রাইজিংবিডি.কম

বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম

রাইজিংবিডি.কম বাংলাদেশের একটি অনলাইন সংবাদ পোর্টাল যেটি দেশ ও দেশের বাইরের নানা সংবাদ বাংলাইংরেজি ভাষায় নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। পত্রিকাটি ২৪ ঘন্টাই সংবাদ সরবরাহ করে। পাঠক এটির সংবাদ বিনামূল্যে পড়তে পারেন।[৩]

রাইজিংবিডি.কম
Risingbd-logo.png
সাইটের প্রকার
অনলাইন সংবাদপত্র
উপলব্ধবাংলা ও ইংরেজি
মালিকওয়ালটন গ্রুপ[১]
সম্পাদকউদয় হাকিম[২]
অ্যালেক্সা অবস্থানবৃদ্ধি ৭,০০৮(১১ জুলাই ২০২১)
চালুর তারিখএপ্রিল ২০১৩; ৯ বছর আগে (2013-04)

ইতিহাসসম্পাদনা

২০১২ সালে রাইজিংবিডি.কম ওয়েবসাইটটি চালু হলেও আনুষ্ঠানিকভাবে এটি ২০১৩ সালের ২৬ এপ্রিল যাত্রা শুরু করে। নিউজপোর্টালটির মালিক ওয়ালটন গ্রুপ[১]

২০২০ সালের ৩০ জুলাই রাইজিংবিডি.কম বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে।[৪]

সম্পাদক মন্ডলীসম্পাদনা

রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান। উদয় হাকিম অনলাইন পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক। এ গণমাধ্যমের তিনি প্রতিষ্ঠাতা সম্পাদকও। [৫] সাংবাদিক এম. এম. কায়সার রাইজিংবিডির ভারপ্রাপ্ত সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্রসম্পাদনা

  1. ওয়ালটন গ্রুপ
  2. "রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক হলেন উদয় হাকিম"। রাইজিংবিডি। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১ 
  3. রাইজিংবিডি
  4. তথ্য মন্ত্রণালয় - নোটিশ বোর্ড (পিডিএফ)Ministry of Information 
  5. "রাইজিংবিডি'র উপদেষ্টা সম্পাদক হলেন উদয় হাকিম"। দৈনিক মানবকণ্ঠ। ১১ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১