খলনায়ক (১৯৯৬-এর চলচ্চিত্র)
খলনায়ক হল মনতাজুর রহমান আকবর রচিত ও পরিচালিত ১৯৯৬ সালের বাংলাদেশী মারপিঠধর্মী চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মান্না, এবং অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন চম্পা ও রাজীব। ছবিটি ১৯৯৬ সালের ১৪ই জুন বাংলাদেশে মুক্তি পায়।
খলনায়ক | |
---|---|
পরিচালক | মনতাজুর রহমান আকবর |
প্রযোজক | সাইফুর রহমান রবি |
রচয়িতা | মনতাজুর রহমান আকবর |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলী আকরাম শুভ |
প্রযোজনা কোম্পানি | আলমগীর পিকচার্স |
মুক্তি | ১৪ জুন ১৯৯৬[১] |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কুশীলব
সম্পাদনা- মান্না - রাজা, খলনায়ক
- চম্পা - রুবি, পুলিশ ইন্সপেক্টর
- রাজীব - দাউদ হায়দার
- প্রবীর মিত্র - আকবর, পুলিশ ইন্সপেক্টর
- সাদেক বাচ্চু - আফতাব
- ডলি জহুর - রাজার মা
- জাম্বু - দাউদ হায়দারের ডান হাত
সঙ্গীত
সম্পাদনাখলনায়ক চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ ও গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "নায়ক তো নয় খলনায়ক আমি" | মনিরুজ্জামান মনির | আলী আকরাম শুভ | অ্যান্ড্রু কিশোর |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Movie List 1996"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে খলনায়ক (ইংরেজি)