রাইজিংবিডি.কম
বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম
রাইজিংবিডি.কম বাংলাদেশের একটি অনলাইন সংবাদ পোর্টাল যেটি দেশ ও দেশের বাইরের নানা সংবাদ বাংলা ও ইংরেজি ভাষায় নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। পত্রিকাটি ২৪ ঘন্টাই সংবাদ সরবরাহ করে। পাঠক এটির সংবাদ বিনামূল্যে পড়তে পারেন।[৩]
![]() | |
সাইটের প্রকার | অনলাইন সংবাদপত্র |
---|---|
উপলব্ধ | বাংলা ও ইংরেজি |
মালিক | ওয়ালটন গ্রুপ[১] |
সম্পাদক | উদয় হাকিম[২] |
অ্যালেক্সা অবস্থান | ![]() |
চালুর তারিখ | এপ্রিল ২০১৩ |
ইতিহাসসম্পাদনা
২০১২ সালে রাইজিংবিডি.কম ওয়েবসাইটটি চালু হলেও আনুষ্ঠানিকভাবে এটি ২০১৩ সালের ২৬ এপ্রিল যাত্রা শুরু করে। নিউজপোর্টালটির মালিক ওয়ালটন গ্রুপ।[১]
২০২০ সালের ৩০ জুলাই রাইজিংবিডি.কম বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে।[৪]
সম্পাদক মন্ডলীসম্পাদনা
রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান। উদয় হাকিম অনলাইন পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক। এ গণমাধ্যমের তিনি প্রতিষ্ঠাতা সম্পাদকও। [৫] সাংবাদিক এম. এম. কায়সার রাইজিংবিডির ভারপ্রাপ্ত সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ ওয়ালটন গ্রুপ
- ↑ "রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক হলেন উদয় হাকিম"। রাইজিংবিডি। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।
- ↑ রাইজিংবিডি
- ↑ তথ্য মন্ত্রণালয় - নোটিশ বোর্ড (পিডিএফ)। Ministry of Information।
- ↑ "রাইজিংবিডি'র উপদেষ্টা সম্পাদক হলেন উদয় হাকিম"। দৈনিক মানবকণ্ঠ। ১১ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।