশী অভিনেতা

ওয়াসিম (২৩ মার্চ ১৯৫০– ১৮ এপ্রিল ২০২১) ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন এবং লোক ফ্যান্টাসির নায়ক হিসেবে অপ্রতিদ্বন্দ্বী মনে করা হত। কর্মজীবনে তিনি ১৫২টি চলচ্চিত্রে অভিনয় করেন।[] ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ঢাকার চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন।[] তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ছিল ডাকু মনসুর (১৯৭৪), জিঘাংসা (১৯৭৪), দুই রাজকুমার (১৯৭৫), দি রেইন (১৯৭৬), দোস্ত দুশমন (১৯৭৭), আসামী হাজির (১৯৭৮), রাজনন্দিনী, রাজমহল, চন্দন দ্বীপের রাজকন্যা, এবং লাল মেমসাহেব

ওয়াসিম
জন্ম
মেজবাহ উদ্দীন আহমেদ

(১৯৫০-০৩-২৩)২৩ মার্চ ১৯৫০
মৃত্যু১৮ এপ্রিল ২০২১(2021-04-18) (বয়স ৭১)
জাতীয়তাবাংলাদেশি
পেশাঅভিনেতা, প্রযোজক
কর্মজীবন১৯৭২ – ২০১০
উল্লেখযোগ্য কর্ম
রাজমহল, চন্দন দ্বীপের রাজকন্যা, দি রেইন, বাহাদুর
উচ্চতা৫.৮"
সন্তান

প্রাথমিক জীবন

সম্পাদনা

ওয়াসিমের পুরো নাম মেজবাহউদ্দীন আহমেদ। তিনি ১৯৫০ সালের ২৩ মার্চ জন্মগ্রহণ করেন। ওয়াসিম পড়াশোনায় ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলেজের ছাত্রাবস্থায় তিনি বডি বিল্ডার হিসেবে নাম করেছিলেন। ১৯৬৪ সালে তিনি বডি বিল্ডিং এর জন্য ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেছিলেন।[]

চলচ্চিত্র জীবন

সম্পাদনা

ওয়াসিম ১৯৭২ সালে এস এম শফী পরিচালিত ছন্দ হারিয়ে গেলো চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আগমন করেন এবং এতে ছোট একটি চরিত্রে অভিনয়ও করেন। ১৯৭৩ সালে মহসিন পরিচালিত রাতের পর দিন চলচ্চিত্রে তিনি প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটির অসামান্য সাফল্যে রাতারাতি তিনি তারকাখ্যাতি অর্জন করেন।[] পরের বছর তার অভিনীত ডাকু মনসুর, কে আসল কে নকল, ও জিঘাংসা চলচ্চিত্রগুলোও ব্যবসাসফল হয়। ১৯৭৫ সালে তার দুই রাজকুমার চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হয়।[]

১৯৭৬ সালে শফীর দি রেইন চলচ্চিত্রটি তাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেয়। বাংলা ও উর্দু দুই ভাষায় নির্মিত চলচ্চিত্রটি পৃথিবীর ৪৬টি দেশে মুক্তি পেয়েছিল। ছবিতে ওয়াসিমের নায়িকা অলিভিয়া। পরবর্তী সময়ে ওয়াসিম-অলিভিয়া জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন; তন্মধ্যে কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র হল বাহাদুর, লুটেরা, লাল মেম সাহেব, ও বেদ্বীন। তিনি রাজ দুলারী চলচ্চিত্রে শাবানার বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এই চলচ্চিত্রে তাদের মুখের গানগুলো ছিল দর্শকের মুখে মুখে ফেরে।[] অঞ্জু ঘোষের বিপরীতে তিনি সওদাগর, নরম গরম, আবেহায়াত, চন্দন দ্বীপের রাজকন্যা, পদ্মাবতী, রসের বাইদানী চলচ্চিত্রে অভিনয় করেও সফল হন।[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

ওয়াসিম বিয়ে করেছিলেন চিত্রনায়িকা রোজীর ছোট বোনকে। তাদের দুটি সন্তান হয় – পুত্র দেওয়ান ফারদিন এবং কন্যা বুশরা আহমেদ। ২০০০ সালে তার স্ত্রীর অকালমৃত্যু ঘটে। ২০০৬ সালে ওয়াসিমের কন্যা বুশরা আহমেদ চৌদ্দ বছর বয়সে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। পরীক্ষা চলাকালীন নকলের অভিযোগ তার পরিবারকে জানাবার প্রাক্কালে বাথরুমে যাওয়ার কথা বলে বুশরা লাফ দেন। অন্যদিকে পুত্র ফারদিন লন্ডনের কারডিফ বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্যারিস্টার হিসেবে আইন পেশায় নিয়োজিত।[]

মৃত্যু

সম্পাদনা

ওয়াসিম ২০২১ সালের ১৮ এপ্রিল ৭১ বছর বয়সে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

ওয়াসিম অভিনীত ছবির তালিকা

  • যখন বৃষ্টি এলো

১। ছন্দ হারিয়ে গেল-এস এম শফি=২২.৯.১৯৭২(অতিথি শিল্পী)
২। রাতের পর দিন-ববিতা-মহসিন=১১.৫.১৯৭৩
৩। ডাকু মনসুর-শাবানা-ইবনে মিজান= ২৬.৭.১৯৭৪
৪। কে আসল কে নকল- কবিতা-মমতাজ আলী =২৫.১২.১৯৭৪ - ঈদুল আজহা
৫। জিঘাংসা -জবা-ইবনে মিজান ২৫.১২.১৯৭৪=ঈদুল আজহা
৬। আকাশ কুসুম- কল্পনা - এফ এ বিনু= ১০.১.১৯৭৫
৭। দুশমন-অলিভিয়া-মোতালেব হোসেন= ১১.৭.১৯৭৫
৮। দুই রাজকুমার-শাবানা-ইবনে মিজান=২৫.৭.১৯৭৫
৯। এক মুঠো ভাত- ইবনে মিজান=৩০.১.১৯৭৬(ক্যামিও)
১০। সন্ধিক্ষণ- শাবানা- মীর মোহাম্মদ হালিম=৬.২.১৯৭৬
১১। জানোয়ার-সুচরিতা-কালীদাস=৫.৩.১৯৭৬
১২। দি রেইন-অলিভিয়া-এস এম শফি=২৬.৯.১৯৭৬ - ঈদুল ফিতর
১৩। বাহাদুর-অলিভিয়া,সুচ:-ইবনে মিজান=২৬.৯.১৯৭৬ - ঈদুল ফিতর
১৪। জীবন মরণ-সুজাতা-আজিম= ১৯.১১.১৯৭৬
১৫। জীবন সাথী- শাবানা -নুরুল হক বাচ্চু =১৯.১১.১৯৭৬
১৬। দোস্ত দুশমন-শাবানা-দেওয়ান নজরুল =১৫.৭.১৯৭৭
১৭। রাজদুলারী-শাবানা-শফি বিক্রমপুরী= ২০.১.১৯৭৮
১৮। আসামী হাজির-ববিতা-দেওয়ান নজরুল =২২.৯.১৯৭৮
১৯। তুফান-শাবানা-অশোক ঘোষ= ১৩.১০.১৯৭৮
২০। মহেশখালীর বাঁকে-সুচরিতা-শামসুদ্দিন টগর= ১২.১১.১৯৭৮ - ঈদুল আজহা
২১। রাজমহল-রোজিনা-এফ কবীর চৌধুরী=৯.৩.১৯৭৯
২২। বারুদ-শাবানা-দেওয়ান নজরুল=১.৬.১৯৭৯
২৩। বন্দুক-শাবানা-দেলোয়ার জাহান ঝন্টু - ২৯.৬.১৯৭৯
২৪। বুলবুল এ বাগদাদ-অলিভিয়া- এফ কবীর চৌধুরী= ২৮.৯.১৯৭৯
২৫। শীষনাগ-রোজিনা,অলিভিয়া- এফ কবীর চৌধুরী= ১.১১.১৯৭৯ - ঈদুল আজহা
২৬। ঈমান-শাবানা- মমতাজ আলী= ৯.১১.১৯৭৯
২৭। চন্দ্রলেখা-অলিভিয়া- ইশতিয়াক=৪.১.১৯৮০
২৮। বেদ্বীন-অলিভিয়া-এস এম শফি=১.২.১৯৮০
২৯। লুটেরা-অলিভিয়া-ফখরুল হাসান বৈরাগী=৮.২.১৯৮০
৩০। মোকাবেলা-রোজিনা-ফখরুল হাসান বৈরাগী= =২২.২.১৯৮০
৩১। রাজনন্দিনী-শাবানা-এফ কবীর চৌধুরী= ১৪.৩.১৯৮০
৩২। রাজকন্যা-শাবানা-এফ কবীর চৌধুরী= ২৯.৮.১৯৮০
৩৩। ওমর শরীফ-শাবানা-দেলোয়ার জাহান ঝন্ট =১২.৯.১৯৮০
৩৪। শাহী দরবার-রোজিনা-ফখরুল হাসান বৈরাগী= ২০.১০.১৯৮০ - ঈদুল আজহা
৩৫। আলিফ লায়লা-শাবানা-এফ কবীর চৌধুরী= ২১.১১.১৯৮০
৩৬। শাহজাদী গুলবাহার-অলিভিয়া-শহিদুল আমিন=২৩.১.১৯৮১
৩৭। বিনি সুতার মালা-রোজিনা-ফখরুল হাসান বৈরাগী =১০.৪.১৯৮১
৩৮। আলাদীন আলীবাবা সিন্দাবাদ-রোজিনা-শফি বিক্রমপূরী=৮.৫.১৯৮১
৩৯।ওস্তাদ সাগরেদ-শাবানা- দেওয়ান নজরুল=১৮.৯.৮১
৪০। কুদরত-শাবানা-মমতাজ আলী= ৯.১০.১৯৮১ - ঈদুল আজহা
৪১। আকাশপরী-ববিতা-আজিজ মেহের=২০.১১.১৯৮১
৪২। সাক্ষী-ববিতা-আওকাত হোসেন=১৮.১২.১৯৮১
৪৩। সোহাগ মিলন-রোজিনা- সুভাষ দত্ত=১.১.১৯৮২
৪৪। আলতাবানু-শাবানা-ফয়েজ চৌধুরী=২২.১.১৯৮২
৪৫। ডার্লিং-অলিভিয়া- এস এম শফি=২৯.১.১৯৮২
৪৬। মানসী-রোজিনা-ফখরুল হাসান বৈরাগী=২১.৫.১৯৮২
৪৭। সওদাগর-অঞ্জু-এফ কবীর চৌধুরী=২৮.৫.১৯৮২
৪৮। নাণ্টু ঘটক-অঞ্জনা- গাজী মাজহারুল আনোয়ার= ৩.৯.১৯৮২
৪৯। রাজ সিংহাসন-রোজিনা-এফ কবীর চৌধুরী.৭.১০.১৯৮২
৫০। দখল-রোজিনা-শামসুদ্দিন টগর=২৫.১১.১৯৮২
৫১। আবেহায়াত-অঞ্জু-এফ কবীর চৌধুরী=১১.৩.১৯৮৩
৫২। প্রাণসজনী-অঞ্জু-জহিরুল হক=১৮.৩.১৯৮৩
৫৩। তিন বাহাদুর-অঞ্জু-এফ কবীর চৌধুরী=১২.৭.১৯৮৩ - ঈদুল ফিতর
৫৪। ধনদৌলত-অঞ্জু-সাইফুল আজম কাশেম=২.৯.১৯৮৩
৫৫। বানজারান-শাবানা-শামসুদ্দিন টগর =১৮.১১.১৯৮৩
৫৬। পদ্মাবতী-অঞ্জু-এফ কবীর চৌধুরী=১৩.১.১৯৮৪
৫৭। ভাগ্যলিপি-রোজিনা-ফখরুল হাসান বৈরাগী =২০.১.১৯৮৪
৫৮। প্রিন্সেস টিনা খান-টিনা খান - আখতারুজ্জামান খান=১৭.২.১৯৮৪
৫৯। রসের বাঈদানী-রোজিনা- সফদার আলী ভুঁইয়া =১৮.৫.১৯৮৪
৬০। জালিম-অঞ্জু- এফ কবীর চৌধুরী-১.৭.১৯৮৪=ঈদুল ফিতর
৬১। চন্দন দ্বীপের রাজকন্যা-অঞ্জু-ইবনে মিজান= ১.৭.১৯৮৪ - ঈদুল ফিতর
৬২। রাজিয়া সুলতানা -রোজিনা-ফখরুল হাসান বৈরাগী =১.৭.১৯৮৪ - ঈদুল ফিতর
৬৩। লাল মেমসাহেব-অলিভিয়া-এস এ.শফী =১৪.৯.১৯৮৪
৬৪। জিপসী সর্দার -রোজিনা-দারাশিকো=২৬.১০.১৯৮৪
৬৫। ঘরে বাইরে-শাবানা-নাজমুল হুদা মিন্টু=২৩.১১.১৯৮৪
৬৬। রাজদণ্ড -অঞ্জু- ছটকু আহমেদ=৩০.১১.১৯৮৪
৬৭। নরম গরম-অঞ্জু-এফ কবীর চৌধুরী=২৮.১২.১৯৮৪
৬৮। দুনিয়াদারী-রোজিনা-সাইফুল আজম কাসেম =৪.১.১৯৮৫
৬৯। ইন্সপেক্টর -রোজিনা-নূর হোসেন বলাই =২২.২.১৯৮৫
৭০। রাজকুমারী -অঞ্জু- ইবনে মিজান=৮.৩.১৯৮৫
৭১। ফয়সালা -দোয়েল- আবদুল সাত্তার =২২.৩.১৯৮৫
৭২। আন্দাজ -অঞ্জু-এম এ জব্বার=১২.৪.১৯৮৫
৭৩। মানিক রতন-অঞ্জু-জিয়াউদ্দিন মাসুদ =২১.৬.১৯৮৫ - ঈদুল ফিতর
৭৪। কোরবানী-অঞ্জু-দেওয়ান নজরু=২১.৬.১৯৮৫ - ঈদুল ফিতর
৭৫। সোনাই বন্ধু-অঞ্জু-আজিজুর রহমান=৫.৭.১৯৮৫
৭৬। মিস লোলিতা-রোজিনা-জিল্লুর রহমান=১২.৭.১৯৮৫
৭৭। রসিয়া বন্ধু-রোজিনা- কামরুজ্জামান=১২.৭.১৯৮৫
৭৮। রাজকপাল-রোজিনা-মজিদ বঙ্গবাসী=১২.৭.১৯৮৫
৭৯। ওয়ারিস-রোজিনা-ফখরুল হাসান বৈরাগী =২৬.৭.১৯৮৫
৮০। বেরহম-অঞ্জু- কাজী হায়াৎ=৯.৮.১৯৮৫
৮১। সতী নাগকন্যা -অঞ্জু-ইবনে মিজান=২৭.৮.১৯৮৫ - ঈদুল আজহা
৮২। নাদিরা-রোজুনা-ফখরুল হাসান বৈরাগী= ১৫.১১.১৯৮৫
৮৩। হাসনা হেনা-সুচরিতা,ববিতা-সাইদুল রহমান সাইদ =২২.১১.১৯৮৫
৮৪। আমানত -অঞ্জু-বেলাল আহমেদ=২৭.১২.১৯৮৫
৮৫। দুলারী-রোজিনা-মতিউর রহমান বাদল =১৭.১.১৯৮৬
৮৬। ধর্ম আমার মা-নতুন-দেওয়ান নজরুল=২৪.১.১৯৮৬
৮৭। আয়নামতি-সুচরিতা- জিল্লুর রহমান=৭.২.১৯৮৬
৮৮। নূরী-অঞ্জনা-শামসুদ্দিন টগর=২১.২.১৯৮৬
৮৯। শিরি ফরহাদ-শাবানা-আবদুস সামাদ =২৮.২.১৯৮৬
৯০। বিষকন্যার প্রেম-রোজিনা- নূর হোসেন বলাই= ২.৫.১৯৮৬
৯১। ডাকু ও দরবেশ-রোজিনা- সুভাষ সোম= ১৬.৮.১৯৮৬ - ঈদুল আজহা
৯২। চাচা ভাতিজা-রানী- নুরুল ইসলাম মঙ্গল =২১.১১.১৯৮৬
৯৩। আজ তোমার কাল আমার-দোয়েল-এম এ জব্বার= ২৮.১১.১৯৮৬
৯৪। চন্দনা ডাকু -অঞ্জু- শহীদুল ইসলাম= ১২.১২.১৯৮৬
৯৫। উনিশ বিশ -অঞ্জু- স্বপন সাহা= ১২.১২.১৯৮৬
৯৬। ঈমানদার -রাণী-জিয়াউদ্দিন মাসুদ=২০.২.১৯৮৭
৯৭। প্রতিবাদ -অঞ্জু-তাহের চৌধুরী =১৩.৩.১৯৮৭
৯৮। দিদার-শাবানা-শেখ নজরুল ইসলাম =১৩.৩.১৯৮৭
৯৯। রঙিন জরিনা সুন্দরী-সুচরিতা-ইবনে মিজান =৩.৪.১৯৮৭
১০০। সেতু বন্ধন-সুচরিতা-ফখরুল হাসান বৈরাগী=২১.৮.১৯৮৭
১০১। মান মর্যাদা-রোজিনা-মতিউর রহমান পানু =২৩.১০.১৯৮৭
১০২। পর্বত-অঞ্জু-এফ কবীর চৌধুরী =৮.৪.১৯৮৮
১০৩। জবরদস্ত -সুচরিতা-নাজমুল হুদা মিন্টু =২৪.৬.১৯৮৮
১০৪। সুখের স্বপ্ন-সেলিনা-আওকাত হোসেন=১২.৮.১৯৮৮
১০৫। বাহার-অঞ্জু-মাজেদ রন্জু=১৯.৮.১৯৮৮
১০৬। মরণ পণ-অঞ্জু- জহিরুল হক =২.৯.১৯৮৮
১০৭। আগুন পানি-সুচরিতা-কে এম আইয়ুব =১১.১১.১৯৮৮
১০৮। হিসাব চাই-রোজিনা- ফখরুল হাসান বৈরাগী=১৮.১১.১৯৮৮
১০৯। জীবনধারা-রোজিনা-মতিন রহমান =৯.১২.১৯৮৮
১১০। বিধাতা-শাবানা-শেখ নজরুল ইসলাম =২০.১.১৯৮৯
১১১। ছলনা-অঞ্জু-কাজী মোরশেদ =২৪.২.১৯৮৯
১১২। আঁচল বন্দী-রোজিনা-জিল্লুর রহমান =১৭.৩.১৯৮৯
১১৩। আলাল দুলাল-সুনেত্রা- ইবনে মিজান =১.৯.১৯৮৯
১১৪। রঙিন সাগর ভাসা-অঞ্জু- গাফ্ফার খান =১৫.৯.১৯৮৯
১১৫। দুই বোন-সুচরিতা-এইচ আকবর =২২.৯.১৯৮৯
১১৬। কসম-পাপড়ি-শেখ নজরুল ইসলাম=৩.১১.১৯৮৯
১১৭। তকদীরের খেলা- অলিভিয়া-জিল্লুর রহমান =২৪.১১.১৯৮৯
১১৮। বন্না - অঞ্জু এম ইয়াসিন=২২.১২.১৯৮৯
১১৯।। গঙ্গা যমুনা-সুচরিতা,রোজিনা-বেলাল আহমেদ=৫.১.১৯৯০
১২০। মোহনবাঁশি -দিলারা-জিল্লুর রহমান=৯.২.১৯৯০
১২১। জবানবন্দী-দোয়েল,রোজিনা- মোতাহার উদ্দিন =১৬.২.১৯৯০
১২২। আসমান জমিন-অঞ্জু-দেওয়ান নজরুল=৮.৬.১৯৯০
১২৩। প্রতিঘাত-রোজিনা-মোস্তফা ওয়ালী=৩.৮.১৯৯০
১২৪। আজাদ-রোজিনা- এম এ মালেক=৭.২.১৯৯২
১২৫। দিনকাল-রোজিনা- কবীর আনোয়ার=২৯.৫.১৯৯২
১২৬। মাটির দুর্গ-নতুন- দেওয়ান নজরুল=৮.৪.১৯৯৪
১২৭। জুলুমের বদলা-সুচরিতা-আব্দুল জব্বার =২৪.৬.১৯৯৪
১২৮। নাগ পঞ্চমী-সুচরিতা-এম এ জব্বার=৮.৭.১৯৯৪
১২৯। নয়া তুফান -ইকরাম বিজু=১.১২.১৯৯৫ (ক্যামিও)
১৩০। ঘাটের মাঝি - নূর মোহাম্মদ মণি ৮.৪.১৯৯৮ = ঈদুল আজহা (ক্যামিও)
১৩১। মুখোশ-জেড আর সিদ্দিকি=৫.৮.২০০৫ (ক্যামিও)
১৩২। বিষাক্ত ছোবল-ইফতেখার জাহান=২.১২.২০০৫
১৩৩। পাগলা মাস্তান -দোয়েল- আজাদ খান - ১১.১.২০০৬ - ঈদুল আজহা (স্পেশাল চরিত্র)
১৩৪। একশো কোটি টাকা - মোহাম্মদ হোসেন জেমী= ১০.২.২০০৬ (ক্যামিও)
১৩৫। সাথী তুমি কার -ডলি জহুর- এস এম সরকার=২১.৪.২০০৬
১৩৬। সোনার ময়না পাখি -সুচরিতা-আনোয়ার সিরাজী= ৫.৫.২০০৬
১৩৭। মালেকা সুন্দরী - নুর মুহম্মদ মনি=২৮.৭.২০০৬
১৩৮। নেতা-শাহীন সুমন=৮.৯.২০০৬
১৩৯। বকুল ফুলের মালা - দেলোয়ার জাহান ঝন্টু = ২২.৯.২০০৬
১৪০। ভালবাসা ভালবাসা - মহম্মদ হান্নান =২৫.১০.২০০৬ - ঈদুল ফিতর
১৪১। মুসা ভাই - এম. বি. মানিক -১.১.২০০৭ - ঈদুল আজহা
১৪২। ময়নামতির সংসার - সুচরিতা- আলী আজাদ= ৬.৩.২০০৯
১৪৩। অরুণ শান্তি (২০১০)
১৪৪। বাজাও বিয়ের বাজনা - মোহাম্মদ হোসেন জেমী= ১৫.১.২০১০
১৪৫। পাপের প্রায়শ্চিত্ত - এম এম সরকার=২১.১.২০১১.


  • ছন্দ হারিয়ে গেলো (১৯৭২)
  • রাতের পর দিন (১৯৭৩)
  • কে আসল কে নকল (১৯৭৪)
  • ডাকু মনসুর (১৯৭৪)
  • জিঘাংসা (১৯৭৪)
  • দুই রাজকুমার (১৯৭৫)
  • দুশমন (১৯৭৫)
  • আলোছায়া (১৯৭৫)
  • সন্ধিক্ষণ (১৯৭৬)
  • জীবন সাথী (১৯৭৬)
  • বাহাদুর (১৯৭৬)
  • জীবন মরণ (১৯৭৬)
  • তাল বেতাল (১৯৭৬)
  • জানোয়ার (১৯৭৬)
  • দি রেইন (১৯৭৬)
  • নরম গরম
  • চন্দন দ্বীপের রাজকন্যা
  • লুটেরা
  • রাজ দুলারী
  • লাল মেম সাহেব
  • বেদ্বীন
  • রাজনন্দিনী
  • রাজমহল
  • বিনি সুতার মালা
  • দোস্ত দুশমন (১৯৭৭)
  • আসামী হাজির (১৯৭৮)
  • মিস লোলিতা (১৯৮৫)

সম্মাননা

সম্পাদনা
  • কমিটমেন্ট সাংস্কৃতিক একাডেমি থেকে আজীবন সম্মাননা - ২০১৬[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অভিনেতা ওয়াসিম মারা গেছেন"দৈনিক প্রথম আলো। ১৮ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২১ 
  2. লিয়াকত হোসেন খোকন। "সুপার স্টার ওয়াসিম"দৈনিক আমার দেশ। ২৮ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১ 
  3. "যেমন আছেন অভিনেতা ওয়াসিম"বাংলাদেশ প্রতিদিন। ১১ এপ্রিল ২০১৪। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  4. "ওয়াসিমের চলচ্চিত্র জীবন"দৈনিক আমার দেশ। ঢাকা, বাংলাদেশ। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৫ 
  5. বিডিনিউজ। "চিত্রনায়ক ওয়াসিম মারা গেছেন"বিডিনিউজ। ১৭ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১ 
  6. "Wasim to get Lifetime Achievement Award"দ্য নিউ নেশন (ইংরেজি ভাষায়)। ৪ মে ২০১৬। ২০ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা

  উইকিমিডিয়া কমন্সে ওয়াসিম সম্পর্কিত মিডিয়া দেখুন।