ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটি চট্টগ্রাম বিভাগের একটি শহর। এটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরদপ্তর। কুমিল্লার পরে এটি পূর্ব বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের প্রাচীনতম পৌরসভাগুলির মধ্যে একটি এবং এটি ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়াকে ১৯৮৪ সালে একটি জেলা হিসাবে ঘোষণা করা হয়। ২০২০ সালের হিসাব অনুসারে ব্রাহ্মণবাড়িয়া শহরে ২,৬৮,৬৩৬ জন লোক বাস করে। শহরটি ১৯৮৪ সাল পর্যন্ত বৃহত্তর কুমিল্লা জেলার একটি অংশ ছিল। এটি বাংলাদেশের ১৭ তম বৃহত্তম শহর।
ব্রাহ্মণবাড়িয়া শহর | |
---|---|
জেলা শহর | |
![]() ব্রাহ্মণবাড়িয়া শহর | |
ডাকনাম: বি.বাড়িয়া | |
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৭′৫৬″ উত্তর ৯১°০৬′২৯″ পূর্ব / ২৩.৯৬৫৫৯৩° উত্তর ৯১.১০৭৯৯৭° পূর্ব | |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
প্রতিষ্ঠা | ১৭০০-এর শেষে |
পৌর শহর | ১৭৬৯ |
প্রশাসনিক জেলা শহর | ১৯৮৪ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা |
• পৌর মেয়র | মিসেস নায়ার কবির |
আয়তন[১] | |
• জেলা শহর | ২২.৪ বর্গকিমি (২৯.৮ বর্গমাইল) |
• মহানগর | ২৩৭.৩৪ বর্গকিমি (৯১.৬ বর্গমাইল) |
উচ্চতা[৩] | ১৫ মিটার (৪৯.২ ফুট) |
জনসংখ্যা (২০২০) | |
• জেলা শহর | ২,৬৮,২৭৯ |
• জনঘনত্ব | ১২,০০০/বর্গকিমি (৯,০০০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৫,২১,৯৯৪[২] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪০০[৪] |
জাতীয় কলিং কোড | +৮৮০ |
স্থানীয় কলিং কোড | +৮৮-০৮৫১ |
প্রশাসনসম্পাদনা
ব্রাহ্মণবাড়িয়া শহর পরিচালনার জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা গঠন করা হয় ১৯৭২ সালে। ২২.৪৯ বর্গ কি.মি. আয়তনের ব্রাহ্মণবাড়িয়া শহরের ১৭.৬০ বর্গ কি.মি. এলাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দ্বারা পরিচালিত হয় যেটি ব্রাহ্মণবাড়িয়া শহরকে ১২টি ওয়ার্ড এবং ৩৪টি মহল্লায় বিভক্ত করেছে। এ পৌর এলাকায় নাগরিক সুযোগ-সুবিধা ও পৌরসেবা দেয়াই এ সংস্থার কাজ।[৫]
ভূগোল এবং জলবায়ুসম্পাদনা
ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ-এর পূর্ব-মধ্য অঞ্চলে অবস্থিত। এর নিকটবর্তী শহরগুলি হল ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ। এই শহরটি তিতাস নদীর তীরে রয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমে মেঘনা নদী বয়ে গেছে।[৬]
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রান্তীয় ভেজা এবং শুষ্ক আবহাওয়া থাকে।
ব্রাহ্মণবাড়িয়া-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ২৫ (৭৭) |
২৮ (৮২) |
৩২ (৯০) |
৩৩ (৯১) |
৩৩ (৯১) |
৩২ (৯০) |
৩২ (৯০) |
৩২ (৯০) |
৩২ (৯০) |
৩১ (৮৮) |
২৯ (৮৪) |
২৭ (৮১) |
৩১ (৮৭) |
দৈনিক গড় °সে (°ফা) | ১৮ (৬৪) |
২২ (৭২) |
২৬ (৭৯) |
২৮ (৮২) |
২৮ (৮২) |
২৯ (৮৪) |
২৯ (৮৪) |
২৯ (৮৪) |
২৮ (৮২) |
২৭ (৮১) |
২২ (৭২) |
২২ (৭২) |
২৫ (৭৭) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ১০ (৫০) |
১৪ (৫৭) |
১৯ (৬৬) |
২২ (৭২) |
২৩ (৭৩) |
২৫ (৭৭) |
২৫ (৭৭) |
২৫ (৭৭) |
২৪ (৭৫) |
২৩ (৭৩) |
১৭ (৬৩) |
১৭ (৬৩) |
২০ (৬৯) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ১৪.৪ (০.৫৭) |
৩৯.৮ (১.৫৭) |
৭২.৮ (২.৮৭) |
১৬৮.২ (৬.৬২) |
৩১৫.৪ (১২.৪২) |
৩৪৪.৯ (১৩.৫৮) |
৩৬৭.৯ (১৪.৪৮) |
২৪৭.৫ (৯.৭৪) |
১৯৭.৬ (৭.৭৮) |
১৪৮.৫ (৫.৮৫) |
৩০.৪ (১.২০) |
৮.৯ (০.৩৫) |
১,৯৫৬.৩ (৭৭.০৩) |
অধঃক্ষেপণ দিনগুলির গড় (≥ ০.১ mm) | ৪ | ৫ | ৭ | ১২ | ১৯ | ২৩ | ২৮ | ২৬ | ২২ | ১৩ | ৩ | ১ | ১৬৩ |
উৎস: Worldweatheronline[৭] |
চিত্রশালাসম্পাদনা
উল্লেখযোগ্য ব্যক্তিসম্পাদনা
ব্রাহ্মণবাড়িয়া শহর জাকিয়া বারী মম, তাসনোভা হক এলভিনের মতো অভিনেত্রীদের জন্ম দিয়েছে। এই শহরের আলমগীর বাংলাদেশের চলচ্চিত্রের চিরসবুজ অভিনেতা। তিনি ৮০-এর দশকের মাঝামাঝি সময়ে অভিনয় শুরু করে এখনও অভিনয় করছেন। ব্রাহ্মণবাড়িয়ায় আল মাহমুদ, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, আবদুল কাদির এবং সৈয়দ শামসুল হকের মতো আরও কয়েকজন কবি আছেন। নওয়াব সৈয়দ শামসুল হুদা ছিলেন মুসলিম লীগের নেতা। আলী আজম (রাজনীতিবিদ) ছিলেন আওয়ামী লীগের একজন নেতা। শাকিল আহমেদ ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক, যিনি বাংলাদেশের সীমান্তকে ব্যাপকভাবে সুরক্ষিত করেছিলেন।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Area, Population and Literacy Rate by Paurashava −2001" (পিডিএফ)। Bangladesh Bureau of Statistics। ২৭ মার্চ ২০০৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০০৯।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ http://www.floodmap.net/Elevation/CountryElevationMap/?ct=BD
- ↑ www.geopostcodes.com,। "ZIP Code database of Bangladesh"। Geopostcodes.com। সংগ্রহের তারিখ ১১ জুন ২০০৮।
- ↑ "এক নজরে পৌরসভা"। বাংলাদেশ জাতীয় ওয়েব পোর্টাল। ২৫ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬।
- ↑ পরিবেশ পরিসংখ্যানের বাংলাদেশ সংকলন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান বিভাগ, পরিকল্পনা মন্ত্রক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০০৯
- ↑ "Brahmanbaria, Bangladesh Travel Weather Averages (Worldweather)"। Worldweatheronline। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫।
বহিঃসংযোগসম্পাদনা
- ↑ "Population and Housing Census 2011 - Volume 3: Urban Area Report" [জনসংখ্যা ও গৃহগণনা ২০১১ - খণ্ড ৩: নগর অঞ্চলের প্রতিবেদন] (পিডিএফ)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আগস্ট ২০১৪।